পান্ডুয়া, 28 ডিসেম্বর : দলে যোগ না দিতে চাইলে মহিলাকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল পাণ্ডুয়া সরাই তিন্না পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে । আজ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখান । জিটি রোড প্রায় ঘণ্টা দেড়েক অবরোধ করা হয় । অবরোধের জেরে যানজট তৈরি হয় সেখানে । এনিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির তরজা ।
বিক্ষোভকারীদের বক্তব্য, গতকাল পাণ্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূলের সভায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রাখি কার্ড দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয় । সেখানে এক মহিলা প্রতিবাদ করায় তাঁকে মারধর ও হেনস্থা করা হয় বলে অভিযোগ । আজ তাই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সাধনা বালাকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।
আরও পড়ুন : কলকাতায় স্বাস্থ্যকর্মীদের পুলিশি হেনস্থার প্রতিবাদে ধিক্কার-সমাবেশ
তৃণমূলের ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় এবিষয়ে বলেন, "গতকাল যে কয়েক হাজার বাসিন্দা বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দেন তা দেখে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে । তাই তাঁরা দিশেহারা হয়ে রাস্তা অবরোধ করেছেন । কোনও মহিলাকে মারধর করা হয়নি । তৃণমূল যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকলে তৃণমূলের অফিস ঘেরাও করুক ।"
তিনি আরও বলেন, "জনগণকে কষ্ট দেওয়ার কোনও অধিকার তাদের কেউ দেয়নি । প্রয়োজনে তারা থানা ঘেরাও করুক, আমাদের নামে এফআইআর করুক যে আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছি । তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে বলেই তারা এসব করে মানুষের কাছে ফিরে আসতে চাইছে ।"
আরও পড়ুন : মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ পাণ্ডুয়ায়
বিজেপির হুগলি জেলা কমিটির সদস্য অশোক দত্ত বলেন , "এখানে বিজেপির কোনও বিষয় নয় । গোষ্ঠীর মহিলারাই পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছে । পান্ডুয়ায় তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, বিজেপির পায়ের তলার মাটি শক্ত আছে । তৃণমূল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা দলে যোগদান করাচ্ছে । 2021-এর বিধানসভা নির্বাচনে প্রমাণিত হয়ে যাবে কাদের পায়ের তলার মাটি সরে গেছে ।"