আরামবাগ, 25 মার্চ : হুগলির আরামবাগের হরিণখোলায় আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয়রা ৷ অভিযোগ মুণ্ডেশ্বরী নদীতে বাঁধ দিয়ে সেতু তৈরির জেরে নদীর দুই পাড়ে ভাঙন দেখা দিয়েছে (Mundeshwari River Erosion in Arambag) ৷ যার জেরে নদী তীরবর্তী গ্রামের বেশ কয়েকটি বাড়ি ধ্বসে গিয়েছে ৷ যে ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ৷ তারই প্রতিবাদে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি, অবিলম্বে নদীর উপরে দেওয়া অস্থায়ী বাঁধ সরাতে হবে এবং নদীর পাড় সংস্কার করে, ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করতে হবে ৷
আরামবাগ থেকে তারকেশ্বর যাওয়ার রাস্তা ফোর লেনের করা হচ্ছে ৷ তার জন্য মুণ্ডেশ্বরী নদীর উপরে সেতু তৈরির কাজ চলছে ৷ সেই কারণে বাঁধ দিয়ে নদীর গতিপথকে ঘোরানো হয়েছে ৷ অভিযোগ বাঁধ দিয়ে নদীর পথ ঘোরানোর প্রভাব পড়ছে দু’পারে বসবাসকারী বাসিন্দাদের উপর ৷ জলের চাপ বেড়ে নদীর দু’পাড়ে বাঁধ ভাঙতে শুরু করেছে ৷ ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে ৷ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্তও হয়েছে ৷ অভিযোগ, এই পরিস্থিতিতে স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি ৷ কেবলই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে বিভিন্ন সরকারি দফতর ৷ তাই নিজেদের দাবিপূরণ করতে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা ৷
আরও পড়ুন : Drunk Man Drowned in Ganga : মদ্য়প অবস্থায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক
বৃহস্পতিবারের এই ঘটনায় রাজ্য সড়কে যানজট তৈরি হওয়ায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ অভিযোগ, সেখানে পথ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা ৷ অভিযোগ করা হয়েছে, প্রশাসনের এ নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই ৷ অবিলম্বে নদীর স্বাভাবিক চেহারা না ফেরালে গ্রামের পর গ্রাম ভেসে যেতে পারে ৷ কিন্তু, গতকালকের সেই বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের অভিযোগও উঠেছে ৷ পুলিশের সঙ্গে তর্কাতর্কির মাঝেই নাকি, একপ্রস্থ ধ্বস্তাধস্তি হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ৷