ETV Bharat / state

লকডাউনে গোষ্ঠী সংঘর্ষের ছবি ভাইরাল, হুগলির একাংশে বন্ধ ইন্টারনেট পরিষেবা

author img

By

Published : May 13, 2020, 12:23 AM IST

সোশাল মিডিয়ায় গোষ্ঠী সংঘর্ষের ছবি ভাইরাল হচ্ছিল অনবরত । তাই হুগলি জেলা প্রশাসন শ্রীরামপুর ও চন্দননগর এই দুই মহকুমা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

শ্রীরামপুর, 13 মে : গোষ্ঠী সংঘর্ষের জন্য শ্রীরামপুর ও চন্দননগর মহকুমা এলাকায় বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা । সোশাল মিডিয়ায় যেভাবে গোষ্ঠী সংঘর্ষের ছবি ভাইরাল হচ্ছিল তাতে উদ্বিগ্ন ছিল প্রশাসন । তাই হুগলি জেলা প্রশাসন এই দুই মহকুমা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ।

গতকাল হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও একটি নির্দেশিকা জারি করেন । তাতে লেখা, 12 মে থেকে 17 মে পর্যন্ত ইন্টারনেট শাট ডাউন থাকবে । অন্যান্য ইন্টারনেট কোম্পানি ও কেবলের নেটও বন্ধ করা হচ্ছে দুটি মহকুমা এলাকায় ।

চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশকে এই নির্দেশের কথা জানান হয়েছে । চন্দননগর মহকুমার মধ্যে চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর এবং শ্রীরামপুরের মধ্যে শ্রীরামপুর, উত্তরপাড়া, ডানকুনি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া এই থানা এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ।

শ্রীরামপুর, 13 মে : গোষ্ঠী সংঘর্ষের জন্য শ্রীরামপুর ও চন্দননগর মহকুমা এলাকায় বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা । সোশাল মিডিয়ায় যেভাবে গোষ্ঠী সংঘর্ষের ছবি ভাইরাল হচ্ছিল তাতে উদ্বিগ্ন ছিল প্রশাসন । তাই হুগলি জেলা প্রশাসন এই দুই মহকুমা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ।

গতকাল হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও একটি নির্দেশিকা জারি করেন । তাতে লেখা, 12 মে থেকে 17 মে পর্যন্ত ইন্টারনেট শাট ডাউন থাকবে । অন্যান্য ইন্টারনেট কোম্পানি ও কেবলের নেটও বন্ধ করা হচ্ছে দুটি মহকুমা এলাকায় ।

চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশকে এই নির্দেশের কথা জানান হয়েছে । চন্দননগর মহকুমার মধ্যে চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর এবং শ্রীরামপুরের মধ্যে শ্রীরামপুর, উত্তরপাড়া, ডানকুনি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া এই থানা এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.