উত্তরপাড়া, 24 অগস্ট: চন্দ্রযান 3 সফলভাবে অবতরণ করেছে ৷ এবার চাঁদের মাটিতে চলবে পরীক্ষা নিরীক্ষা । রোভার প্রজ্ঞানের সহায়তায় জানা যাবে বিভিন্ন তথ্য। সেই প্রজ্ঞানের নেভিগেশন ক্যামেরা টিমের অন্যতম সদস্য বাঙালি বিজ্ঞানী জয়ন্ত লাহা। মিশন সফল হওয়ার পরই তাঁর বাবা মাকে শুভেচ্ছা জানাতে আসেন প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় নেতারা। উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব এই বিজ্ঞানীর বাড়ি গিয়ে তাঁর বাবা-মাকে অভিনন্দন জানিয়ে আসেন। খুশি প্রশান্ত লাহা ও মা চন্দনা লাহা ।
আরও পড়ুন : চন্দ্রযান 3 অবতরণে ইসরোর ইলেকট্রিক টিমে বীরভূমের বিজয়, উচ্ছ্বসিত গ্রাম
এই বিষয়ে জয়ন্তের বাবা প্রশান্ত লাহা বলেন," খুবই আনন্দ লাগছে। আগে চন্দ্রযান 2 যে কোনও কারণেই হোক সফল হতে পারেনি। তখন ছেলেরও মনখারাপ হয়েছিল ৷ আমাদেরও কষ্ট হয়েছিল। এবার সেই সফলতা এসেছে। যদিও এখনও অনেক কাজ বাকি । নেভিগেশন ক্যামেরা ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে ৷ আমরা আশা করব বাকি যে কাজগুলোও সাফল্যের সঙ্গেই হবে । মিশনটার মধ্যে থাকায় ছেলের সঙ্গে ফোনেও যোগাযোগ করা যায়নি ।"
মা চন্দনা লাহার কথায়, "ছেলের ছোটবেলায় পোলিও হয়েছিল। প্রথমে কথা বলত না। একটু অসুস্থই ছিল । চিকিৎসক বলেছিলেন ওকে চাপ দেবেন না ৷ কিন্তু ও আমাদের চাপে রেখেছিল। আজ সারাদিন আমরা খুব চাপেই ছিলাম। ছোট থেকেই বই পড়তে খুব ভালোবাসে। খেলাধূলো করতে পারত না । পায়ে জোর ছিল না। এখন সব ঠিক হয়ে গিয়েছে। পড়াশোনায় সবসময় ভালো ফল করেছে। কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে স্কুল থেকে প্রথম হয়ে এসেছে । শিবপুর কলেজ থেকে ভালো স্থান নিয়েই খড়গপুরে গিয়েছে । এখনও শুধু গল্পের বই পড়ে । ছেলের সাফল্যে আমরা গর্বিত । আমরা চাই ছেলে আরও বড় হোক । "
আরও পড়ুন : চন্দ্রযানের সফল সফট ল্যান্ডিং, শনিবার ইসরোয় প্রধানমন্ত্রী