সিঙ্গুর, 7 সেপ্টেম্বর : সিঙ্গুরের এক হোটেল ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে ৷ উপপ্রধানের নাম পারুলবালা দাস ৷ জখম ওই ব্যবসায়ীর নাম রবি রায় ৷অভিযোগ, পারুল এই ঘটনায় মদত দিয়েছে । গোটা বিষয়টিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল দেখছে রাজনৈতিক মহল ।
শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ ওই ব্যবসায়ীর হোটেলে যায় কয়েকজন ৷ সেখানে তারা নিজেদের পারুলবালার লোকজন বলে পরিচয় দেয় ৷ তারা হোটেলের ম্যানেজারের খোঁজ করে ৷ চিৎকার চেঁচামেচি সেখানে যান ওই ব্যবসায়ী ৷ অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে মারধর শুরু করে ৷ তাঁকে বাঁচাতে হোটেলের কর্মীরা ও স্ত্রী ছুটে গেলে তাদেরও দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ৷ ব্যবসায়ীর স্ত্রীর শ্লীলতাহানিও করা হয় ৷ আজ এবিষয়ে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী ৷ পাশাপাশি "দিদিকে বলো"-তে ফোন করে অভিযোগ নথিভুক্ত করেছেন ৷
ওই ব্যবসায়ীর অভিযোগ, "আমরা পুরোনো তৃণমূল কর্মী । যারা CPI(M) থেকে পরে তৃণমূলে যোগ দিয়েছে তারাই এই কাজ করছে । ওরা পরিকল্পিতভাবে একাজ করেছে ।"
ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, "গতকাল ওরা আমার স্বামীকে মারধর করছিল ৷ আমি বাঁচাতে এলে আমার উপর চড়াও হয় । আমাকে মারধর করে । চশমা ভেঙে দেয় । গালিগালাজ করে । আমার স্বামী একসময় এই অঞ্চলের তৃণমূলের কোষাধক্ষ্য ছিল । আমরা বিষয়টি তৃণমূলের উচ্চপর্যায়ের নেতাদের জানিয়েছি । দিদিকে বলো-তে ফোন করেছি । তারা বিষয়টি দেখবে বলে অশ্বাস দিয়েছেন । "
এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "একাজ যদি দলের কোনও কর্মী করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"
পারুলবালা দাস বলেন, "বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না ৷ দেখছি বিষটি কী হয়েছে ৷"