ETV Bharat / state

Locket on Bogtui Compensation: কেন মিড-ডে মিলের টাকায় আর্থিক সাহায্যে ? বগটুই নিয়ে প্রশ্ন লকেটের - শুভেন্দু অধিকারী

বগটুইয়ে কেন কেন্দ্রের টাকায় আর্থিক সাহায্য ? তাও আবার মিড-ডে মিলের টাকায় ৷ এই অভিযোগে এবার সরব হলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket on Bogtui Compensation) ৷

Locket on Bogtui Compensation ETV BHARAT
Locket on Bogtui Compensation ETV BHARAT
author img

By

Published : Jan 28, 2023, 7:48 PM IST

বগটুইয়ের আর্থিক সাহায্য বিতর্কে এবার প্রশ্ন তুললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়

হুগলি, 28 জানুয়ারি: মিড-ডে মিলের টাকায় ‘বগটুই কাণ্ডে’ আর্থিক সাহায্য করার অভিযোগ তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যা নিয়ে এবার প্রশ্ন তুললেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee Criticises TMC Over Bogtui Compensation) ৷ তাঁর প্রশ্ন, ‘‘কী কারণ মিড-ডে মিলের টাকায় ক্ষতিপূরণ দেওয়া হবে ? সেই টাকা তো কেন্দ্রীয় সরকার দেয় ৷ রাজ্যের টাকায় কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না ?’’

আজ হুগলিতে সাংগঠনিক সভা করেন লকেট চট্টোপাধ্যায় ৷ সেখানেই তিনি শাসকদলকে নিশানা করেছেন বগটুইকাণ্ড এবং সেই ঘটনায় রাজ্য সরকারের আর্থিক সহায়তার বিষয়টিকে নিয়ে ৷ লকেট বলেন, ‘‘ঘর বন্ধ করে অতগুলো মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ৷ সেখানে কেন নিজেদের টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে না ? মেলা, খেলার জন্য তো নিজেদের টাকা দেওয়া হয় ৷ এখন কেন কেন্দ্রের টাকায় হাত দিচ্ছে ? এটা অপরাধ তো বটেই ৷’’

উল্লেখ্য, এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বগটুইকাণ্ডে মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের চেক বিলির ছবি সোশাল মিডিয়া পোস্ট করেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকার মিড-ডে মিলের টাকা বগটুই-কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে দিয়েছে ৷ কেন খাদ্য দফতরকে দেওয়া মিড-ডে মিলের কেন্দ্রের টাকা আর্থিক সাহায্য হিসেবে দেওয়া হল ? সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ এই টুইটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ্য করেছেন ৷

আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় বগটুইয়ে আর্থিক সাহায্য, অভিযোগ শুভেন্দুর

পাশাপাশি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নামও সেখানে উল্লেখ করেন শুভেন্দু ৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, এই ঘটনায় যথাযথ তদন্ত করা হোক এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিক কেন্দ্র ৷ এই অভিযোগের ভিত্তিতে তিনি কয়েকটি চেকের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ তাঁর দাবি, ওই চেকগুলি বগটুইকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং স্বজনহারাদের দেওয়া আর্থিক সাহায্য ৷ আর সেগুলি খাদ্য দফতর থেকে অনুমোদন করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে ইচিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে ৷

বগটুইয়ের আর্থিক সাহায্য বিতর্কে এবার প্রশ্ন তুললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়

হুগলি, 28 জানুয়ারি: মিড-ডে মিলের টাকায় ‘বগটুই কাণ্ডে’ আর্থিক সাহায্য করার অভিযোগ তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যা নিয়ে এবার প্রশ্ন তুললেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee Criticises TMC Over Bogtui Compensation) ৷ তাঁর প্রশ্ন, ‘‘কী কারণ মিড-ডে মিলের টাকায় ক্ষতিপূরণ দেওয়া হবে ? সেই টাকা তো কেন্দ্রীয় সরকার দেয় ৷ রাজ্যের টাকায় কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না ?’’

আজ হুগলিতে সাংগঠনিক সভা করেন লকেট চট্টোপাধ্যায় ৷ সেখানেই তিনি শাসকদলকে নিশানা করেছেন বগটুইকাণ্ড এবং সেই ঘটনায় রাজ্য সরকারের আর্থিক সহায়তার বিষয়টিকে নিয়ে ৷ লকেট বলেন, ‘‘ঘর বন্ধ করে অতগুলো মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ৷ সেখানে কেন নিজেদের টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে না ? মেলা, খেলার জন্য তো নিজেদের টাকা দেওয়া হয় ৷ এখন কেন কেন্দ্রের টাকায় হাত দিচ্ছে ? এটা অপরাধ তো বটেই ৷’’

উল্লেখ্য, এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বগটুইকাণ্ডে মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের চেক বিলির ছবি সোশাল মিডিয়া পোস্ট করেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকার মিড-ডে মিলের টাকা বগটুই-কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে দিয়েছে ৷ কেন খাদ্য দফতরকে দেওয়া মিড-ডে মিলের কেন্দ্রের টাকা আর্থিক সাহায্য হিসেবে দেওয়া হল ? সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ এই টুইটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ্য করেছেন ৷

আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় বগটুইয়ে আর্থিক সাহায্য, অভিযোগ শুভেন্দুর

পাশাপাশি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নামও সেখানে উল্লেখ করেন শুভেন্দু ৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, এই ঘটনায় যথাযথ তদন্ত করা হোক এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিক কেন্দ্র ৷ এই অভিযোগের ভিত্তিতে তিনি কয়েকটি চেকের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ তাঁর দাবি, ওই চেকগুলি বগটুইকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং স্বজনহারাদের দেওয়া আর্থিক সাহায্য ৷ আর সেগুলি খাদ্য দফতর থেকে অনুমোদন করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে ইচিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.