ETV Bharat / state

Primary Recruitment Scam: 2014 প্রাথমিক টেট সংক্রান্ত নথি সিবিআইকে দিলেন হুগলির প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান - primary tet

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে 2014 প্রাইমারি টেটের নথি তলব করেছিল সিবিআই ৷ সোমবার হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী সেইসব নথি সিবিআই দফতরে দিয়ে আসেন ৷

Etv Bharat
শিল্পা নন্দী
author img

By

Published : May 1, 2023, 10:53 PM IST

শিল্পা নন্দীর বক্তব্য

হুগলি, 1 মে: রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই ৷ সোমবার, 2014 প্রাথমিক টেট পরীক্ষার হুগলি জেলার নথি কলকাতার নিজাম প্যালেসে জমা দেওয়া হল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে ৷ নিজাম প্যালেসে যান হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী । তিনি ওই নথি জমা দিয়ে আসেন ৷

যদিও ঠিক কী কী নথি জমা দেওয়া হয়েছে তা বলতে চাননি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ৷ তিনি জানিয়েছেন, বিষয়টি বিচারাধীন তাই কিছু বলবেন না ৷ তবে 2014 সালের টেট পরীক্ষার যে সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র সিবিআই চেয়ে পাঠিয়েছিল তা দিয়ে আসা হয়েছে ৷ উল্লেখ্য, 2014 প্রাথমিক টেটের নথি রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চেয়ে পাঠায় সিবিআই ৷ সেই মতো পর্ষদের তরফে সমস্ত জেলার প্রাথমিক শিক্ষা সংসদের কাছে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ এদিন হুগলি জেলার নথি জমা দেওয়ার তারিখ ছিল ৷

হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী জানিয়েছেন, এর আগেও বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে ছিল সিবিআই, সেগুলিও দিয়ে আসা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, এদিন সিবিআই তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করেনি, পরবর্তীকালে তাঁকে ফের যেতে হবে কি না সেই বিষয়েও কাছু জানানো হয়নি ৷ ডাকা হলে তিনি আবার যাবেন বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ৷

তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷ বিজেপির হুগলির জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, "চোরের মায়ের বড় গলা । আজ নিজাম প্যালেসে ডেকেছে । আসতে আসতে দেখতে থাকুন কে টাকা নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে, কীভাবে নিয়ে সব বেরিয়ে আসবে । এদের কোন লজ্জা নেই । কিছু কিছু মানুষ রাজনীতি করে নিজেদের পকেট ভরানোর জন্য ।" যদিও 2014 সালে যেই সময়ে এই নিয়োগ পরীক্ষা হয়েছিল সেই সময় শিল্পা নন্দী জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন না । সেই সময় চেয়ারম্যান ছিলেন নির্মলেন্দু অধিকারী ।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে প্রার্থীদের ডিগ্রি পরিবর্তনের সুযোগ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

শিল্পা নন্দীর বক্তব্য

হুগলি, 1 মে: রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই ৷ সোমবার, 2014 প্রাথমিক টেট পরীক্ষার হুগলি জেলার নথি কলকাতার নিজাম প্যালেসে জমা দেওয়া হল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে ৷ নিজাম প্যালেসে যান হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী । তিনি ওই নথি জমা দিয়ে আসেন ৷

যদিও ঠিক কী কী নথি জমা দেওয়া হয়েছে তা বলতে চাননি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ৷ তিনি জানিয়েছেন, বিষয়টি বিচারাধীন তাই কিছু বলবেন না ৷ তবে 2014 সালের টেট পরীক্ষার যে সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র সিবিআই চেয়ে পাঠিয়েছিল তা দিয়ে আসা হয়েছে ৷ উল্লেখ্য, 2014 প্রাথমিক টেটের নথি রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চেয়ে পাঠায় সিবিআই ৷ সেই মতো পর্ষদের তরফে সমস্ত জেলার প্রাথমিক শিক্ষা সংসদের কাছে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ এদিন হুগলি জেলার নথি জমা দেওয়ার তারিখ ছিল ৷

হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী জানিয়েছেন, এর আগেও বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে ছিল সিবিআই, সেগুলিও দিয়ে আসা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, এদিন সিবিআই তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করেনি, পরবর্তীকালে তাঁকে ফের যেতে হবে কি না সেই বিষয়েও কাছু জানানো হয়নি ৷ ডাকা হলে তিনি আবার যাবেন বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ৷

তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷ বিজেপির হুগলির জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, "চোরের মায়ের বড় গলা । আজ নিজাম প্যালেসে ডেকেছে । আসতে আসতে দেখতে থাকুন কে টাকা নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে, কীভাবে নিয়ে সব বেরিয়ে আসবে । এদের কোন লজ্জা নেই । কিছু কিছু মানুষ রাজনীতি করে নিজেদের পকেট ভরানোর জন্য ।" যদিও 2014 সালে যেই সময়ে এই নিয়োগ পরীক্ষা হয়েছিল সেই সময় শিল্পা নন্দী জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন না । সেই সময় চেয়ারম্যান ছিলেন নির্মলেন্দু অধিকারী ।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে প্রার্থীদের ডিগ্রি পরিবর্তনের সুযোগ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.