ETV Bharat / state

7 মাসের 2 শিশু কন্যার দুধের ব্যবস্থা গুপ্তিপাড়া পুলিশের - Guptipara police

যমজ কন্যার জন্য দুধ কিনতে পারছিলেন না দিনমজুর বাবা। খবর পেয়ে দুই শিশুর জন্য দুধের ব্যবস্থা করল গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশ।

Guptipara police provided milk twin daughters
গুপ্তিপাড়া পুলিশ
author img

By

Published : Apr 12, 2020, 9:13 PM IST

গুপ্তিপাড়া, 12 এপ্রিল: লকডাউনে এক দম্পতির সাত মাসের যমজ শিশু কন্যার দুধের ব্যবস্থা করল গুপ্তিপাড়া পুলিশ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে আয় উপায় বন্ধ হয়ে গিয়েছে নিম্নবিত্তের মানুষের। ওই যমজ শিশুর দুস্থ দিনমজুর বাবা কমল বিশ্বাসেরও একই অবস্থা। অর্থের অভাবে তিনি নিজের দুই শিশু কন্যার জন্য প্যাকেটজাত দুধ কিনতে পারছিলেন না। এমত অবস্থায় পাশে দাঁড়ালেন গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশকর্মীরা। গুপ্তিপাড়া ফাঁড়ির IC আশরাফ আলি মোল্লা ঘটনা জানতে পেরে নিজেই গাড়ি নিয়ে দুধ কিনে দিয়ে আসেন 7 মাসের তমালিকা ও অয়ন্তিকার জন্য। এইসঙ্গে ওই দুস্থ পরিবারের হাতে শিশুর পরিচর্যার বেশকিছু সামগ্রীও তুলে দেন IC আশরফ আলি মোল্লা।

পেশায় দিনমজুর কমল বিশ্বাসের বাড়ি বলাগড়ের চরকৃষ্ণবাটি ছোলারডাঙায়। মজুর খেটে কোনওরকমে সংসার চালাতেন। কিন্তু কোরোনা আর লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছে বর্তমানে। দিনের পর দিন বাড়িতে বসে কীভাবে পরিবারের জন্য অন্নের সংস্থান করবেন ভেবে পাচ্ছিলেন না। তার উপর রয়েছে দুই শিশু কন্যার দুধ ও ওষুধের বাড়তি চাহিদা। দুশ্চিন্তায় ঘুম হচ্ছিল না কমলবাবুর। এরই মধ্যে এমন অবস্থা দাঁড়ায়, যে দুধের সন্তানের জন্য দুধটুকু কিনতে পারছিলেন না তিনি।

সেই খবরই কানে যায় গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশকর্মীদের। ঘটনা জানতে পেরে IC আশরফ আলি মোল্লা নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে দুধ কিনে দিয়ে আসেন 7 মাসের তমালিকা ও অয়ন্তিকার জন্যে।

গুপ্তিপাড়া, 12 এপ্রিল: লকডাউনে এক দম্পতির সাত মাসের যমজ শিশু কন্যার দুধের ব্যবস্থা করল গুপ্তিপাড়া পুলিশ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে আয় উপায় বন্ধ হয়ে গিয়েছে নিম্নবিত্তের মানুষের। ওই যমজ শিশুর দুস্থ দিনমজুর বাবা কমল বিশ্বাসেরও একই অবস্থা। অর্থের অভাবে তিনি নিজের দুই শিশু কন্যার জন্য প্যাকেটজাত দুধ কিনতে পারছিলেন না। এমত অবস্থায় পাশে দাঁড়ালেন গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশকর্মীরা। গুপ্তিপাড়া ফাঁড়ির IC আশরাফ আলি মোল্লা ঘটনা জানতে পেরে নিজেই গাড়ি নিয়ে দুধ কিনে দিয়ে আসেন 7 মাসের তমালিকা ও অয়ন্তিকার জন্য। এইসঙ্গে ওই দুস্থ পরিবারের হাতে শিশুর পরিচর্যার বেশকিছু সামগ্রীও তুলে দেন IC আশরফ আলি মোল্লা।

পেশায় দিনমজুর কমল বিশ্বাসের বাড়ি বলাগড়ের চরকৃষ্ণবাটি ছোলারডাঙায়। মজুর খেটে কোনওরকমে সংসার চালাতেন। কিন্তু কোরোনা আর লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছে বর্তমানে। দিনের পর দিন বাড়িতে বসে কীভাবে পরিবারের জন্য অন্নের সংস্থান করবেন ভেবে পাচ্ছিলেন না। তার উপর রয়েছে দুই শিশু কন্যার দুধ ও ওষুধের বাড়তি চাহিদা। দুশ্চিন্তায় ঘুম হচ্ছিল না কমলবাবুর। এরই মধ্যে এমন অবস্থা দাঁড়ায়, যে দুধের সন্তানের জন্য দুধটুকু কিনতে পারছিলেন না তিনি।

সেই খবরই কানে যায় গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশকর্মীদের। ঘটনা জানতে পেরে IC আশরফ আলি মোল্লা নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে দুধ কিনে দিয়ে আসেন 7 মাসের তমালিকা ও অয়ন্তিকার জন্যে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.