ETV Bharat / state

হোটেলে ঢুকে ব্যবসায়ীকে মারধর, স্ত্রীর শ্লীলতাহানি - TMC

শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ ওই ব্যবসায়ীর হোটেলে যায় কয়েকজন ৷ সেখানে তারা নিজেদের পারুলবালার লোকজন বলে পরিচয় দেয় ৷ তারা হোটেলের ম্যানেজারের খোঁজ করে ৷ চিৎকার চেঁচামেচি সেখানে যান ওই ব্যবসায়ী ৷ অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে মারধর শুরু করে ৷  তাঁকে বাঁচাতে হোটেলের কর্মীরা ও স্ত্রী ছুটে গেলে তাদেরও দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ৷

হোটেলে ঢুকে ব্যবসায়ীকে মারধর
author img

By

Published : Sep 7, 2019, 9:30 PM IST

Updated : Sep 7, 2019, 11:29 PM IST

সিঙ্গুর, 7 সেপ্টেম্বর : সিঙ্গুরের এক হোটেল ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে ৷ উপপ্রধানের নাম পারুলবালা দাস ৷ জখম ওই ব্যবসায়ীর নাম রবি রায় ৷অভিযোগ, পারুল এই ঘটনায় মদত দিয়েছে । গোটা বিষয়টিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল দেখছে রাজনৈতিক মহল ।

ভিডিয়োয় দেখুন কীভাবে বরিবাবুর উপর হামলা চালাচ্ছেন দুষ্কৃতীরা

শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ ওই ব্যবসায়ীর হোটেলে যায় কয়েকজন ৷ সেখানে তারা নিজেদের পারুলবালার লোকজন বলে পরিচয় দেয় ৷ তারা হোটেলের ম্যানেজারের খোঁজ করে ৷ চিৎকার চেঁচামেচি সেখানে যান ওই ব্যবসায়ী ৷ অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে মারধর শুরু করে ৷ তাঁকে বাঁচাতে হোটেলের কর্মীরা ও স্ত্রী ছুটে গেলে তাদেরও দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ৷ ব্যবসায়ীর স্ত্রীর শ্লীলতাহানিও করা হয় ৷ আজ এবিষয়ে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী ৷ পাশাপাশি "দিদিকে বলো"-তে ফোন করে অভিযোগ নথিভুক্ত করেছেন ৷

ওই ব্যবসায়ীর অভিযোগ, "আমরা পুরোনো তৃণমূল কর্মী । যারা CPI(M) থেকে পরে তৃণমূলে যোগ দিয়েছে তারাই এই কাজ করছে । ওরা পরিকল্পিতভাবে একাজ করেছে ।"

ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, "গতকাল ওরা আমার স্বামীকে মারধর করছিল ৷ আমি বাঁচাতে এলে আমার উপর চড়াও হয় । আমাকে মারধর করে । চশমা ভেঙে দেয় । গালিগালাজ করে । আমার স্বামী একসময় এই অঞ্চলের তৃণমূলের কোষাধক্ষ্য ছিল । আমরা বিষয়টি তৃণমূলের উচ্চপর্যায়ের নেতাদের জানিয়েছি । দিদিকে বলো-তে ফোন করেছি । তারা বিষয়টি দেখবে বলে অশ্বাস দিয়েছেন । "

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "একাজ যদি দলের কোনও কর্মী করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

পারুলবালা দাস বলেন, "বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না ৷ দেখছি বিষটি কী হয়েছে ৷"

সিঙ্গুর, 7 সেপ্টেম্বর : সিঙ্গুরের এক হোটেল ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে ৷ উপপ্রধানের নাম পারুলবালা দাস ৷ জখম ওই ব্যবসায়ীর নাম রবি রায় ৷অভিযোগ, পারুল এই ঘটনায় মদত দিয়েছে । গোটা বিষয়টিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল দেখছে রাজনৈতিক মহল ।

ভিডিয়োয় দেখুন কীভাবে বরিবাবুর উপর হামলা চালাচ্ছেন দুষ্কৃতীরা

শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ ওই ব্যবসায়ীর হোটেলে যায় কয়েকজন ৷ সেখানে তারা নিজেদের পারুলবালার লোকজন বলে পরিচয় দেয় ৷ তারা হোটেলের ম্যানেজারের খোঁজ করে ৷ চিৎকার চেঁচামেচি সেখানে যান ওই ব্যবসায়ী ৷ অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে মারধর শুরু করে ৷ তাঁকে বাঁচাতে হোটেলের কর্মীরা ও স্ত্রী ছুটে গেলে তাদেরও দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ৷ ব্যবসায়ীর স্ত্রীর শ্লীলতাহানিও করা হয় ৷ আজ এবিষয়ে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী ৷ পাশাপাশি "দিদিকে বলো"-তে ফোন করে অভিযোগ নথিভুক্ত করেছেন ৷

