ETV Bharat / state

Chandrayaan 3 Moon Landing: চন্দ্রযান 3 মিশনের নেভিগেশন ক্যামেরা টিমে উত্তরপাড়ার জয়ন্ত, গর্বিত পরিবার - বাঙালি বিজ্ঞানী জয়ন্ত লাহা

চন্দ্রযান 3 মিশনের সাফল্যে বাঙালি বিজ্ঞানীদের অবদানও কম নয় ৷ এই মিশনে রোভার প্রজ্ঞানের নেভিগেশন ক্যামেরা টিমের অন্যতম সদস্য হিসেবে রয়েছেন হুগলির উত্তরপাড়ার বাসিন্দা জয়ন্ত লাহা ৷ তাঁর বাবা-মাকে সংবর্ধনা জানাল উত্তরপাড়া পৌরসভা ৷

Etv Bharat
ইসরোর বিজ্ঞানী জয়ন্ত লাহা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 12:16 PM IST

Updated : Aug 24, 2023, 12:22 PM IST

চন্দ্রযান 3 মিশনের সফল অবতরণের ইসরোর বাঙালি বিজ্ঞানী জয়ন্ত লাহার পরিবারে খুশির মেজাজ

উত্তরপাড়া, 24 অগস্ট: চন্দ্রযান 3 সফলভাবে অবতরণ করেছে ৷ এবার চাঁদের মাটিতে চলবে পরীক্ষা নিরীক্ষা । রোভার প্রজ্ঞানের সহায়তায় জানা যাবে বিভিন্ন তথ্য। সেই প্রজ্ঞানের নেভিগেশন ক্যামেরা টিমের অন্যতম সদস্য বাঙালি বিজ্ঞানী জয়ন্ত লাহা। মিশন সফল হওয়ার পরই তাঁর বাবা মাকে শুভেচ্ছা জানাতে আসেন প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় নেতারা। উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব এই বিজ্ঞানীর বাড়ি গিয়ে তাঁর বাবা-মাকে অভিনন্দন জানিয়ে আসেন। খুশি প্রশান্ত লাহা ও মা চন্দনা লাহা ।

Hooghly
উচ্ছ্বসিত বাঙালি বিজ্ঞানী জয়ন্ত লাহার বাবা ও মা
চন্দ্রযান 3 মিশন সফল হওয়ায় খুশি জয়ন্তের পরিবার। তবে উত্তরপাড়া থেকে ইসরোর এই যাত্রা সহজ ছিল না। ছোটবেলায় পোলিও আক্রান্তের কারণে কথা বলতে সমস্যা হত জয়ন্তর। পড়াশোনায় ভালো ছিলেন। উত্তরপাড়া গভঃ হাই স্কুল থেকে পড়াশোনা করে শিবপুর বিই কলেজ থেকে খড়গপুর আইআইটিতে ভর্তি হন। সেখানে মাস্টার্স করার পর ইসরোতে যোগ দেন 2009 সালে। চন্দ্রযান 3 মিশনের ইসরোর বিজ্ঞানীদের যে টিম কাজ করেছে সেই টিমের অন্যতম সদস্য তিনি । চন্দ্রযানের চাঁদের মাটি ছোঁয়ার সরাসরি সম্প্রচারে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে বারবার দেখা যাচ্ছিল জয়ন্তকে । তাঁর সাফল্যে দেশ আজ গর্বিত।

আরও পড়ুন : চন্দ্রযান 3 অবতরণে ইসরোর ইলেকট্রিক টিমে বীরভূমের বিজয়, উচ্ছ্বসিত গ্রাম

এই বিষয়ে জয়ন্তের বাবা প্রশান্ত লাহা বলেন," খুবই আনন্দ লাগছে। আগে চন্দ্রযান 2 যে কোনও কারণেই হোক সফল হতে পারেনি। তখন ছেলেরও মনখারাপ হয়েছিল ৷ আমাদেরও কষ্ট হয়েছিল। এবার সেই সফলতা এসেছে। যদিও এখনও অনেক কাজ বাকি । নেভিগেশন ক্যামেরা ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে ৷ আমরা আশা করব বাকি যে কাজগুলোও সাফল্যের সঙ্গেই হবে । মিশনটার মধ্যে থাকায় ছেলের সঙ্গে ফোনেও যোগাযোগ করা যায়নি ।"

মা চন্দনা লাহার কথায়, "ছেলের ছোটবেলায় পোলিও হয়েছিল। প্রথমে কথা বলত না। একটু অসুস্থই ছিল । চিকিৎসক বলেছিলেন ওকে চাপ দেবেন না ৷ কিন্তু ও আমাদের চাপে রেখেছিল। আজ সারাদিন আমরা খুব চাপেই ছিলাম। ছোট থেকেই বই পড়তে খুব ভালোবাসে। খেলাধূলো করতে পারত না । পায়ে জোর ছিল না। এখন সব ঠিক হয়ে গিয়েছে। পড়াশোনায় সবসময় ভালো ফল করেছে। কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে স্কুল থেকে প্রথম হয়ে এসেছে । শিবপুর কলেজ থেকে ভালো স্থান নিয়েই খড়গপুরে গিয়েছে । এখনও শুধু গল্পের বই পড়ে । ছেলের সাফল্যে আমরা গর্বিত । আমরা চাই ছেলে আরও বড় হোক । "

