ETV Bharat / state

নিরাপত্তা নেই কর্মীদের, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে শাহকে চিঠি লকেটের - নিরাপত্তারক্ষী প্রত্যাহারের আবেদনে শাহকে চিঠি লকেটের

কেন্দ্রের নিরাপত্তারক্ষী ছাড়ার জন্য অমিত শাহকে চিঠি লিখলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ কারণ হিসাবে জানান, তিনি যাঁদের প্রতিনিধিত্ব করছেন তাঁদের নিরাপত্তা দিতে পারছেন না ৷ প্রত্যহ আক্রান্ত হচ্ছেন তাঁরা ৷ মার খাচ্ছেন ৷ মহিলারাও আক্রান্ত হচ্ছেন ৷ এমনকি গর্ভবতীরাও বাদ যাচ্ছেন না ৷ তাই নিজে নিরাপত্তারক্ষী নিয়ে তাঁদের সঙ্গে দেখা করতে যাওয়া তাঁর পক্ষে মানবিক জায়গা থেকে সম্ভব নয় ৷ তাই এই সিদ্ধান্ত ৷ সংবাদমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া একটি ভিডিয়ো বার্তাতেও শনিবার এসব কথা জানালেন লকেট ৷

নিরাপত্তারক্ষী প্রত্যাহারের আবেদনে শাহকে চিঠি লকেটের
নিরাপত্তারক্ষী প্রত্যাহারের আবেদনে শাহকে চিঠি লকেটের
author img

By

Published : May 23, 2021, 9:56 PM IST

হুগলি, 23 মে : নিজের নিরাপত্তারক্ষী প্রত্যাহারের জন্য অমিত শাহকে চিঠি লিখলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ কারণ যাঁদের প্রতিনিধিত্ব করছেন তাঁদের নিরাপত্তা দিতে পারছেন না ৷ এই অবস্থায় নিজে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াবেন তা হয় না ৷ নিরাপত্তারক্ষীদের নিয়ে সেইসব আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন কী করে ? তাই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আর্জি জানিয়েছেন বলে জানালেন লকেট ৷

শনিবার সংবাদমাধ্যমের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তায় লকেট নিরাপত্তরক্ষী প্রত্যাহারের আবেদন সম্পর্কে বলেন, "2 মে ফল ঘোষণা হওয়ার পর থেকে বিজেপির ওপর অত্যাচার চলছে রাজ্যজুড়ে । কত বিজেপি কর্মী মারা গিয়েছেন ৷ গ্রামে গ্রামে মহিলারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন । এমনকি গর্ভবতী মহিলাদেরকেও মারধর করা হচ্ছে ৷ এরপরও একজন মহিলা হিসাবে নিরাপত্তারক্ষী নিয়ে থাকব । তাঁদের পাশে কী করে দাঁড়াব ? মানবিক দিক দিয়ে এটা আমি মেনে নিতে পারছি না ।"

নিরাপত্তারক্ষী প্রত্যাহারের আবেদনে শাহকে চিঠি দেওয়ার কারণ ভিডিয়ো বার্তায় জানালেন লকেট ৷

লকেট বলেন, "আগে আমার এত নিরাপত্তারক্ষী ছিল না । নির্বাচনের আগে ওয়াই ক্যাটাগরি দেওয়া হয়েছিল । ফল ঘোষণা হওয়ার পর থেকে চারিদিকে অত্যাচার দেখে আমার মনে হয়েছে যে আমি মহিলাদের নিরাপত্তা দিতে পারছি না । আমি নিরাপত্তা নিয়ে কী করব ? আমি সাংসদ হয়েছিলাম মানুষের কাজ করার জন্য । এমনকি প্রসূতি মহিলারা অত্যাচার থেকে বাদ যাচ্ছে না । প্রচুর আক্রান্ত মহিলা এখনও বাড়ি ফেরেননি । দিনের পর দিন নিজের বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে অন্য জায়গায় আছেন । অনেকের কাছে মোবাইল পর্যন্ত নেই । আমি তাঁদের কাছে মুখ দেখতে পারছি না । আগে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করি ৷ তারপর আমি নিরাপত্তা নেব ।" তাই স্বরাষ্ট্র দফতরে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন লকেট ৷

আরও পড়ুন : যশ নিয়ে একাধিক নির্দেশ মোদির, ত্রাণ-উদ্ধারে তৈরি বাহিনী

হুগলি, 23 মে : নিজের নিরাপত্তারক্ষী প্রত্যাহারের জন্য অমিত শাহকে চিঠি লিখলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ কারণ যাঁদের প্রতিনিধিত্ব করছেন তাঁদের নিরাপত্তা দিতে পারছেন না ৷ এই অবস্থায় নিজে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াবেন তা হয় না ৷ নিরাপত্তারক্ষীদের নিয়ে সেইসব আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন কী করে ? তাই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আর্জি জানিয়েছেন বলে জানালেন লকেট ৷

শনিবার সংবাদমাধ্যমের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তায় লকেট নিরাপত্তরক্ষী প্রত্যাহারের আবেদন সম্পর্কে বলেন, "2 মে ফল ঘোষণা হওয়ার পর থেকে বিজেপির ওপর অত্যাচার চলছে রাজ্যজুড়ে । কত বিজেপি কর্মী মারা গিয়েছেন ৷ গ্রামে গ্রামে মহিলারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন । এমনকি গর্ভবতী মহিলাদেরকেও মারধর করা হচ্ছে ৷ এরপরও একজন মহিলা হিসাবে নিরাপত্তারক্ষী নিয়ে থাকব । তাঁদের পাশে কী করে দাঁড়াব ? মানবিক দিক দিয়ে এটা আমি মেনে নিতে পারছি না ।"

নিরাপত্তারক্ষী প্রত্যাহারের আবেদনে শাহকে চিঠি দেওয়ার কারণ ভিডিয়ো বার্তায় জানালেন লকেট ৷

লকেট বলেন, "আগে আমার এত নিরাপত্তারক্ষী ছিল না । নির্বাচনের আগে ওয়াই ক্যাটাগরি দেওয়া হয়েছিল । ফল ঘোষণা হওয়ার পর থেকে চারিদিকে অত্যাচার দেখে আমার মনে হয়েছে যে আমি মহিলাদের নিরাপত্তা দিতে পারছি না । আমি নিরাপত্তা নিয়ে কী করব ? আমি সাংসদ হয়েছিলাম মানুষের কাজ করার জন্য । এমনকি প্রসূতি মহিলারা অত্যাচার থেকে বাদ যাচ্ছে না । প্রচুর আক্রান্ত মহিলা এখনও বাড়ি ফেরেননি । দিনের পর দিন নিজের বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে অন্য জায়গায় আছেন । অনেকের কাছে মোবাইল পর্যন্ত নেই । আমি তাঁদের কাছে মুখ দেখতে পারছি না । আগে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করি ৷ তারপর আমি নিরাপত্তা নেব ।" তাই স্বরাষ্ট্র দফতরে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন লকেট ৷

আরও পড়ুন : যশ নিয়ে একাধিক নির্দেশ মোদির, ত্রাণ-উদ্ধারে তৈরি বাহিনী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.