ETV Bharat / state

Hooghly Wonder Girl: ঘুমের রানি ! সবাইকে হারিয়ে স্লিপ চ্যাম্পিয়নশিপে দেশে প্রথম হুগলির ত্রিপর্ণা - compete in Sleep Champion competition

ঘুম প্রতিযোগিতায় প্রথম হয়ে নজর কাড়লেন হুগলির ত্রিপর্ণা চক্রবর্তী (Sleep Champion Competition in Hooghly) । প্রতিযোগিতার নিয়ম ছিল টানা 100 দিন 9 ঘণ্টা করে ঘুমােতে হবে প্রতিযোগীদের । ত্রিপর্ণা জিতে পেয়েছেন নগদ 5 লক্ষ টাকা পুরস্কার । Hooghly Triparna is first in country to compete in Sleep Champion competition

Hooghly Sleep Champion
ঘুম প্রতিযোগিতায় প্রথম হয়ে নজর কাড়লেন হুগলির ত্রিপর্ণা চক্রবর্তী
author img

By

Published : Sep 5, 2022, 10:46 AM IST

Updated : Sep 5, 2022, 1:14 PM IST

হুগলি, 5 সেপ্টেম্বর: রামায়নে কুম্ভকর্ণের ঘুমের কথা সকলেরই জানা । সেই ঘুম নিয়েই হয় প্রতিযোগিতা ! অবিশ্বাস্য হলেও সত্যি । একটি বেসরকারি ম্যাট্রেস কোম্পানির পক্ষ থেকে দেশব্যাপী সেরা ঘুম কাতুরে (Sleep Champion) প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেই প্রতিযোগিতায় ধাপে ধাপে জিতে প্রথম হন হুগলির ত্রিপর্ণা চক্রবর্তী (Sleep Champion Competition in Hooghly) ।

জানা গিয়েছে, ত্রিপর্ণার বাড়ি হুগলির শ্রীরামপুরে । প্রথম হয়ে নগদ 5 লক্ষ টাকা পুরস্কার পান তিনি । প্রতিযোগিতার নিয়ম ছিল টানা 100 দিন 9 ঘণ্টা করে ঘুমােতে হবে প্রতিযোগীদের । ঘুমিয়েই নেটিজেনদের আলোচনার বিষয় হয়েছেন দেশের সেরা ঘুম কাতুরে ত্রিপর্ণা ।

ঘুম প্রতিযোগিতায় প্রথম হয়ে নজর কাড়লেন হুগলির ত্রিপর্ণা চক্রবর্তী

আরও পড়ুন: বিশ্ব নিদ্রা দিবস: নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর ভবিষ্যৎ

ত্রিপর্ণা ছোট থেকেই ঘুমকাতরে । ঘুম নিয়ে বিভিন্ন মজার কাহিনী আছে তাঁর । কখনও পরীক্ষার হলে গিয়ে ঘুমিয়ে পড়া কিংবা ইন্টারভিউ দিতে বসে চোখ বুঝে ফেলার নজির আছে তাঁর । চারপাশে যা হচ্ছে হোক, ঘুমের সঙ্গে কখনই আপোষ করেননি তিনি । সামাজিক মাধ্যমে ঘুম প্রতিযোগিতার কথা জানতে পারেন তিনি । প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ওই প্রতিযোগিতায় । তাঁদের মধ্যে বাকিদের পেছনে ফেলে সেরা ঘুম কাতুরের শিরোপা পান ত্রিপর্ণা । তাঁর ঘুমের স্কোর ছিল 100 মধ্যে 95 । ফাইনালের সময় ঘুমের পর্যবেক্ষণ করার জন্য সংস্থার তরফ থেকে একটি প্রতিনিধি দলও পাঠানো হয়েছিল ।

আরও পড়ুন: রাতে ঘুম হচ্ছে না ? জীবনে মানসিক চাপও বেড়ে চলেছে ? বাঁচতে উপায় শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ

ত্রিপর্ণা বর্তমানে একটি মার্কিন কোম্পানিতে কর্মরতা । তাই তাঁর সমস্ত কাজ রাত জেগে । রাতে কাজ করার ফলে তাঁকে দিনে ঘুমােতে হত । তিনি বলেন, "ঘুমটাকে কেউ ভালো চোখে দেখে না । কিন্তু আমি অন্যভাবে ভাবি । দুপুরে তিন ঘণ্টা ভাত ঘুম চাই ! ঘুমিয়ে যে নজির গড়া যায় এই সাফল্য তার প্রমান । এতে আমি খুব খুশি ।"

