ETV Bharat / state

লকডাউনে মাধ‍্যমিকের রেজাল্ট, একাদশ শ্রেণিতে ভরতির ফর্ম বিতরণ হুগলিতে - হুগলির হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন

লকডাউনের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট ও একাদশ শ্রেণিতে ভরতির ফর্ম দেওয়া হল হুগলির হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনে ।

in lockdown Secondary results and admission forms for class XI distributed in Hooghly
in lockdown Secondary results and admission forms for class XI distributed in Hooghly
author img

By

Published : Jul 24, 2020, 1:10 AM IST

হুগলি, 23 জুলাই : চলছে লকডাউন । তার মধ‍্যেই স্কুল খুলে মাধ‍্যমিকের রেজাল্ট ও একাদশ শ্রেণিতে ভরতির ফর্ম বিতরণ করা হল । হুগলির হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের ঘটনা ।

গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে রাজ্যে । সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দুদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার । 23 জুলাই মাধ‍্যমিকের রেজাল্ট ও একাদশ শ্রেণিতে ভরতির ফর্ম দেবার কথা ছিল কিন্তু লকডাউন জারি হওয়ায় দিনক্ষণ বদলে 22 ও 24 জুলাই নতুন নির্দেশিকা দেয় মধ‍্যশিক্ষা দপ্তর ।

লকডাউন সত্বেও অভিভাবকরা স্কুলে উপস্থিত হন এবং সংগ্রহ করেন রেজাল্ট ।
আবার অনেকে একাদশ শ্রেণিতে ভরতির ফর্ম সংগ্রহ করেন । প্রধান শিক্ষক সুদীপ মুখোপাধ্যায় প্রথমে অস্বীকার করেন । বলেন আগামীকালের জন্য মাধ্যমিকের রেজাল্ট ও একাদশ শ্রেণিতে ভরতির ফরম বিলি প্রস্তুতি নেওয়া হচ্ছে ।" তিনি আরও বলেন, ফর্ম দেওয়া হলেও আমার জানা নেই । আমি তো অফিসে ছিলাম । গ্ৰুপ সি-র কর্মীরা দিয়ে থাকতে পারে ।"

হুগলি জেলার DI নজরুল হাকি সেপাই জানান, মধ‍্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী লকডাউনের জন‍্য রেজাল্ট বিতরণের দিন পরিবর্তন করা হয়েছে । 23 তারিখের পরিবর্তে 24 তারিখ করা হয়েছে । আজকে স্কুল খোলা রাখা উচিত নয় । গুরুদয়াল ইনস্টিটিউশনে কি হয়েছে বিষয়টা খোঁজ নিচ্ছি ‌।"

হুগলি, 23 জুলাই : চলছে লকডাউন । তার মধ‍্যেই স্কুল খুলে মাধ‍্যমিকের রেজাল্ট ও একাদশ শ্রেণিতে ভরতির ফর্ম বিতরণ করা হল । হুগলির হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের ঘটনা ।

গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে রাজ্যে । সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দুদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার । 23 জুলাই মাধ‍্যমিকের রেজাল্ট ও একাদশ শ্রেণিতে ভরতির ফর্ম দেবার কথা ছিল কিন্তু লকডাউন জারি হওয়ায় দিনক্ষণ বদলে 22 ও 24 জুলাই নতুন নির্দেশিকা দেয় মধ‍্যশিক্ষা দপ্তর ।

লকডাউন সত্বেও অভিভাবকরা স্কুলে উপস্থিত হন এবং সংগ্রহ করেন রেজাল্ট ।
আবার অনেকে একাদশ শ্রেণিতে ভরতির ফর্ম সংগ্রহ করেন । প্রধান শিক্ষক সুদীপ মুখোপাধ্যায় প্রথমে অস্বীকার করেন । বলেন আগামীকালের জন্য মাধ্যমিকের রেজাল্ট ও একাদশ শ্রেণিতে ভরতির ফরম বিলি প্রস্তুতি নেওয়া হচ্ছে ।" তিনি আরও বলেন, ফর্ম দেওয়া হলেও আমার জানা নেই । আমি তো অফিসে ছিলাম । গ্ৰুপ সি-র কর্মীরা দিয়ে থাকতে পারে ।"

হুগলি জেলার DI নজরুল হাকি সেপাই জানান, মধ‍্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী লকডাউনের জন‍্য রেজাল্ট বিতরণের দিন পরিবর্তন করা হয়েছে । 23 তারিখের পরিবর্তে 24 তারিখ করা হয়েছে । আজকে স্কুল খোলা রাখা উচিত নয় । গুরুদয়াল ইনস্টিটিউশনে কি হয়েছে বিষয়টা খোঁজ নিচ্ছি ‌।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.