জিরাট, 24 অগস্ট: বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেননি ৷ তাই ধারালো অস্ত্র দিয়ে বাবা এবং সৎ মায়ের শ্বাসনালী কেটে দিলেন ছেলে (Old Couple Stab By Their Son in Hooghly) ! ঘটনায় বছর 65’র চন্দকান্ত সাহার মৃ্ত্যু হয়েছে (Man Kills Father) ৷ তাঁর স্ত্রী অঞ্জনা সাহা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ হুগলি বলাগড়ে জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা ৷ অভিযুক্ত নীলকান্ত সাহাকে পুলিশ গ্রেফতার করেছে (Hooghly Murder Case)৷
পুলিশ সূত্রে খবর, চন্দকান্ত সাহার প্রথম স্ত্রী 10 বছর আগে মারা যান ৷ কয়েকমাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন ৷ স্ত্রী অঞ্জনা সাহাকে নিয়ে তিনি গত 1 অগস্ট বলাগড়ের জিরাটে রামকৃষ্ণ সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতে ভাড়া আসেন ৷ কিন্তু, ছেলে নীলকান্ত সাহা, বাবার এই বিয়ে মেনে নিতে পারেননি বলে দাবি ৷ তাই বাবা এবং সৎ মায়ের সঙ্গেও তিনি থাকতেন না ৷ ডায়মন্ড হারবারে শ্বশুর বাড়িতে থাকেন নীলকান্ত ৷ মঙ্গলবার তিনি বলাগড়ে বাবা এবং সৎ মায়ের কাছে যান ৷ সেখানে পৌঁছে চরম অশান্তি শুরু করেন ৷
অভিযোগ, রাত 10টা নাগাদ অশান্তি চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে চন্দকান্ত এবং তাঁর স্ত্রীর গলায় কোপ মারেন নীলকান্ত (Murder Case) ৷ এর পর সেখান থেকে পালিয়ে যান তিনি ৷ পরে স্থানীয়রা এসে তাঁদের উদ্ধার করে বলাগড় আহমেদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ সেখানে চন্দকান্ত সাহাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ অঞ্জনা সাহাকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ৷ পাশাপাশি, স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷
আরও পড়ুন: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর
পুলিশ নীলকান্ত সাহাকে বলাগড় স্টেশন থেকে গ্রেফতার করেছে ৷ তবে, কেন এভাবে নিজের বাবা এবং সৎ মাকে তিনি খুন করলেন, তা জানতে নীলকান্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তদন্তকারীদের অনুমান, এই নৃশংস ঘটনার পিছনে বিষয়-আশয়ের ব্যাপার থাকতে পারে ৷ তবে, অন্যান্য সবদিক পুলিশ খতিয়ে দেখছে ৷ এ নিয়ে বাড়ির মালিক রামকৃষ্ণ সাহা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে দেখেন, চন্দকান্ত এবং তাঁর ছেলের মধ্যে অশান্তি হচ্ছে ৷ আর তার কয়েক মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটে যায় বলে জানিয়েছেন রামকৃষ্ণ সাহা ৷