ETV Bharat / state

Poster Against TMC Leaders : বালি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়েছেন তৃণমূলের নেতারা ? পুরশুড়ায় পোস্টার ঘিরে চাঞ্চল্য - আরামবাগ লোকসভার খবর

আরামবাগ লোকসভা এলাকায় তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে হাত মেলানোর অভিযোগ (Hand Written Poster Against TMC Leaders of Arambag) ৷ যে পোস্টারকে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে দাবি করেছে বিজেপি ৷ যদিও, পাল্টা তৃণমূলের তরফে পুরোটাই বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে ৷

Arambag News
আরামবাগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার
author img

By

Published : Apr 27, 2022, 12:01 PM IST

আরাগমবাগ, 27 এপ্রিল : আরামবাগের পুরশুড়ায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে হাতে লেখা পোস্টারকে ঘিরে বিতর্ক (Hand Written Poster Against TMC Leaders of Arambag) ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটের টিকিট পেতে অসীমা পাত্র এবং মানস মজুমদারে মধ্যে লড়াই চলছে ৷ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে হাত মেলানোর অভিযোগও করা হয়েছে ৷ যদিও, পুরো বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার ৷

তবে, পোস্টারে শুধু অসীমা পাত্র এবং মানস মজুমদারের নাম নয় ৷ রয়েছে হুগলি তৃণমূলের ভারপ্রাপ্ত নেতা দিলীপ যাদবের নাম ৷ তাঁর বিরুদ্ধে পুরো বালি মাফিয়া এবং অসীমা পাত্রদের সঙ্গে সহযোগিতা করার অভিযোগ করা হয়েছে ৷ পাশাপাশি, স্নেহাশিস চক্রবর্তী এবং রমেন্দু সিংহ রায়ের নাও জুড়ে দেওয়া হয়েছে ৷ একসঙ্গে এতজন তৃণমূল নেতার বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে ওঠা বসা এবং লোকসভার টিকিটের জন্য লড়াইয়ের অভিযোগে অস্বস্তিতে শাসকদল ৷

যদিও পুরো বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার ৷ তিনি দাবি করেছেন, নেতাদের মদতে বালি কারবার হয় না ৷ সরকারকে রয়্যালটি দিয়ে বালি তোলা হয় ৷ এখানে কোনও নেতার ক্ষমতা নেই ৷ এ নিয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারও পুরো বিষয়টিকে গেরুয়া শিবিরের চক্রান্ত বলে দাবি করেছেন ৷ তাঁর কথায়, পঞ্চায়েত ভোট আসছে ৷ তার আগে শাসকদলের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করা হচ্ছে ৷

আরাগমবাগে তৃণমূলের একাংশ নেতার বিরুদ্ধে পড়েছে পোস্টার

আরও পড়ুন : Cooch Behar TMC : কোর কমিটি গঠনে সুব্রত বক্সীর চিঠির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জেলা তৃণমূলের চেয়ারম্যানের

যদিও, বিজেপি এমন কোনও চক্রান্তের সঙ্গে জড়িত নয় বলে বিরোধী দলের তরফে পাল্টা দাবি করা হয়েছে ৷ এই পোস্টার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই পড়েছে বলে জেলা বিজেপির তরফে দাবি করা হয়েছে ৷

আরাগমবাগ, 27 এপ্রিল : আরামবাগের পুরশুড়ায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে হাতে লেখা পোস্টারকে ঘিরে বিতর্ক (Hand Written Poster Against TMC Leaders of Arambag) ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটের টিকিট পেতে অসীমা পাত্র এবং মানস মজুমদারে মধ্যে লড়াই চলছে ৷ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে হাত মেলানোর অভিযোগও করা হয়েছে ৷ যদিও, পুরো বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার ৷

তবে, পোস্টারে শুধু অসীমা পাত্র এবং মানস মজুমদারের নাম নয় ৷ রয়েছে হুগলি তৃণমূলের ভারপ্রাপ্ত নেতা দিলীপ যাদবের নাম ৷ তাঁর বিরুদ্ধে পুরো বালি মাফিয়া এবং অসীমা পাত্রদের সঙ্গে সহযোগিতা করার অভিযোগ করা হয়েছে ৷ পাশাপাশি, স্নেহাশিস চক্রবর্তী এবং রমেন্দু সিংহ রায়ের নাও জুড়ে দেওয়া হয়েছে ৷ একসঙ্গে এতজন তৃণমূল নেতার বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে ওঠা বসা এবং লোকসভার টিকিটের জন্য লড়াইয়ের অভিযোগে অস্বস্তিতে শাসকদল ৷

যদিও পুরো বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার ৷ তিনি দাবি করেছেন, নেতাদের মদতে বালি কারবার হয় না ৷ সরকারকে রয়্যালটি দিয়ে বালি তোলা হয় ৷ এখানে কোনও নেতার ক্ষমতা নেই ৷ এ নিয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারও পুরো বিষয়টিকে গেরুয়া শিবিরের চক্রান্ত বলে দাবি করেছেন ৷ তাঁর কথায়, পঞ্চায়েত ভোট আসছে ৷ তার আগে শাসকদলের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করা হচ্ছে ৷

আরাগমবাগে তৃণমূলের একাংশ নেতার বিরুদ্ধে পড়েছে পোস্টার

আরও পড়ুন : Cooch Behar TMC : কোর কমিটি গঠনে সুব্রত বক্সীর চিঠির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জেলা তৃণমূলের চেয়ারম্যানের

যদিও, বিজেপি এমন কোনও চক্রান্তের সঙ্গে জড়িত নয় বলে বিরোধী দলের তরফে পাল্টা দাবি করা হয়েছে ৷ এই পোস্টার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই পড়েছে বলে জেলা বিজেপির তরফে দাবি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.