ETV Bharat / state

2019-এ ভালো কাজের ট্রেলার দেখেছি, 2020-তে পুরো ছবি দেখা বাকি : রাজ্যপাল - রাজ্যপাল

তিনি আরও বলেন ,"2019 এ রাজ্যে অনেক ভালো কাজ হয়েছে । উন্নতি হয়েছে বহুক্ষেত্রে । শিক্ষাক্ষেত্রে পশ্চিমবাংলা উন্নতি করেছে । যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় অনেকটা উপরে উঠে এসেছে । কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক খারাপ অবস্থাও দেখতে হয়েছে । রেলওয়ে স্টেশন জ্বালানো , সরকারি সম্পত্তি নষ্ট করা , এটা কখনোই কাম্য নয় । 2020 তে এরকম যেন না হয় । বাঙালি হিসেবে নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জির জন্য সারা দেশের নাম হয়েছে । সৌরভ গঙ্গোপাধ্যায় BCCI র অধ্যক্ষ হয়েছেন । এসব ভালো কাজ হয়েছে 2019 এ । ভালো কাজের জন্য 2019 এ ট্রেলার দেখেছি । 2020 তে তার পুরো ছবি দেখা বাকি ।"

image
রাজ্যপাল জগদীপ ধনকড়
author img

By

Published : Jan 1, 2020, 11:02 PM IST

বৈদ্যবাটি, 1 জানুয়ারি : হুগলিতে চলছে বৈদ্যবাটি উৎসব । এই উৎসবকে ঘিরে শুরু হয়েছে মেলা । আজ সেখানেই আসেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন," পশ্চিমবঙ্গের মতো শান্তিপূর্ণ ও সংস্কৃতির জায়গা ভারতে আর কোথাও নেই । "

রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত লেগেই আছে । কিছুদিন আগেই শিক্ষাব্যবস্থার আইন নিয়ে দায়ি করেছিলেন রাজ্যসরকারকে । আর আজ তাঁর অবস্থান থেকে সরে এসে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ বিদ্যাসাগর , বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান মনীষীদের জন্মস্থান । তাঁদের কথা মাথায় রেখে এই ভূমিতে শান্তি বজায় রাখতে হবে । তাই নতুন বছরে শুধু শান্তির প্রয়োজন । একে অপরের বিচার না মিললেও কেউ কারুর যেন শত্রু না হয়ে যায় । স্কুল কলেজের নব প্রজন্মের ছাত্রছাত্রীরা যদি 11টি সাংবিধানিক কর্তব্য মেনে চলে তাহলে পশ্চিমবাংলায় অশান্তি হবে না । সকলে মিলে-মিশে কাজ করতে হবে ।"

রাজ্যপালের বক্তব্য

তিনি আরও বলেন ,"2019 এ রাজ্যে অনেক ভালো কাজ হয়েছে । উন্নতি হয়েছে বহুক্ষেত্রে । শিক্ষাক্ষেত্রে পশ্চিমবাংলা উন্নতি করেছে । যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় অনেকটা উপরে উঠে এসেছে । কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক খারাপ অবস্থাও দেখতে হয়েছে । রেলওয়ে স্টেশন জ্বালানো , সরকারি সম্পত্তি নষ্ট করা , এটা কখনোই কাম্য নয় । 2020 তে এরকম যেন না হয় । বাঙালি হিসেবে নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জির জন্য সারা দেশের নাম হয়েছে । সৌরভ গঙ্গোপাধ্যায় BCCI র অধ্যক্ষ হয়েছেন । এসব ভালো কাজ হয়েছে 2019 সালে । ভালো কাজের জন্য 2019-এ ট্রেলার দেখেছি । 2020-তে পুরো ছবি দেখা বাকি ।"

বৈদ্যবাটি, 1 জানুয়ারি : হুগলিতে চলছে বৈদ্যবাটি উৎসব । এই উৎসবকে ঘিরে শুরু হয়েছে মেলা । আজ সেখানেই আসেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন," পশ্চিমবঙ্গের মতো শান্তিপূর্ণ ও সংস্কৃতির জায়গা ভারতে আর কোথাও নেই । "

রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত লেগেই আছে । কিছুদিন আগেই শিক্ষাব্যবস্থার আইন নিয়ে দায়ি করেছিলেন রাজ্যসরকারকে । আর আজ তাঁর অবস্থান থেকে সরে এসে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ বিদ্যাসাগর , বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান মনীষীদের জন্মস্থান । তাঁদের কথা মাথায় রেখে এই ভূমিতে শান্তি বজায় রাখতে হবে । তাই নতুন বছরে শুধু শান্তির প্রয়োজন । একে অপরের বিচার না মিললেও কেউ কারুর যেন শত্রু না হয়ে যায় । স্কুল কলেজের নব প্রজন্মের ছাত্রছাত্রীরা যদি 11টি সাংবিধানিক কর্তব্য মেনে চলে তাহলে পশ্চিমবাংলায় অশান্তি হবে না । সকলে মিলে-মিশে কাজ করতে হবে ।"

রাজ্যপালের বক্তব্য

তিনি আরও বলেন ,"2019 এ রাজ্যে অনেক ভালো কাজ হয়েছে । উন্নতি হয়েছে বহুক্ষেত্রে । শিক্ষাক্ষেত্রে পশ্চিমবাংলা উন্নতি করেছে । যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় অনেকটা উপরে উঠে এসেছে । কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক খারাপ অবস্থাও দেখতে হয়েছে । রেলওয়ে স্টেশন জ্বালানো , সরকারি সম্পত্তি নষ্ট করা , এটা কখনোই কাম্য নয় । 2020 তে এরকম যেন না হয় । বাঙালি হিসেবে নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জির জন্য সারা দেশের নাম হয়েছে । সৌরভ গঙ্গোপাধ্যায় BCCI র অধ্যক্ষ হয়েছেন । এসব ভালো কাজ হয়েছে 2019 সালে । ভালো কাজের জন্য 2019-এ ট্রেলার দেখেছি । 2020-তে পুরো ছবি দেখা বাকি ।"

Intro:


Body:WB_HGL_BAIDYABATI GOVERNOR_7203418


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.