বাবা ভাস্কর চক্রবর্তী বলেন, "শুনেছি যে ঘুমিয়ে থাকে তাঁর ভাগ্যও নাকি ঘুমিয়ে থাকে । কিন্তু ভাবিনি এই চরম প্রতিযোগিতার যুগে স্রেফ ঘুমিয়েও পুরস্কার জেতা যায় । আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ । ছোটবেলা থেকেই ঘুমের একটা নেশা ছিল ওর । কিন্তু সমস্ত কাজ ঠিক সময় করত । এতে আমরা খুব খুশি ।"

হুগলি, 5 সেপ্টেম্বর: রামায়নে কুম্ভকর্ণের ঘুমের কথা সকলেরই জানা । সেই ঘুম নিয়েই হয় প্রতিযোগিতা ! অবিশ্বাস্য হলেও সত্যি । একটি বেসরকারি ম্যাট্রেস কোম্পানির পক্ষ থেকে দেশব্যাপী সেরা ঘুম কাতুরে (Sleep Champion) প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেই প্রতিযোগিতায় ধাপে ধাপে জিতে প্রথম হন হুগলির ত্রিপর্ণা চক্রবর্তী (Sleep Champion Competition in Hooghly) ।

জানা গিয়েছে, ত্রিপর্ণার বাড়ি হুগলির শ্রীরামপুরে । প্রথম হয়ে নগদ 5 লক্ষ টাকা পুরস্কার পান তিনি । প্রতিযোগিতার নিয়ম ছিল টানা 100 দিন 9 ঘণ্টা করে ঘুমােতে হবে প্রতিযোগীদের । ঘুমিয়েই নেটিজেনদের আলোচনার বিষয় হয়েছেন দেশের সেরা ঘুম কাতুরে ত্রিপর্ণা ।

ঘুম প্রতিযোগিতায় প্রথম হয়ে নজর কাড়লেন হুগলির ত্রিপর্ণা চক্রবর্তী

আরও পড়ুন: বিশ্ব নিদ্রা দিবস: নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর ভবিষ্যৎ

ত্রিপর্ণা ছোট থেকেই ঘুমকাতরে । ঘুম নিয়ে বিভিন্ন মজার কাহিনী আছে তাঁর । কখনও পরীক্ষার হলে গিয়ে ঘুমিয়ে পড়া কিংবা ইন্টারভিউ দিতে বসে চোখ বুঝে ফেলার নজির আছে তাঁর । চারপাশে যা হচ্ছে হোক, ঘুমের সঙ্গে কখনই আপোষ করেননি তিনি । সামাজিক মাধ্যমে ঘুম প্রতিযোগিতার কথা জানতে পারেন তিনি । প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ওই প্রতিযোগিতায় । তাঁদের মধ্যে বাকিদের পেছনে ফেলে সেরা ঘুম কাতুরের শিরোপা পান ত্রিপর্ণা । তাঁর ঘুমের স্কোর ছিল 100 মধ্যে 95 । ফাইনালের সময় ঘুমের পর্যবেক্ষণ করার জন্য সংস্থার তরফ থেকে একটি প্রতিনিধি দলও পাঠানো হয়েছিল ।

আরও পড়ুন: রাতে ঘুম হচ্ছে না ? জীবনে মানসিক চাপও বেড়ে চলেছে ? বাঁচতে উপায় শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ

ত্রিপর্ণা বর্তমানে একটি মার্কিন কোম্পানিতে কর্মরতা । তাই তাঁর সমস্ত কাজ রাত জেগে । রাতে কাজ করার ফলে তাঁকে দিনে ঘুমােতে হত । তিনি বলেন, "ঘুমটাকে কেউ ভালো চোখে দেখে না । কিন্তু আমি অন্যভাবে ভাবি । দুপুরে তিন ঘণ্টা ভাত ঘুম চাই ! ঘুমিয়ে যে নজির গড়া যায় এই সাফল্য তার প্রমান । এতে আমি খুব খুশি ।"

বাবা ভাস্কর চক্রবর্তী বলেন, "শুনেছি যে ঘুমিয়ে থাকে তাঁর ভাগ্যও নাকি ঘুমিয়ে থাকে । কিন্তু ভাবিনি এই চরম প্রতিযোগিতার যুগে স্রেফ ঘুমিয়েও পুরস্কার জেতা যায় । আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ । ছোটবেলা থেকেই ঘুমের একটা নেশা ছিল ওর । কিন্তু সমস্ত কাজ ঠিক সময় করত । এতে আমরা খুব খুশি ।"

Last Updated : Sep 5, 2022, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.