ETV Bharat / state

আত্মীয়দের মধ্যে ত্রাণ বিলির অভিযোগ আরান্ডির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে - যশ

ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রিপল, চাল ও ডাল এসেছিল তা পঞ্চায়েত প্রধান শেখ সোহারব হোসেন তাঁর আত্মীয়দের মধ্যে বিলিয়ে দিয়েছেন ৷ আর ঝড়ের পর থেকে কার্যত না খেতে পেয়ে অসহায় অবস্থায় পড়ে রয়েছেন সাধারণ মানুষ ৷

government reliefs are distributed to relatives allegation against panchayat pradhan of Arandi in hooghly
সরকারি ত্রাণ আত্মীয়দের মধ্যে বিলির অভিযোগ আরান্ডির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
author img

By

Published : May 28, 2021, 5:29 PM IST

আরামবাগ, 28 মে : ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের জন্য আসা সরকারি ত্রাণসামগ্রী নিজের আত্মীয় পরিজনদের মধ্যে বিলিয়ে দিয়েছেন আরামবাগের আরান্ডি 1নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সোহারব হোসেন ৷ সেই অভিযোগে আজ গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷ সেই সঙ্গে অন্যান্য গ্রামবাসীরাও বিক্ষোভে সামিল হন ৷

সরকারি ত্রাণ আত্মীয়দের মধ্যে বিলির অভিযোগ আরান্ডির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

আরও পড়ুন :30টি জায়গায় বাঁধ ভেঙে বানভাসি কুলতলি, ত্রাণ শিবিরে ঠাঁই নেই

অভিযোগ, ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রিপল, চাল ও ডাল এসেছিল তা পঞ্চায়েত প্রধান শেখ সোহারব হোসেন তাঁর আত্মীয়দের মধ্যে বিলিয়ে দিয়েছেন ৷ আর ঝড়ের পর থেকে কার্যত না খেতে পেয়ে, অসহায় অবস্থায় পড়ে রয়েছেন সাধারণ মানুষ ৷ শুধু ত্রাণ নিয়ে দুর্নীতি নয়, আরামবাগের আরান্ডি 1নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আরও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা ৷ এই ঘটনাকে কটাক্ষ করেছেন আরামবাগের বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ ৷

আরামবাগ, 28 মে : ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের জন্য আসা সরকারি ত্রাণসামগ্রী নিজের আত্মীয় পরিজনদের মধ্যে বিলিয়ে দিয়েছেন আরামবাগের আরান্ডি 1নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সোহারব হোসেন ৷ সেই অভিযোগে আজ গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷ সেই সঙ্গে অন্যান্য গ্রামবাসীরাও বিক্ষোভে সামিল হন ৷

সরকারি ত্রাণ আত্মীয়দের মধ্যে বিলির অভিযোগ আরান্ডির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

আরও পড়ুন :30টি জায়গায় বাঁধ ভেঙে বানভাসি কুলতলি, ত্রাণ শিবিরে ঠাঁই নেই

অভিযোগ, ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রিপল, চাল ও ডাল এসেছিল তা পঞ্চায়েত প্রধান শেখ সোহারব হোসেন তাঁর আত্মীয়দের মধ্যে বিলিয়ে দিয়েছেন ৷ আর ঝড়ের পর থেকে কার্যত না খেতে পেয়ে, অসহায় অবস্থায় পড়ে রয়েছেন সাধারণ মানুষ ৷ শুধু ত্রাণ নিয়ে দুর্নীতি নয়, আরামবাগের আরান্ডি 1নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আরও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা ৷ এই ঘটনাকে কটাক্ষ করেছেন আরামবাগের বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.