হুগলি, ৭ এপ্রিল : "উনি তো ওনার এলকায় কোনও কাজই করেন না। ওনাকে কে অধিকার দিয়েছে ট্রেন নিয়ে কথা বলার? দশ বছর ধরে যে কোনও কাজ করেনি, তাঁর মুখে এই কথা মানায় না।" গতকাল শ্রীরামপুরে ট্রেন দুর্ঘটনা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে এই ভাবেই কটাক্ষ করলেন BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গতকাল কল্যাণবাবু মোদির উদ্দেশ্যে বলেছিলেন, "লোকাল ট্রেন চালাতে পারেন না, দেশ কী করে চালাবেন?"
আজ হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট রবিবাসরীয় নির্বাচনী প্রচারে বের হন। সিঙ্গুরের বারুইপাড়া পঞ্চায়েতের গঙ্গাধরপুর থেকে একটি র্যালি বের করে BJP। র্যালিতে ছিলেন লকেট। কখনও হেঁটে, কখনও কর্মীদের মোটরবাইকের পিছনে চেপে এলাকার লোকজনের সঙ্গে দেখা করে BJP-কে ভোট দেওয়ার আবেদন জানান।
প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি এসেছি। মোদিজি আমাকে পাঠিয়েছেন মানুষের ভালোবাসা পেতে। এই নির্বাচনে হুগলিতে ভারতীয় জনতা পার্টি জিতছে।"
ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে কল্যাণবাবুর মন্তব্যের পরিপেক্ষিতে তিনি বলেন, "উনি তো শ্রীরামপুর এলাকার সাংসদ। উনি সেখানে কোনও কাজই করেননি। উনি ট্রেন নিয়ে কী করে কথা বলেন? একটা রিকশাওয়ালাকে যিনি দেখতে পারেন না। আজ যেখানেই যাচ্ছেন, সেখান থেকেই তাড়া খেয়ে বাড়ি পালিয়ে যেতে হচ্ছে ওকে। ওর মুখে এগুলো শোভা পায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানেন আগামী দিনে ওনার অবস্থা খারাপ হবে। BJP শ্রীরামপুর লোকসভা সিটে জিততে চলেছে।"