ওই ব্যবসায়ীর অভিযোগ, "আমরা পুরোনো তৃণমূল কর্মী । যারা CPI(M) থেকে পরে তৃণমূলে যোগ দিয়েছে তারাই এই কাজ করছে । ওরা পরিকল্পিতভাবে একাজ করেছে ।"

ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, "গতকাল ওরা আমার স্বামীকে মারধর করছিল ৷ আমি বাঁচাতে এলে আমার উপর চড়াও হয় । আমাকে মারধর করে । চশমা ভেঙে দেয় । গালিগালাজ করে । আমার স্বামী একসময় এই অঞ্চলের তৃণমূলের কোষাধক্ষ্য ছিল । আমরা বিষয়টি তৃণমূলের উচ্চপর্যায়ের নেতাদের জানিয়েছি । দিদিকে বলো-তে ফোন করেছি । তারা বিষয়টি দেখবে বলে অশ্বাস দিয়েছেন । "

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "একাজ যদি দলের কোনও কর্মী করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

পারুলবালা দাস বলেন, "বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না ৷ দেখছি বিষটি কী হয়েছে ৷"

Intro:সিঙ্গুরে হোটেল ব্যবসায়ীও তার পরিবারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল উপপ্রধানের লোকজনের বিরুদ্ধে।গতকাল তৃণমূল নেত্রী পারুল বালা দাসের লোকজন হামলা চালানোর ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।তারপরই দুষ্কৃত লোকজনের বিরুদ্ধে সিঙ্গুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।তবে পারুল বালা দাস পলাতক।তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।গ্রামীন পুলিশের এডিশনাল পুলিশ সুপার কামনাশীষ সেন সিসিটিভি ফুটেজ দেখেই তদন্ত শুরু করেছে। ব্যবসায়ীদের দাবি বিভিন্ন সুযোগ সুবিধা করে দিতে হবে বলে হুমকি দেয় এবং পরে মারধর করে ব্যবসায়ী স্ত্রী বাঁচাতে এলে শ্লীলতাহানি করার অভিযোগ দায়ের হয়েছে ব্যবসায়ী বলেন বহু বছর ধরে তৃণমূল কর্মী।

সিঙ্গুরের ঘনশ্যামপুর মোড়ে এক হোটেল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাত্রি 10:20 নাগাদ বেশ কিছু লোকজন এসে হোটেল ম্যানেজারকে বলে মালিক কোথায়। বলে বারুইপুর পলতা গ্রাম পঞ্চায়েতের
উপপ্রধান পারুল বালা দাস পাঠিয়েছে। এরপরেই কিছু বুঝে ওঠার আগেই ম্যানেজারকে মারধর শুরু করে। তাকে কিল চড় ঘুষি ও গলার চেইন ছিড়ে নেয় বলে অভিযোগ। ম্যানেজার কে মারতে দেখে হোটেলের অন্যান্য কর্মীরা তাকে বাঁচাতে এলে তাদেরকেও মারধর করা হয় এমনকি তার স্ত্রী বাঁচাতে এলে তাকেও শ্লীলতাহানি করা হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ । শনিবার সকালে তিনি সিঙ্গুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি হুগলি জেলার তৃণমূলের সভাপতি দিলীপ যাদব কে ও দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে জানিয়েছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। ম্যানেজারের অভিযোগ, আমরা পুরনো তৃণমূল কর্মী। যারা নতুন সিপিএম থেকে এসেছে তারাই এই কাজ করছে।আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে পার্টি চালিয়েছি। তবে এখানে আর ব্যবসা চালাতে পারবো কিনা জানিনা। মনে হয় পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি আমার পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি। হোটেল মালিকের স্ত্রীর অভিযোগ, আমার স্বামীকে মারধর করা হচ্ছিলো আমি বাঁচাতে এলে আমার ওপর চড়াও হয়। আমাকেও মারধর করে ধাক্কাধাক্কি দেয় ও শ্লীলতাহানী করে। আমার কানের ও চশমা ভেঙে দেয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে থাকে। এই মুহূর্তে আমি আতঙ্কের মধ্যে রয়েছি। আমার স্বামী একসময় এই অঞ্চলের তৃণমূলের কোষাধক্ষ্য ছিল। তারা বলে আমরা এই এরিয়া দেখাশোনা করি। এটা আমাদের আন্ডারে। আমি পুরো বিষয়টি তৃণমূলের উচ্চ পর্যায়ের নেতাদের জানিয়েছি ও দিদিকে বলো ফোন করে জানিয়েছে। তারা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, দল নির্বিশেষে কাজ করা হবে। তাতে দলের যদি কোনো কর্মী থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।Body:WB_HGL_SINGUR HOTEL INCIDENT_7203418Conclusion:
Last Updated : Sep 7, 2019, 11:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.