ETV Bharat / state

চন্দননগরে লকেটকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান

গোন্দলপাড়ায় লকেট চট্টোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল স্থানীয় তৃণমূলকর্মীরা।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : May 12, 2019, 4:21 PM IST

Updated : May 12, 2019, 4:37 PM IST

চন্দননগর, 12 মে : গোন্দলপাড়ায় জুটমিল শ্রমিকদের বাড়ি যেতেই লকেট চট্টোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল স্থানীয় তৃণমূলকর্মীরা। চন্দননগর শহর তৃণমূল কংগ্রেস সম্পাদক চন্দন বর্মণ বলেন, "লকেট চট্টোপাধ্যায় এলাকায় আবার অশান্তি করার জন্য এসেছেন । আজ আমরা কালো পতাকা দেখিয়ে তার তীব্র প্রতিবাদ জানিয়েছি ।" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও RAF ।

locket
গোন্দলপাড়ায় লকেট চট্টোপাধ্যায়

এগারো মাস বন্ধ থাকার 20 এপ্রিল খুলেছিল গোন্দলপাড়া জুটমিল । 8 মে ফের জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ । নোটিশ দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা । গোন্দলপাড়ার তৃণমূল কংগ্রেস নেতা চন্দন বর্মণের বাড়িতে ভাঙচুর চালানো হয় । তৃণমূলের পার্টি অফিসেও ভাঙচুর করা হয়। এই ঘটনায় কয়েকজন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । আজ জুটমিলের শ্রমিক ও BJP কর্মীদের বাড়িতে দেখা করতে যান লকেট চট্টোপাধ্যায় । এলাকায় পৌঁছাতেই কালো পতাকা দেখিয়ে গো ব্যাক লকেট স্লোগান দেয় স্থানীয় তৃণমূলকর্মীরা ।

এই ঘটনায় লকেট বলেন, "BJP কর্মীদের গ্রেপ্তার করার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি । এছাড়া শ্রমিকদের পরিবারের তরফেও অভিযোগ জানানো হবে । এই ঘটনায় BJP জেলা সভাপতি সুবীর নাগ বলেন, "আমাদের কালো পতাকা দেখাচ্ছে। কিন্তু এসব করে কিছু হবে না। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাই নিজেরা অন্যায় করে আমাদের কালো পতাকা দেখাচ্ছে । "

চন্দননগর, 12 মে : গোন্দলপাড়ায় জুটমিল শ্রমিকদের বাড়ি যেতেই লকেট চট্টোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল স্থানীয় তৃণমূলকর্মীরা। চন্দননগর শহর তৃণমূল কংগ্রেস সম্পাদক চন্দন বর্মণ বলেন, "লকেট চট্টোপাধ্যায় এলাকায় আবার অশান্তি করার জন্য এসেছেন । আজ আমরা কালো পতাকা দেখিয়ে তার তীব্র প্রতিবাদ জানিয়েছি ।" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও RAF ।

locket
গোন্দলপাড়ায় লকেট চট্টোপাধ্যায়

এগারো মাস বন্ধ থাকার 20 এপ্রিল খুলেছিল গোন্দলপাড়া জুটমিল । 8 মে ফের জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ । নোটিশ দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা । গোন্দলপাড়ার তৃণমূল কংগ্রেস নেতা চন্দন বর্মণের বাড়িতে ভাঙচুর চালানো হয় । তৃণমূলের পার্টি অফিসেও ভাঙচুর করা হয়। এই ঘটনায় কয়েকজন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । আজ জুটমিলের শ্রমিক ও BJP কর্মীদের বাড়িতে দেখা করতে যান লকেট চট্টোপাধ্যায় । এলাকায় পৌঁছাতেই কালো পতাকা দেখিয়ে গো ব্যাক লকেট স্লোগান দেয় স্থানীয় তৃণমূলকর্মীরা ।

এই ঘটনায় লকেট বলেন, "BJP কর্মীদের গ্রেপ্তার করার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি । এছাড়া শ্রমিকদের পরিবারের তরফেও অভিযোগ জানানো হবে । এই ঘটনায় BJP জেলা সভাপতি সুবীর নাগ বলেন, "আমাদের কালো পতাকা দেখাচ্ছে। কিন্তু এসব করে কিছু হবে না। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাই নিজেরা অন্যায় করে আমাদের কালো পতাকা দেখাচ্ছে । "

Intro:WB_HGL_12MAY GONDALPARA JUTE MILL LOKET_7203418Body:WB_HGL_12MAY GONDALPARA JUTE MILL LOKET_7203418Conclusion:
Last Updated : May 12, 2019, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.