বাঁশবেড়িয়া, 5 সেপ্টেম্বর : ভয় দেখিয়ে কম দামে জমি কিনে বাড়ি বানানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ সেই বাড়িই ভেঙে ফেলার কাজ শুরু করল পৌরসভা ৷ বাঁশবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মৌজার ঘটনা ৷ অভিযোগ, তৃণমূল নেতা দেবরাজ পাল এলাকার বাসিন্দা পারুলবালা ঘোষকে ভয় দেখিয়ে কম টাকায় তাঁর জমি কিনে নেন ৷ সেখানে বেআইনিভাবে বাড়ি তৈরি করেন ৷ পৌরসভার উদ্যোগে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হল ৷
স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা দেবরাজ এলাকার লোকজনকে ভয় দেখিয়ে কম টাকায় তাঁদের জমি কিনে নিতেন ৷ 2013 সালে পারুলবালা ঘোষের কাছ থেকে তিনি কম দামে 22 বিঘা জমি কিনে নেন ৷ সেখানে একটি বাড়িও তৈরি করেন ৷ এরপর লোকসভা ভোটের পর থেকে দেবরাজকে আর এলাকায় দেখা যায়নি ৷ চলতি বছরের জুলাই মাসে আদালতের নির্দেশ জারি করে, দেবরাজ পাল ওই জমি জোর করে দখল করে রেখেছে ৷ সেই নির্দেশের ভিত্তিতে আজ পৌরসভার তরফে বেআইনি সেই বাড়ি ভেঙে ফেলা হয় ৷
পারুলবালা ঘোষের জামাই সিদ্ধার্থ তরাত বলেন, "বাঁশবেড়িয়ার তৃণমূলের কার্যকরী সভাপতি দেবরাজ পাল বলপূর্বক এই জমি নিয়েছিলেন ৷ বন্দুক ঠেকিয়ে পারুলবালা ঘোষের কাছ থেকে এই জমি কেনা হয় ৷ বাঁশবেড়িয়া বিধানসভা, বলাগড় বিধানসভা, মগরা এই সব অঞ্চলে তিনি তাণ্ডব চালিয়েছেন ৷ আদালত আমাকে আগে নির্দেশ দিয়েছিল যেন আমি পুনরায় জমি উদ্ধার করি ৷ এবার পৌরসভার উদ্যোগে এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে ৷ "