আরও পড়ুন : চন্দ্রযানের সফল সফট ল্যান্ডিং, শনিবার ইসরোয় প্রধানমন্ত্রী

চন্দ্রযান 3 মিশনের সফল অবতরণের ইসরোর বাঙালি বিজ্ঞানী জয়ন্ত লাহার পরিবারে খুশির মেজাজ

উত্তরপাড়া, 24 অগস্ট: চন্দ্রযান 3 সফলভাবে অবতরণ করেছে ৷ এবার চাঁদের মাটিতে চলবে পরীক্ষা নিরীক্ষা । রোভার প্রজ্ঞানের সহায়তায় জানা যাবে বিভিন্ন তথ্য। সেই প্রজ্ঞানের নেভিগেশন ক্যামেরা টিমের অন্যতম সদস্য বাঙালি বিজ্ঞানী জয়ন্ত লাহা। মিশন সফল হওয়ার পরই তাঁর বাবা মাকে শুভেচ্ছা জানাতে আসেন প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় নেতারা। উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব এই বিজ্ঞানীর বাড়ি গিয়ে তাঁর বাবা-মাকে অভিনন্দন জানিয়ে আসেন। খুশি প্রশান্ত লাহা ও মা চন্দনা লাহা ।

Hooghly
উচ্ছ্বসিত বাঙালি বিজ্ঞানী জয়ন্ত লাহার বাবা ও মা
চন্দ্রযান 3 মিশন সফল হওয়ায় খুশি জয়ন্তের পরিবার। তবে উত্তরপাড়া থেকে ইসরোর এই যাত্রা সহজ ছিল না। ছোটবেলায় পোলিও আক্রান্তের কারণে কথা বলতে সমস্যা হত জয়ন্তর। পড়াশোনায় ভালো ছিলেন। উত্তরপাড়া গভঃ হাই স্কুল থেকে পড়াশোনা করে শিবপুর বিই কলেজ থেকে খড়গপুর আইআইটিতে ভর্তি হন। সেখানে মাস্টার্স করার পর ইসরোতে যোগ দেন 2009 সালে। চন্দ্রযান 3 মিশনের ইসরোর বিজ্ঞানীদের যে টিম কাজ করেছে সেই টিমের অন্যতম সদস্য তিনি । চন্দ্রযানের চাঁদের মাটি ছোঁয়ার সরাসরি সম্প্রচারে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে বারবার দেখা যাচ্ছিল জয়ন্তকে । তাঁর সাফল্যে দেশ আজ গর্বিত।

আরও পড়ুন : চন্দ্রযান 3 অবতরণে ইসরোর ইলেকট্রিক টিমে বীরভূমের বিজয়, উচ্ছ্বসিত গ্রাম

এই বিষয়ে জয়ন্তের বাবা প্রশান্ত লাহা বলেন," খুবই আনন্দ লাগছে। আগে চন্দ্রযান 2 যে কোনও কারণেই হোক সফল হতে পারেনি। তখন ছেলেরও মনখারাপ হয়েছিল ৷ আমাদেরও কষ্ট হয়েছিল। এবার সেই সফলতা এসেছে। যদিও এখনও অনেক কাজ বাকি । নেভিগেশন ক্যামেরা ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে ৷ আমরা আশা করব বাকি যে কাজগুলোও সাফল্যের সঙ্গেই হবে । মিশনটার মধ্যে থাকায় ছেলের সঙ্গে ফোনেও যোগাযোগ করা যায়নি ।"

মা চন্দনা লাহার কথায়, "ছেলের ছোটবেলায় পোলিও হয়েছিল। প্রথমে কথা বলত না। একটু অসুস্থই ছিল । চিকিৎসক বলেছিলেন ওকে চাপ দেবেন না ৷ কিন্তু ও আমাদের চাপে রেখেছিল। আজ সারাদিন আমরা খুব চাপেই ছিলাম। ছোট থেকেই বই পড়তে খুব ভালোবাসে। খেলাধূলো করতে পারত না । পায়ে জোর ছিল না। এখন সব ঠিক হয়ে গিয়েছে। পড়াশোনায় সবসময় ভালো ফল করেছে। কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে স্কুল থেকে প্রথম হয়ে এসেছে । শিবপুর কলেজ থেকে ভালো স্থান নিয়েই খড়গপুরে গিয়েছে । এখনও শুধু গল্পের বই পড়ে । ছেলের সাফল্যে আমরা গর্বিত । আমরা চাই ছেলে আরও বড় হোক । "

আরও পড়ুন : চন্দ্রযানের সফল সফট ল্যান্ডিং, শনিবার ইসরোয় প্রধানমন্ত্রী

Last Updated : Aug 24, 2023, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.