বৈদ্যবাটি, 4 জুলাই : বৈদ্যবাটিতে তৃণমূলের এক রক্তদান শিবিরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির তীব্র সমালোচনা করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । ফরাসি সরকারের রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে তদন্তের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এবার শুধু দেখতে থাকুন না । এর আগেও কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছে । যত রকমের কেলেঙ্কারি এর জন্য বিজেপি মাস্টারমাইন্ড । দুর্নীতিগ্রস্ত এই কেন্দ্রীয় সরকার ।’’
প্রধানমন্ত্রীর দাড়ি নিয়ে কটাক্ষ করে কল্যাণ বলেন, ‘‘মোদির যত দাড়ি বাড়ছে তত ওঁর অপদার্থতা আর দুর্নীতিও বাড়ছে । আমরা আবেদন করব, ফরাসি সরকারের কাছে তারা তদন্ত করুক । যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক । আরও অনেক দুর্নীতি আছে ৷ এটা আমরা অনেক আগেই বলেছিলাম ।’’
তাঁর দাবি, 2024-এ নরেন্দ্র মোদি সরকার থাকবে না । সিবিআইও বাঁচাতে পারবে না ওদের । এর আগে বিধানসভায় বিজেপি বিধায়কদের চিৎকারে রাজ্যপালের ভাষণ বন্ধ করে দেওয়ার ঘটনায় স্পিকারের কাছে বিজেপি বিধায়কদের তিরস্কারের আবেদন করবেন বলে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ ।
আরও পড়ুন...তেলের দাম নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, রাজ্য আগে সেস কমাক : লকেট
পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে এদিন সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘‘গোটা দেশ জ্বলছে । আজ পেট্রোলের দাম 100 টাকা লিটার। যখন নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন তিন টাকা পেট্রোল দাম বেড়েছিল বলে তিনি প্রতিবাদ করেছিলেন । কিন্তু এখন মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন, কাদের 2019 এ লোকসভায় জিতিয়ে এনেছেন । তবে মানুষ এর উত্তর দেবেন 2024 সালে ।’’
তাঁর অভিযোগ, নির্মলা সীতারামনের মত অপদার্থ অর্থমন্ত্রী থাকার জন্য ভারতবর্ষের অর্থনীতির এই দশা হয়েছে ।
আরও পড়ুন...Kalyan Banerjee : মোদির শিষ্যদের তিরস্কারের আবেদন জানাব স্পিকারকে, আক্রমণাত্মক কল্যাণ
মেদিনীপুরে সমবায় ব্যাংকের দুর্নীতি প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সমবায় ব্যাংকের যে যেসব দুর্নীতির অভিযোগ আসছে । তদন্ত করলে এখন যাঁরা বিজেপিতে আছেন, তাঁদের নাম জড়াবে । আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক । যতরকম দুর্নীতি আর গুন্ডামি আছে বিজেপি হচ্ছে এর হেডমাস্টার ।’’