ETV Bharat / state

দা দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীকে, গ্রেপ্তার যুবতি - Murder in Hooghly

সোমার অভিযোগ, স্বামীর মদ খাওয়া নিয়ে সংসারে প্রতিদিনই অশান্তি হত । মদ খেয়ে সোমাকে মারধর করত তপন । গতরাতে ফের মদ খাওয়া নিয়ে অশান্তি হয় ৷ প্রতিবেশীদের একাংশের অভিযোগ, ঝগড়ার সময় তপনের গলায় দা দিয়ে কোপায় সোমা । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তপন । প্রতিবেশীরা সোমাকে আটকে রেখে খবর দেন গোঘাট থানার পুলিশকে ।

Hooghly
প্রতীকি ছবি
author img

By

Published : Dec 18, 2019, 6:20 PM IST

Updated : Dec 18, 2019, 7:10 PM IST

গোঘাট, 18 ডিসেম্বর : দা দিয়ে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনাটি হুগলির গোঘাট থানার শালঝাড় এলাকার ৷ মৃতের নাম তপন দাস (38) ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রী সোমাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন মৃতের মেয়ে

সোমার অভিযোগ, স্বামীর মদ খাওয়া নিয়ে সংসারে প্রতিদিনই অশান্তি হত । মদ খেয়ে সোমাকে মারধর করত তপন । গতরাতে ফের মদ খাওয়া নিয়ে অশান্তি হয় ৷ প্রতিবেশীদের একাংশের অভিযোগ, ঝগড়ার সময় তপনের গলায় দা দিয়ে কোপায় সোমা । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তপন । প্রতিবেশীরা সোমাকে আটকে রেখে খবর দেন গোঘাট থানার পুলিশকে ।

সোমাকে গ্রেপ্তার করে পুলিশ । বাড়ির পাশে একটি পুকুর থেকে একটি দা উদ্ধার করেছে পুলিশ ৷ পুলিশের অনুমান ওই দা দিয়েই খুন করা হয়েছে তপনকে ৷ দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

গোঘাট, 18 ডিসেম্বর : দা দিয়ে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনাটি হুগলির গোঘাট থানার শালঝাড় এলাকার ৷ মৃতের নাম তপন দাস (38) ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রী সোমাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন মৃতের মেয়ে

সোমার অভিযোগ, স্বামীর মদ খাওয়া নিয়ে সংসারে প্রতিদিনই অশান্তি হত । মদ খেয়ে সোমাকে মারধর করত তপন । গতরাতে ফের মদ খাওয়া নিয়ে অশান্তি হয় ৷ প্রতিবেশীদের একাংশের অভিযোগ, ঝগড়ার সময় তপনের গলায় দা দিয়ে কোপায় সোমা । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তপন । প্রতিবেশীরা সোমাকে আটকে রেখে খবর দেন গোঘাট থানার পুলিশকে ।

সোমাকে গ্রেপ্তার করে পুলিশ । বাড়ির পাশে একটি পুকুর থেকে একটি দা উদ্ধার করেছে পুলিশ ৷ পুলিশের অনুমান ওই দা দিয়েই খুন করা হয়েছে তপনকে ৷ দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

Intro:Body:দা দিয়ে কুপিয়ে স্বামী কে খুন করার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী।ঘটনা হুগলীর গোঘাটের শালঝাড় এলাকায়।
পুলিশ জানিয়েছে মৃতের নাম তপন দাস (৩৮) অভিযুক্ত স্ত্রী সোমা দাস।

স্বামীর মদ খাওয়া নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো প্রতিদিন।এমনকি মদ খেয়ে স্ত্রী কেউ মারধোর করতো স্বামী।
মঙ্গল বার রাতেও স্বামীর মদ খাওয়া নিয়ে অশান্তি চরম আকার নেয় সেই সময় দা দিয়ে স্বামী তপন দাসের গলায় এলো পাথারি কোপ বসায় স্ত্রী সোমা দাস।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তপন দাস।চিৎকারের আওয়াজ পেয়ে জরো হয় আত্মীয় ,প্রতিবেশীরা।সোমা দাস কে আটকে রেখে খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমা দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে সোমা।যদিও অভিযুক্ত স্ত্রী সোমার দাবি মদ্যপ অবস্থায় স্বামীর অত্যাচার সহ্য না করতে পেরে আত্মরক্ষা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
বুধবার সকালে বাড়ির পাশেই একটি পুকুর থেকে দা উদ্ধার করে পুলিশ।মৃত দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

wb_hgl_01_goghat_murder_copi_10007
B_1_শিপ্রা দাস(মৃতের মেয়ে)Conclusion:
Last Updated : Dec 18, 2019, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.