ETV Bharat / state

উনি থ্রি এক্স রামের ভক্ত, নাম না করে অমর্ত্যকে কটাক্ষ দিলীপের - Bangladesh

নাম না করে দিলীপ ঘোষ বলেন, " তিনি বিদেশে থাকেন, বিদেশের জল খান, বিদেশে বিয়ে করেন, সুখে-দুঃখে থাকেন । তাহলে আমাদের সুখ দুঃখ তিনি কী বুঝবেন ? তিনি রামের মাহাত্ম্য কী বুঝবেন ? "

দিলীপ ঘোষ
author img

By

Published : Jul 8, 2019, 6:37 AM IST

Updated : Jul 8, 2019, 8:06 AM IST

গোঘাট, 8 জুলাই : জয় শ্রীরাম বাংলার সংস্কৃতি নয়, এটা নতুন আমদানি হয়েছে বলে কয়েকদিন আগে রাজ্য BJP-কে কটাক্ষ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । ইতিমধ্যে এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । গতকাল ফের নাম না করে অমর্ত্য সেনকে ব্যক্তিগত আক্রমণ করলেন তিনি । বলেন, "উনি থ্রি এক্স রামের ভক্ত । রামের মাহাত্ম্য কী বুঝবেন ? "

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

গতকাল গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রোড শো করেন দিলীপ ঘোষ । সঙ্গে ছিলেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, দলের আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ একাধিক নেতা । রোড শো শেষে কামারপুকুর চটিতে জনসভা করেন দিলীপ । সেখানে অর্মত্য সেনের নাম না করে তাঁকে কটাক্ষ করে বলেন, "আমাদের বাংলায় একজন মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন । শুনেছেন ? তিনি বেঁচে আছেন । কে বলুন তো ? " BJP কর্মী-সমর্থকরা সমস্বরে বলেন অর্মত্য সেন । এরপরই দিলীপ বলেন, "তিনি বেশিরভাগ সময় বিদেশেই থাকেন । ওখানেই বিয়ে করেছেন, ওখানেই থেকেছেন । আমাদের দেশে নাকি খুব কষ্ট । মাঝেমধ্যে দেখতে আসেন আমরা বেঁচে আছি কি না । তিনি সেদিন কলকাতায় বলেছেন, পশ্চিমবাংলার স্লোগান জয় শ্রীরাম নয় । তাহলে কোন পশ্চিমবাংলায় আপনি থাকেন ? শুনুন, পশ্চিমবঙ্গে মায়েরা-বোনেরা-বাচ্চারা গ্রামেগঞ্জে জয় শ্রীরাম বলছেন । তিনি বিদেশে থাকেন, বিদেশের জল খান, বিদেশে বিয়ে করেন, সুখে-দুঃখে থাকেন । তাহলে আমাদের সুখ দুঃখ তিনি কী বুঝবেন ? তিনি রামের মাহাত্ম্য কী বুঝবেন ? তিনি তো থ্রি এক্স রামের ভক্ত । তিনি বুঝতে পারবেন না । যারা থ্রি এক্স রামের ভক্ত তাঁরা রামের মহিমা বুঝবেন না । আমরা জয় শ্রীরামের ভক্ত । ওরা থ্রি এক্স রামের ভক্ত । তাই বুঝতে পারছেন না। "

  • T Roy, Meghalaya Gov on Amartya Sen's comment 'Jai Sri Ram has no association with Bengali culture': Are Ramrajatala & Serampore in Bengal or somewhere else?Don't we say Ram-Ram when we are scared of ghosts? He won a Nobel Prize in economics, he should stick to his subject. (7.7) pic.twitter.com/kjzeNO99i0

    — ANI (@ANI) July 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরাম ইদানিং আমদানি করা হয়েছে : অমর্ত্য সেন

সভায় তৃণমূল কংগ্রেসকেও একহাত নেন দিলীপ । তৃণমূলের জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করেন । বলেন, "বাংলাদেশ যখন স্বাধীন হল, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করল, তখন তারা বলেছিল জয় বাংলা । বাংলাদেশে থেকে স্লোগানটাও নিয়ে আসছে । হিরো-হিরোইন নিয়ে আসছে । রোহিঙ্গা, অনুপ্রবেশকারী ভোটার নিয়ে আসছে । আর কী আনবে ? বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে ।"

এই সংক্রান্ত আরও খবর : অমর্ত্য সেনের পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে কি ? প্রশ্ন দিলীপের

