ETV Bharat / state

টাকা ও বোতল ধরালেই বুদ্ধিজীবীরা তৃণমূলের হয়ে লাফালাফি করে : সায়ন্তন

আজ SP অফিস ঘেরাও কর্মসূচিতে এসে বুদ্ধিজীবীদের কড়া ভাষায় আক্রমণ করলেন সায়ন্তন বসু ৷ বললেন, এরা মমতার ভাড়া করা ৷ এছাড়াও লোকসভার ফলাফল, DA, কাটমানি একাধিক ইশুতে রাজ্য সরকারকে তোপ দাগেন সায়ন্তন ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 26, 2019, 4:27 PM IST

Updated : Jul 26, 2019, 8:08 PM IST

হুগলি, 26 জুলাই : জেলাজুড়ে BJP কর্মীদের ওপর সন্ত্রাস, গ্রেপ্তার ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে জেলা সভাপতি সুবীর নাগের নেতৃত্বে আজ SP অফিসের সামনে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা ৷ নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷ বুদ্ধিজীবীদের চিঠিপত্র লেখা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন সায়ন্তন ৷ বলেন, "তৃণমূল কয়েকজন বুদ্ধিজীবীকে নামিয়েছেন ৷ এরা ভাড়া করা ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় একটা বোতল ধরিয়ে দিলে এরা তৃণমূলের হয়ে লাফালাফি শুরু করে দেবে ৷ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 500-1000 টাকায় বিক্রি হয়ে গেছেন ৷"

সায়ন্তন বলেন, "পশ্চিমবঙ্গের যে সব বুদ্ধিজীবীরা চিঠিপত্র লিখেছেন, তাঁদের কাজকর্ম নেই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় 500-1000 টাকা দিয়ে এদের কিনে নেন ৷ আমি আবারও বলছি এরা সরকারের কেনা গোলাম ৷ পাশের বাড়ির লোকও ওঁদের কথা জিজ্ঞাসা করে না ৷ প্রচারের আলোয় থাকার জন্য এসব করছেন ৷ আর কিছু রোজগারপাতির আশায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন ৷ এর থেকে ভালো হত, জয়শ্রীরাম বলার পর যে কর্মী খুন হয়েছে তারপর যদি চিঠি লেখা হত ৷ অধ্যাপককে পেটানো হয়েছে তারপর যদি চিঠি লিখত ৷ অত্যন্ত মুখটা একটু উজ্জ্বল হত ৷ আমি তো বলেছি ওঁরা যেখানে যাবেন, দলের কর্মীরা যেন ওষুধ দেওয়ার জন্য তৈরি থাকে ৷ এরা কেউ রামমোহন রায়, রবীন্দ্রনাথ বা বিদ্যাসাগর নন ।"

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে BJP নেতার বক্তব্য, "দিদিমণি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, রাস্তার ভিখারিতে পরিণত হয়েছেন ৷ আজকাল তো সব জায়গায় কার্টুন চলছে ৷ কে একটা সাদা মতো ছুটে যাচ্ছে আর তার পিছনে জয়শ্রীরাম বলছে ৷" DA-ইশুকে কটাক্ষ করে সায়ন্তন বলেন, "পুলিশ তালপাতার সেপাইয়ের মত পাঠকাঠি হয়ে গেছে । CRPF ও রাস্তা দিয়ে চলে আর আপনারাও রাস্তা দিয়ে চলেন । ওরা পুরো মাইনে পায়, পুরো DA পায় । আর আপনাদের তৃণমূলের ক্যাডার বানিয়ে রেখেছে ।" সায়ন্তন আরও বলেন, "আগামী বিধানসভা ভোটে এর প্রতিশোধ নেব । আর ছ'মাস পর আমাদের সরকার চালাতে হবে । থানায় ভাঙচুর করার দরকার নেই ৷ এই পুলিশকেই আমাদের ব্যবহার করতে হবে ৷ এই বিল্ডিংই ব্যবহার করতে হবে৷ ছ'মাসের জন্য এগুলো ভেঙে কী হবে ? চাইলে আমরা একটা দুটো থানা জ্বালিয়ে দিতে পারি, চাইলে আমরা একটা দুটো তৃণমূল কর্মীর হাত ভেঙে দিতে পারি । তাই ছ'মাস, এক বছর অপেক্ষা করুন ।"

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

কাটমানি ইশুতে সরকারকে একহাত নেন সায়ন্তন ৷ বলেন, "হুগলির মানুষের কাছে যারা টেট পরীক্ষায় পাশ করানোর জন্য টাকা নিয়েছেন, যারা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য টাকা নিয়েছেন তাঁদের বাড়ি যান । মারধর করবেন না । মিষ্টি নিয়ে যান, এখন মিষ্টি মুখ করান । পরে আমরা ওষুধ খাওয়াব । আমাদের সরকার এসে গেলে তেতো ওষুধ খাওয়াব । যারা কাটমানি খেয়েছে তাদের জমি-বাড়ি বিক্রি করে শোধ দেব । পুলিশ রাস্তা থেকে টাকা তুলছে আর সেই টাকা যাচ্ছে ভাইপোর কাছে । সেই টাকাও আমরা উদ্ধার করব । BJP কর্মীদের মিথ্যে মামলা দিয়েছে যে পুলিশ, তাদের মাইনের টাকা থেকে মামলার টাকা কাটব ৷ ক্ষমতায় এলে, তৃণমূল আর কতদিন চমকাবে-ধমকাবে । আমরা লোকসভায় দেখে নিয়েছি, বিধানসভায় দেখে নেব ।"

সায়ন্তন বসুর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, "বুদ্ধিজীবীদের সম্পর্কে এধরনের মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক ৷ আমরা যারা বাংলার কৃষ্টিতে বিশ্বাস করি, তাদের প্রতিবাদ জানানো দরকার ৷"

