হাওড়া, 20 এপ্রিল : হুগলিতে ফাঁস বন্য প্রাণী চোরাকারবারিদের এক বড়সড় চক্রের কুকীর্তি । বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও রাজ্য বন বিভাগের যৌথ অভিযানে উদ্ধার হল হাতির দাঁতের তৈরি পুতুল ও ভাস্কর্য (Ivory Sculpture Recovered from Hooghly) । ঘটনায় গ্রেফতার এক । তাকে হাওড়া বিএফও অফিসে নিয়ে আসা হয় ৷ জানা গিয়েছে, হুগলি রেঞ্জ এলাকার জনাই সংলগ্ন এলাকার একটি বাড়িতে বিভিন্ন পশুর অংশ নিয়ে আসা হত । সেখানেই তা থেকে শিল্পীদের দিয়ে তৈরি করা হত নানান জিনিস ।
সূত্র মারফত খবর পেয়ে কেন্দ্র ও রাজ্যের যৌথ দল বুধবার অভিযান চালায় ওই বাড়িতে । অভিযান চলাকালীন দু'জন সেখান থেকে পালাতে সক্ষম হলেও একজনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতের নাম নারায়ণ মাঝি । এরপর তাকে নিয়ে আসা হয় হাওড়ার বিএফও অফিসে । হাওড়া ফরেস্ট অফিসে রয়েছেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর উচ্চপদস্থ আধিকারিকরাও ।ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ ৷ পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের নাম জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা । ধৃতের সঙ্গে আন্তর্জাতিক বন্য প্রাণী পাচার চক্রের কোনও যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে বন বিভাগ সূত্রে খবর ।
আরও পড়ুন : বন্যপ্রাণী সংরক্ষণে এবার বনকর্মীদের হাতে উঠছে অত্যাধুনিক অস্ত্র
এই বিষয়ে হাওড়া বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার নিরাঞ্জিতা মিত্র বলেন, "বিশেষ অভিযান চালিয়ে হুগলির চণ্ডীতলা থানা এলাকা থেকে হাতির দাঁতের তৈরি চারটি মূর্তি উদ্ধার হয়েছে । গ্রেফতার হয়েছে একজন ৷ উদ্ধার হওয়া সামগ্রী-সহ ধৃতকে বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে তোলা হবে । ঘটনার তদন্ত করে দেখা হবে এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না ।"
তবে সাম্প্রতিক অতীতে এই ধরনের জিনিস বাজেয়াপ্ত হয়নি বলে হাওড়া বন বিভাগ সূত্রে খবর । প্রসঙ্গত, কয়েক বছর আগে হাওড়ার সলপ এলাকা থেকে ময়ূর উদ্ধার হয় । পাচারের সময় পুলিশের তাড়া খেয়ে ময়ূরটিকে ফেলে চলে যায় পাচারকারীরা ৷ পাশাপাশি হাওড়ার বেলিলিয়াস রোডের এক ব্যবসায়ীর নাম জড়িয়েছিল বন্যপ্রাণী পাচারে ।
আরও পড়ুন : birds rescue : ফের বিপুল সংখ্যক বিরল পাখি উদ্ধার মালদায়