কামারপুকুর , 15 জুন : আনলকের প্রথম দফায় সরকারের নির্দেশ মেনে খুলে দেওয়া হয়েছে ধর্মীয় স্থান ৷ আজ থেকে খুলে গেল কামারপুকুর মঠ ও মিশন । সরকারের নির্দেশ মতো, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নীতি মেনে ভক্ত সমাগম হচ্ছে কামারপুকুর মঠ ও মিশনে ৷
কামারপুকুর মঠ ও মিশনে প্রবেশের জন্য় নিয়মগুলি একনজরে :
- প্রতিদিন সকাল 9টা থেকে 11টা এবং বিকাল 4 টে থেকে 6 টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মঠ ৷
- প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং করে একসাথে মোটে 10 দর্শনার্থী মঠের ভিতরে যেতে পারবেন ৷
- 10 বছরের নিচে এবং 65 বছরের উপরে যাদের বয়স তাদের মঠে প্রবেশ নিষেধ করা হয়েছে ।
- এক সাথে 10 জন সামাজিক দূরত্ব মেনে মঠে প্রবেশ করবেন এবং মঠের পক্ষ থেকে প্রত্যেকে স্যনিটাইজ়ার দেওয়া হবে ।
- মঠের ভিতর রঘুবীর মন্দির, রামকৃষ্ণ দেবের মাটির ঘর এবং শিব মন্দির গর্ভে প্রবেশ করতে পারবেন না ৷
- মন্দিরের পিলার বা দেওয়াল স্পর্শ করতে নিষেধ করা হয়েছে ৷
- কেউ শুয়ে প্রণাম করতে পারবেন না, সকলকে দাঁড়িয়ে প্রণাম করতে হবে ।
- দর্শনার্থীরা বেরিয়ে যাবার পর মঠকে প্রতিদিন স্যনিটাইজ় করা হবে ।
- দুপুরের প্রসাদ বিতরণ করা হবে না৷
- দূর থেকে যারা আসেন তাঁদেরকে জন্য গেস্ট হাউসে থাকার কোনও ব্যবস্থা করা হবে না ৷