ETV Bharat / state

Lawyers Clash : চন্দননগরে আদালতের মধ্যেই দুই আইনজীবীর হাতাহাতি - Lawyers Clash at Chandannagore Court

চন্দননগর আদালতে দুই আইনজীবীর হাতাহাতি ৷ চন্দননগর থানা ও বার অ্যাসোসিয়েশন অভিযোগ দায়ের আইনজীবী অভিজিৎ লায়েকের ৷ ঘটনার পর থেকেই নিখোঁজ আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী (Lawyers Clash at Chandannagore Court) ৷

Two Lawyer Clash in A Court
চন্দননগরে আদালতের মধ্যে দুই আইনজীবীর হাতাহাতি
author img

By

Published : May 11, 2022, 10:35 AM IST

হুগলি, 11 মে : চন্দননগর আদালত চত্বরে দুই আইনজীবীর বচসা ৷ পরে তা নিল হাতাহাতির রূপ ৷ শ্রীরামপুরের বাসিন্দা আইনজীবী অভিজিৎ লায়েক-কে ঘুষি মারার অভিযোগ আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর বিরুদ্ধে ৷ অভিযুক্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশন ও চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ লায়েক ৷ মঙ্গলবার চন্দননগর আদালত চত্বরের দুই আইনজীবীর বচসার জেরে চাঞ্চল্য় ছড়ায় (Lawyers Clash at Chandannagore Court) ৷

সূত্রের খবর, চন্দননগর ভাকুন্ডার বাসিন্দা শুভেন্দু বিকাশ চক্রবর্তী আইনজীবী অভিজিৎ লায়েকের মক্কেল ৷ মঙ্গলবার শুভেন্দু বিকাশ চক্রবর্তী মামলার মিথ্যা সাক্ষী না দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করেন চন্দননগর আদালতের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী ৷ এই মামলাকে কেন্দ্র করেই দুই আইনজীবীর মধ্যে প্রথমে বচসা এবং পরে তা হাতাহাতির রূপ নেয় ৷ আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর ঘুঁষিতে আহত হন অভিজিৎ লায়েক ৷ চন্দননগর হাসপাতালে চিকিৎসার পর ছাড়া পান তিনি ৷ তারপরই তিনি চন্দননগর বার অ্যাসোসিয়েশন ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন : Death Row Prisoner Kulbhushan Jadhav : কুলভূষণ যাদবের জন্য আইনজীবী নিয়োগ করতে পারবে ভারত, নির্দেশ পাক আদালতের

এই প্রসঙ্গে চন্দননগর বার অ্যাসোসিয়েশন সম্পাদক শৈলেন্দ্রনাথ বাগ বলেন, "সেদিন কাজ করার সময়ই জানতে পেরেছি, দুই আইনজীবীর মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে ৷ ওদের দু'জনের মধ্যে ব্যক্তিগত ঝামেলা আছে । আগেও একবার আমার কাছে অভিযোগ করেছেন দু'জনেই । এদিন অশান্তির খবর শুনে সেকেন্ড কোর্টের বিচারক ডেকে পাঠান দুই আইনজীবীকে ৷ সেখানে বিচারকের সামনেই তাঁরা বচসায় জড়ান । যাঁরা বাইরের কোর্ট থেকে এখানে আসেন তাঁরা আমাদের অতিথি ৷ তাঁদের কোনওদিন অসম্মান করি না । আইনজীবীদের মধ্যে কোনও ঝামেলা থাকা উচিত নয় ।"

হুগলি, 11 মে : চন্দননগর আদালত চত্বরে দুই আইনজীবীর বচসা ৷ পরে তা নিল হাতাহাতির রূপ ৷ শ্রীরামপুরের বাসিন্দা আইনজীবী অভিজিৎ লায়েক-কে ঘুষি মারার অভিযোগ আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর বিরুদ্ধে ৷ অভিযুক্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশন ও চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ লায়েক ৷ মঙ্গলবার চন্দননগর আদালত চত্বরের দুই আইনজীবীর বচসার জেরে চাঞ্চল্য় ছড়ায় (Lawyers Clash at Chandannagore Court) ৷

সূত্রের খবর, চন্দননগর ভাকুন্ডার বাসিন্দা শুভেন্দু বিকাশ চক্রবর্তী আইনজীবী অভিজিৎ লায়েকের মক্কেল ৷ মঙ্গলবার শুভেন্দু বিকাশ চক্রবর্তী মামলার মিথ্যা সাক্ষী না দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করেন চন্দননগর আদালতের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী ৷ এই মামলাকে কেন্দ্র করেই দুই আইনজীবীর মধ্যে প্রথমে বচসা এবং পরে তা হাতাহাতির রূপ নেয় ৷ আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর ঘুঁষিতে আহত হন অভিজিৎ লায়েক ৷ চন্দননগর হাসপাতালে চিকিৎসার পর ছাড়া পান তিনি ৷ তারপরই তিনি চন্দননগর বার অ্যাসোসিয়েশন ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন : Death Row Prisoner Kulbhushan Jadhav : কুলভূষণ যাদবের জন্য আইনজীবী নিয়োগ করতে পারবে ভারত, নির্দেশ পাক আদালতের

এই প্রসঙ্গে চন্দননগর বার অ্যাসোসিয়েশন সম্পাদক শৈলেন্দ্রনাথ বাগ বলেন, "সেদিন কাজ করার সময়ই জানতে পেরেছি, দুই আইনজীবীর মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে ৷ ওদের দু'জনের মধ্যে ব্যক্তিগত ঝামেলা আছে । আগেও একবার আমার কাছে অভিযোগ করেছেন দু'জনেই । এদিন অশান্তির খবর শুনে সেকেন্ড কোর্টের বিচারক ডেকে পাঠান দুই আইনজীবীকে ৷ সেখানে বিচারকের সামনেই তাঁরা বচসায় জড়ান । যাঁরা বাইরের কোর্ট থেকে এখানে আসেন তাঁরা আমাদের অতিথি ৷ তাঁদের কোনওদিন অসম্মান করি না । আইনজীবীদের মধ্যে কোনও ঝামেলা থাকা উচিত নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.