ETV Bharat / state

তৃণমূল নেতার বেআইনিভাবে তৈরি বাড়ি ভাঙল পৌরসভা - Trinamul Leader

তৃণমূল নেতা দেবরাজ পাল এলাকার বাসিন্দা পারুলবালা ঘোষকে ভয় দেখিয়ে কম টাকায় তাঁর জমি কিনে নেন ৷ সেখানে বেআইনিভাবে বাড়ি গড়ে তোলেন ৷ পৌরসভার উদ্যোগে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হল ৷

তৃণমূল নেতার বেআইনিভাবে তৈরি বাড়ি ভাঙল পৌরসভা
author img

By

Published : Sep 5, 2019, 7:40 PM IST

Updated : Sep 5, 2019, 11:31 PM IST

বাঁশবেড়িয়া, 5 সেপ্টেম্বর : ভয় দেখিয়ে কম দামে জমি কিনে বাড়ি বানানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ সেই বাড়িই ভেঙে ফেলার কাজ শুরু করল পৌরসভা ৷ বাঁশবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মৌজার ঘটনা ৷ অভিযোগ, তৃণমূল নেতা দেবরাজ পাল এলাকার বাসিন্দা পারুলবালা ঘোষকে ভয় দেখিয়ে কম টাকায় তাঁর জমি কিনে নেন ৷ সেখানে বেআইনিভাবে বাড়ি তৈরি করেন ৷ পৌরসভার উদ্যোগে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হল ৷

স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা দেবরাজ এলাকার লোকজনকে ভয় দেখিয়ে কম টাকায় তাঁদের জমি কিনে নিতেন ৷ 2013 সালে পারুলবালা ঘোষের কাছ থেকে তিনি কম দামে 22 বিঘা জমি কিনে নেন ৷ সেখানে একটি বাড়িও তৈরি করেন ৷ এরপর লোকসভা ভোটের পর থেকে দেবরাজকে আর এলাকায় দেখা যায়নি ৷ চলতি বছরের জুলাই মাসে আদালতের নির্দেশ জারি করে, দেবরাজ পাল ওই জমি জোর করে দখল করে রেখেছে ৷ সেই নির্দেশের ভিত্তিতে আজ পৌরসভার তরফে বেআইনি সেই বাড়ি ভেঙে ফেলা হয় ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পারুলবালা ঘোষের জামাই সিদ্ধার্থ তরাত বলেন, "বাঁশবেড়িয়ার তৃণমূলের কার্যকরী সভাপতি দেবরাজ পাল বলপূর্বক এই জমি নিয়েছিলেন ৷ বন্দুক ঠেকিয়ে পারুলবালা ঘোষের কাছ থেকে এই জমি কেনা হয় ৷ বাঁশবেড়িয়া বিধানসভা, বলাগড় বিধানসভা, মগরা এই সব অঞ্চলে তিনি তাণ্ডব চালিয়েছেন ৷ আদালত আমাকে আগে নির্দেশ দিয়েছিল যেন আমি পুনরায় জমি উদ্ধার করি ৷ এবার পৌরসভার উদ্যোগে এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে ৷ "

বাঁশবেড়িয়া, 5 সেপ্টেম্বর : ভয় দেখিয়ে কম দামে জমি কিনে বাড়ি বানানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ সেই বাড়িই ভেঙে ফেলার কাজ শুরু করল পৌরসভা ৷ বাঁশবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মৌজার ঘটনা ৷ অভিযোগ, তৃণমূল নেতা দেবরাজ পাল এলাকার বাসিন্দা পারুলবালা ঘোষকে ভয় দেখিয়ে কম টাকায় তাঁর জমি কিনে নেন ৷ সেখানে বেআইনিভাবে বাড়ি তৈরি করেন ৷ পৌরসভার উদ্যোগে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হল ৷

স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা দেবরাজ এলাকার লোকজনকে ভয় দেখিয়ে কম টাকায় তাঁদের জমি কিনে নিতেন ৷ 2013 সালে পারুলবালা ঘোষের কাছ থেকে তিনি কম দামে 22 বিঘা জমি কিনে নেন ৷ সেখানে একটি বাড়িও তৈরি করেন ৷ এরপর লোকসভা ভোটের পর থেকে দেবরাজকে আর এলাকায় দেখা যায়নি ৷ চলতি বছরের জুলাই মাসে আদালতের নির্দেশ জারি করে, দেবরাজ পাল ওই জমি জোর করে দখল করে রেখেছে ৷ সেই নির্দেশের ভিত্তিতে আজ পৌরসভার তরফে বেআইনি সেই বাড়ি ভেঙে ফেলা হয় ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পারুলবালা ঘোষের জামাই সিদ্ধার্থ তরাত বলেন, "বাঁশবেড়িয়ার তৃণমূলের কার্যকরী সভাপতি দেবরাজ পাল বলপূর্বক এই জমি নিয়েছিলেন ৷ বন্দুক ঠেকিয়ে পারুলবালা ঘোষের কাছ থেকে এই জমি কেনা হয় ৷ বাঁশবেড়িয়া বিধানসভা, বলাগড় বিধানসভা, মগরা এই সব অঞ্চলে তিনি তাণ্ডব চালিয়েছেন ৷ আদালত আমাকে আগে নির্দেশ দিয়েছিল যেন আমি পুনরায় জমি উদ্ধার করি ৷ এবার পৌরসভার উদ্যোগে এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে ৷ "

Intro:বেআইনিভাবে তৈরী করা হয়েছিলো অট্টালিকা।বাঁশবেড়িয়া পুরসভার ২১ নং ওয়ার্ডের বাসুদেবপুর মৌজায়।পারুল বালা ঘোষের জমিতে এই অট্টালিকা গড়ে তুলেছিলেন এলাকার এক সময়ের তৃনমূল নেতা দেবরাজ পাল।জোর করে জমি দখল করার অভিযোগ উঠেছিল আগেই।এবার বিনা অনুমতিতে বাড়ি বানানোর অভিযোগে সেই বাড়ি JCB দিয়ে ভেঙে ফেলার কাজ শুরু করল পুরসভা।লোকসভা ভোটের পর থেকে দেবরাজ পাল এলাকা ছাড়া।
Body:WB_HGL_TMC LEADER ILLEGAL HOUSE BROKEN_7203418Conclusion:
Last Updated : Sep 5, 2019, 11:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.