ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মাথা মুড়িয়ে অবস্থান বিক্ষোভ হরিপাল বিধায়কের - Haripal MLA Becharam Manna

কোরোনা মোকাবিলায় রাজ্যকে একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনা করেছে ৷ তারই বিরুদ্ধে আজ মাথা মুড়িয়ে অবস্থান বিক্ষোভ করেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না ।

Hooghly
হুগলি
author img

By

Published : Apr 27, 2020, 9:43 PM IST

Updated : Apr 28, 2020, 9:53 AM IST

হুগলি , 27 এপ্রিল : কোরোনা মোকাবিলায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মাথা মুড়িয়ে কৃষি জমিতে অবস্থান বিক্ষোভ করলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না । আজ সিঙ্গুরের রতন পুর এলাকার কৃষি জমিতে কয়েকজন কৃষককে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান বিক্ষোভ করেন তিনি । সকলেই মাথা মুড়িয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন ।মূলত , কোরোনা মোকাবিলায় রাজ্যকে একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনা করেছে ৷ তারই বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভ বলে জানান বিধায়ক ।

বিধায়ক বলেন , "এরাজ্যে যেভাবে স্বাস্থ্য কর্মী থেকে পুলিশ প্রশাসনের কর্মীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সেখানে অন্য রাজ্যের তুলনায় এরাজ্যে কোরোনা ভাইরাসের আক্রমণ কম । আর এই কৃতিত্বের একমাত্র দাবিদার মমতা বন্দ্যোপাধ্যায় । আর ঠিক এই সময় কেন্দ্র বিভিন্ন দিক থেকে রাজ্যকে বঞ্চিত করছে । রাজ্যের একাধিক পাওনা থেকে বঞ্চিত করছে ৷ স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ করছে না কেন্দ্র । কৃষকদের জন্য কোনওরকম প্যাকেজ ঘোষণা করেছে না কেন্দ্রীয় সরকার । এরাজ্য সহ অন্যান্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য কোনও ব্যবস্থাই নিচ্ছে না কেন্দ্র ৷ এমনকী , তাঁদের উদ্ধারেরও কোনও ব্যবস্থা করছে না কেন্দ্র সরকার । অন্যদিকে প্রধান মন্ত্রী বৈদিক মুনি ঋষিদের মত বুলি আউরে চলেছেন ।"

বেচারাম মান্নার বিক্ষোভ...

তিনি আরও বলেন , "এরাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে রাজ্যকে অপদস্থ করার চেষ্টা করছে কেন্দ্র সরকার । সেই কারণেই তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেত মজদুর সেলের পক্ষ থেকে মাঠে নেমে মাথা ন্যাড়া করে প্রতীকী আন্দোলন কর্মসূচি করছি । এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে আহ্বান জানাচ্ছি ।"

হুগলি , 27 এপ্রিল : কোরোনা মোকাবিলায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মাথা মুড়িয়ে কৃষি জমিতে অবস্থান বিক্ষোভ করলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না । আজ সিঙ্গুরের রতন পুর এলাকার কৃষি জমিতে কয়েকজন কৃষককে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান বিক্ষোভ করেন তিনি । সকলেই মাথা মুড়িয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন ।মূলত , কোরোনা মোকাবিলায় রাজ্যকে একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনা করেছে ৷ তারই বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভ বলে জানান বিধায়ক ।

বিধায়ক বলেন , "এরাজ্যে যেভাবে স্বাস্থ্য কর্মী থেকে পুলিশ প্রশাসনের কর্মীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সেখানে অন্য রাজ্যের তুলনায় এরাজ্যে কোরোনা ভাইরাসের আক্রমণ কম । আর এই কৃতিত্বের একমাত্র দাবিদার মমতা বন্দ্যোপাধ্যায় । আর ঠিক এই সময় কেন্দ্র বিভিন্ন দিক থেকে রাজ্যকে বঞ্চিত করছে । রাজ্যের একাধিক পাওনা থেকে বঞ্চিত করছে ৷ স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ করছে না কেন্দ্র । কৃষকদের জন্য কোনওরকম প্যাকেজ ঘোষণা করেছে না কেন্দ্রীয় সরকার । এরাজ্য সহ অন্যান্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য কোনও ব্যবস্থাই নিচ্ছে না কেন্দ্র ৷ এমনকী , তাঁদের উদ্ধারেরও কোনও ব্যবস্থা করছে না কেন্দ্র সরকার । অন্যদিকে প্রধান মন্ত্রী বৈদিক মুনি ঋষিদের মত বুলি আউরে চলেছেন ।"

বেচারাম মান্নার বিক্ষোভ...

তিনি আরও বলেন , "এরাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে রাজ্যকে অপদস্থ করার চেষ্টা করছে কেন্দ্র সরকার । সেই কারণেই তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেত মজদুর সেলের পক্ষ থেকে মাঠে নেমে মাথা ন্যাড়া করে প্রতীকী আন্দোলন কর্মসূচি করছি । এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে আহ্বান জানাচ্ছি ।"

Last Updated : Apr 28, 2020, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.