খানাকুল (হুগলি), 2 নভেম্বর: কখনও যুবতীর সঙ্গে চটুল নাচ৷ আবার কখনও ব্যান্ড বাজনার তালে তালে টাকা উড়িয়ে বিতরণ । হুগলির খানাকুলের এক যুব তৃণমূল (Trinamool Congress) নেতার এমনই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে ৷ শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুলের বালিপুর এলাকার দাপুটে যুব তৃণমূল নেতা শেখ সাকিম । বর্তমানে আরামবাগের সাংসদ তৃণমূলের অপরূপা পোদ্দারের খুব ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত এলাকায় । তাঁরাই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই তৃণমূল নেতা ব্যান্ডপার্টির সঙ্গে 500 টাকার বান্ডিল হাতে নিয়ে নাচছেন ৷ আর নাচতে নাচতে টাকা ওড়াচ্ছেন ৷ অন্য একটি ভিডিয়োতে তাঁকে এক যুবতীর সঙ্গে চটুল গানে নাচতেও দেখা যাচ্ছে ৷ যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি এলাকায় একটি বাঁশের সেতু উদ্বোধন করা হয় । সেই সেতুর ক্ষমতার রাশ যায় সাকিমের হাতে । তার পরেই এই ভিডিয়ো ভাইরাল হয় ।
বিজেপির (BJP) রাজ্য সম্পাদক তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘‘এলাকায় দুর্নীতি, তোলাবাজি ও লুটপাট করা টাকা এই ভাবে তাঁর অনুগামীদের বিলি করছে । এমনকি এলাকার একাধিক ফেরি ঘাট ও বাঁশের ব্রিজ থেকে ওই নেতা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে । আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকেও (TMC MP Aparupa Poddar) নারদা কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে ৷ আর তাঁর ঘনিষ্ঠ নেতারা এই ধরনের সাধারণ মানুষের টাকা নয়ছয় করবে, তা স্বাভাবিক । তাবে কার টাকা, কোথা থেকে এল এতো টাকা, এর সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক ৷’’
যদিও ওই তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনও মন্তব্য করতে চাননি । তবে এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে প্রশ্ন করা হলে, পুরোপুরি প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, ‘‘আমি ভিডিয়ো দেখিনি । আমাদের দলে সবাই ঘনিষ্ঠ । বিজেপির মতো আমাদের অনেক লবি নেই ৷ আমাদের লবি একটাই । বিজেপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে সব সময় ।’’
আরও পড়ুন: 'কোনদিন বলবেন সিপিএম আমায় মুখ্যমন্ত্রী বানিয়েছে', মমতার সিঙ্গুর মন্তব্যে কটাক্ষ লকেটের