অন্যদিকে, অর্মত্য সেনকে কটাক্ষ করতে ছাড়েননি মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও । তিনি বলেন, "রামরাজাতলা বা শ্রীরামপুর কি বাংলায় রয়েছে নাকি অন্যত্র ? ভূতের ভয়ে কি বাঙালিরা রাম-রাম বলে না ? উনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন । সেই বিষয়েই নিজেকে সীমাবদ্ধ রাখা উচিত ।"

গোঘাট, 8 জুলাই : জয় শ্রীরাম বাংলার সংস্কৃতি নয়, এটা নতুন আমদানি হয়েছে বলে কয়েকদিন আগে রাজ্য BJP-কে কটাক্ষ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । ইতিমধ্যে এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । গতকাল ফের নাম না করে অমর্ত্য সেনকে ব্যক্তিগত আক্রমণ করলেন তিনি । বলেন, "উনি থ্রি এক্স রামের ভক্ত । রামের মাহাত্ম্য কী বুঝবেন ? "

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

গতকাল গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রোড শো করেন দিলীপ ঘোষ । সঙ্গে ছিলেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, দলের আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ একাধিক নেতা । রোড শো শেষে কামারপুকুর চটিতে জনসভা করেন দিলীপ । সেখানে অর্মত্য সেনের নাম না করে তাঁকে কটাক্ষ করে বলেন, "আমাদের বাংলায় একজন মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন । শুনেছেন ? তিনি বেঁচে আছেন । কে বলুন তো ? " BJP কর্মী-সমর্থকরা সমস্বরে বলেন অর্মত্য সেন । এরপরই দিলীপ বলেন, "তিনি বেশিরভাগ সময় বিদেশেই থাকেন । ওখানেই বিয়ে করেছেন, ওখানেই থেকেছেন । আমাদের দেশে নাকি খুব কষ্ট । মাঝেমধ্যে দেখতে আসেন আমরা বেঁচে আছি কি না । তিনি সেদিন কলকাতায় বলেছেন, পশ্চিমবাংলার স্লোগান জয় শ্রীরাম নয় । তাহলে কোন পশ্চিমবাংলায় আপনি থাকেন ? শুনুন, পশ্চিমবঙ্গে মায়েরা-বোনেরা-বাচ্চারা গ্রামেগঞ্জে জয় শ্রীরাম বলছেন । তিনি বিদেশে থাকেন, বিদেশের জল খান, বিদেশে বিয়ে করেন, সুখে-দুঃখে থাকেন । তাহলে আমাদের সুখ দুঃখ তিনি কী বুঝবেন ? তিনি রামের মাহাত্ম্য কী বুঝবেন ? তিনি তো থ্রি এক্স রামের ভক্ত । তিনি বুঝতে পারবেন না । যারা থ্রি এক্স রামের ভক্ত তাঁরা রামের মহিমা বুঝবেন না । আমরা জয় শ্রীরামের ভক্ত । ওরা থ্রি এক্স রামের ভক্ত । তাই বুঝতে পারছেন না। "

  • T Roy, Meghalaya Gov on Amartya Sen's comment 'Jai Sri Ram has no association with Bengali culture': Are Ramrajatala & Serampore in Bengal or somewhere else?Don't we say Ram-Ram when we are scared of ghosts? He won a Nobel Prize in economics, he should stick to his subject. (7.7) pic.twitter.com/kjzeNO99i0

    — ANI (@ANI) July 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরাম ইদানিং আমদানি করা হয়েছে : অমর্ত্য সেন

সভায় তৃণমূল কংগ্রেসকেও একহাত নেন দিলীপ । তৃণমূলের জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করেন । বলেন, "বাংলাদেশ যখন স্বাধীন হল, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করল, তখন তারা বলেছিল জয় বাংলা । বাংলাদেশে থেকে স্লোগানটাও নিয়ে আসছে । হিরো-হিরোইন নিয়ে আসছে । রোহিঙ্গা, অনুপ্রবেশকারী ভোটার নিয়ে আসছে । আর কী আনবে ? বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে ।"

এই সংক্রান্ত আরও খবর : অমর্ত্য সেনের পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে কি ? প্রশ্ন দিলীপের

অন্যদিকে, অর্মত্য সেনকে কটাক্ষ করতে ছাড়েননি মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও । তিনি বলেন, "রামরাজাতলা বা শ্রীরামপুর কি বাংলায় রয়েছে নাকি অন্যত্র ? ভূতের ভয়ে কি বাঙালিরা রাম-রাম বলে না ? উনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন । সেই বিষয়েই নিজেকে সীমাবদ্ধ রাখা উচিত ।"

Last Updated : Jul 8, 2019, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.