হুগলি, 26 জুলাই : জেলাজুড়ে BJP কর্মীদের ওপর সন্ত্রাস, গ্রেপ্তার ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে জেলা সভাপতি সুবীর নাগের নেতৃত্বে আজ SP অফিসের সামনে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা ৷ নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷ বুদ্ধিজীবীদের চিঠিপত্র লেখা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন সায়ন্তন ৷ বলেন, "তৃণমূল কয়েকজন বুদ্ধিজীবীকে নামিয়েছেন ৷ এরা ভাড়া করা ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় একটা বোতল ধরিয়ে দিলে এরা তৃণমূলের হয়ে লাফালাফি শুরু করে দেবে ৷ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 500-1000 টাকায় বিক্রি হয়ে গেছেন ৷"

সায়ন্তন বলেন, "পশ্চিমবঙ্গের যে সব বুদ্ধিজীবীরা চিঠিপত্র লিখেছেন, তাঁদের কাজকর্ম নেই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় 500-1000 টাকা দিয়ে এদের কিনে নেন ৷ আমি আবারও বলছি এরা সরকারের কেনা গোলাম ৷ পাশের বাড়ির লোকও ওঁদের কথা জিজ্ঞাসা করে না ৷ প্রচারের আলোয় থাকার জন্য এসব করছেন ৷ আর কিছু রোজগারপাতির আশায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন ৷ এর থেকে ভালো হত, জয়শ্রীরাম বলার পর যে কর্মী খুন হয়েছে তারপর যদি চিঠি লেখা হত ৷ অধ্যাপককে পেটানো হয়েছে তারপর যদি চিঠি লিখত ৷ অত্যন্ত মুখটা একটু উজ্জ্বল হত ৷ আমি তো বলেছি ওঁরা যেখানে যাবেন, দলের কর্মীরা যেন ওষুধ দেওয়ার জন্য তৈরি থাকে ৷ এরা কেউ রামমোহন রায়, রবীন্দ্রনাথ বা বিদ্যাসাগর নন ।"

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে BJP নেতার বক্তব্য, "দিদিমণি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, রাস্তার ভিখারিতে পরিণত হয়েছেন ৷ আজকাল তো সব জায়গায় কার্টুন চলছে ৷ কে একটা সাদা মতো ছুটে যাচ্ছে আর তার পিছনে জয়শ্রীরাম বলছে ৷" DA-ইশুকে কটাক্ষ করে সায়ন্তন বলেন, "পুলিশ তালপাতার সেপাইয়ের মত পাঠকাঠি হয়ে গেছে । CRPF ও রাস্তা দিয়ে চলে আর আপনারাও রাস্তা দিয়ে চলেন । ওরা পুরো মাইনে পায়, পুরো DA পায় । আর আপনাদের তৃণমূলের ক্যাডার বানিয়ে রেখেছে ।" সায়ন্তন আরও বলেন, "আগামী বিধানসভা ভোটে এর প্রতিশোধ নেব । আর ছ'মাস পর আমাদের সরকার চালাতে হবে । থানায় ভাঙচুর করার দরকার নেই ৷ এই পুলিশকেই আমাদের ব্যবহার করতে হবে ৷ এই বিল্ডিংই ব্যবহার করতে হবে৷ ছ'মাসের জন্য এগুলো ভেঙে কী হবে ? চাইলে আমরা একটা দুটো থানা জ্বালিয়ে দিতে পারি, চাইলে আমরা একটা দুটো তৃণমূল কর্মীর হাত ভেঙে দিতে পারি । তাই ছ'মাস, এক বছর অপেক্ষা করুন ।"

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

কাটমানি ইশুতে সরকারকে একহাত নেন সায়ন্তন ৷ বলেন, "হুগলির মানুষের কাছে যারা টেট পরীক্ষায় পাশ করানোর জন্য টাকা নিয়েছেন, যারা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য টাকা নিয়েছেন তাঁদের বাড়ি যান । মারধর করবেন না । মিষ্টি নিয়ে যান, এখন মিষ্টি মুখ করান । পরে আমরা ওষুধ খাওয়াব । আমাদের সরকার এসে গেলে তেতো ওষুধ খাওয়াব । যারা কাটমানি খেয়েছে তাদের জমি-বাড়ি বিক্রি করে শোধ দেব । পুলিশ রাস্তা থেকে টাকা তুলছে আর সেই টাকা যাচ্ছে ভাইপোর কাছে । সেই টাকাও আমরা উদ্ধার করব । BJP কর্মীদের মিথ্যে মামলা দিয়েছে যে পুলিশ, তাদের মাইনের টাকা থেকে মামলার টাকা কাটব ৷ ক্ষমতায় এলে, তৃণমূল আর কতদিন চমকাবে-ধমকাবে । আমরা লোকসভায় দেখে নিয়েছি, বিধানসভায় দেখে নেব ।"

সায়ন্তন বসুর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, "বুদ্ধিজীবীদের সম্পর্কে এধরনের মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক ৷ আমরা যারা বাংলার কৃষ্টিতে বিশ্বাস করি, তাদের প্রতিবাদ জানানো দরকার ৷"

Intro:Body:বিজেপির রাজ্য সম্পাদক সায়ান্তন বসুর নেতৃত্বে হুগলী গ্রামীন এস পি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
টাকার বিনিময়ে এবং মদের বোতল বিক্রি হয় বুদ্দিজীবরা।আমরা বুদ্দি জীবীদের মানিনা,বুদ্ধিজীবীরা তৃণমূলের দালাল। বললেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ান্তন বসু।Conclusion:
Last Updated : Jul 26, 2019, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.