ETV Bharat / state

Infant force-fed Alcohol: কান্না থামাতে 8 মাসের শিশুর গলায় মদ ঢেলে দিল বাবা ও দাদু ! - শিশুকে চোলাই পান করালেন বাবা এবং ঠাকুরদাদ

স্ত্রী সঙ্গে অশান্তি এবং তার জেরে শিশুর কান্না ৷ অভিযোগ 8 মাসের কান্না থামাতে বাবা এবং ঠাকুরদা চোলাই পান করিয়েছেন ৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷

Infant Force-fed Alcohol ETV BHARAT
Infant Force-fed Alcohol
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 7:26 PM IST

Updated : Sep 9, 2023, 9:35 AM IST

পান্ডুয়া (হুগলি), 8 সেপ্টেম্বর: কান্না থামাতে আট মাসের শিশুপুত্রকে চোলাই খাওয়ানোর অভিযোগ উঠল বাবা এবং ঠাকুরদার বিরুদ্ধে ৷ গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার আঁইচগর গ্রামে ৷ শিশুটির মা বুলু বাগ তাঁর স্বামী সন্ন্যাসী বাগ এবং শ্বশুর বালক বাগের বিরুদ্ধে পান্ডুয়া থানায় বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ আজ অভিযুক্তদের চুঁচুড়ার আদালতে তোলা হলে, অভিযুক্তদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

পুলিশকে বুলু বাগ অভিযোগে জানিয়েছেন, বুধবার রাতে তাঁর স্বামী সন্ন্যাসী বাগ চোলাই পান করে বাড়ি ফেরেন ৷ সেই নিয়ে দু’জনের মধ্যে তুমুল অশান্তি হয় ৷ অভিযোগ মদ্যপ অবস্থায় স্ত্রী বুলু বাগকে মারধর করেন তিনি ৷ এর পর তাঁকে রাতে বাড়ি থেকে বের করে দেন সন্ন্যাসী ৷ সেই সময় ঘরে ছিল বুলু বাগের 8 মাসের পুত্র সন্তান ৷ চিৎকার-চেঁচামেচিতে কাঁদতে শুরু করে 8 মাসের শিশুপুত্র ৷ অভিযোগ এই পরিস্থিতিতে ছেলের কান্না থামাতে ব্যর্থ হয়ে তাকে চোলাই খাওয়ায় সন্ন্যাসী বাগ ৷ আর সেই কাজে ছেলেকে সাহায্য করেন তাঁর বাবা বালক বাগ ৷

অভিযোগ কাপে করে চোলাই 8 মাসের শিশুকে পান করান তাঁরা দু’জনে ৷ সেই সময় বুলু বাগ বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ কিন্তু, দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিলেন অভিযুক্ত বন্ধ ছিল ৷ এর পর প্রতিবেশীদের ডাকেন বুলু বাগ ৷ প্রতিবেশীরাই খবর দেয় পুলিশে ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ৷ এর পর শিশুটিকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করানো হয় ৷ 8 মাসের হওয়ায় মা বুলু বাগকেও শিশুটির সঙ্গে হাসপাতালে ভরতি করতে হয় ৷ বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে ৷

আরও পড়ুন: 3 শিশুকে ফিডার-ক্যানালে ফেলে দেওয়ার অভিযোগ সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে

এর পর বৃহস্পতিবার সন্ধ্যায় বুলু বাগ তাঁর স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে ৷ এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘আমরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করি । একদিন পর (বৃহস্পতিবার) শিশুটি স্বাভাবিক হওয়ার পর, বুলু ব্যাগ অভিযোগ করেন ৷ আমরা 15 মিনিটের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করি ।’’ আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয় ৷ সেখানে অভিযুক্তদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

পান্ডুয়া (হুগলি), 8 সেপ্টেম্বর: কান্না থামাতে আট মাসের শিশুপুত্রকে চোলাই খাওয়ানোর অভিযোগ উঠল বাবা এবং ঠাকুরদার বিরুদ্ধে ৷ গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার আঁইচগর গ্রামে ৷ শিশুটির মা বুলু বাগ তাঁর স্বামী সন্ন্যাসী বাগ এবং শ্বশুর বালক বাগের বিরুদ্ধে পান্ডুয়া থানায় বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ আজ অভিযুক্তদের চুঁচুড়ার আদালতে তোলা হলে, অভিযুক্তদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

পুলিশকে বুলু বাগ অভিযোগে জানিয়েছেন, বুধবার রাতে তাঁর স্বামী সন্ন্যাসী বাগ চোলাই পান করে বাড়ি ফেরেন ৷ সেই নিয়ে দু’জনের মধ্যে তুমুল অশান্তি হয় ৷ অভিযোগ মদ্যপ অবস্থায় স্ত্রী বুলু বাগকে মারধর করেন তিনি ৷ এর পর তাঁকে রাতে বাড়ি থেকে বের করে দেন সন্ন্যাসী ৷ সেই সময় ঘরে ছিল বুলু বাগের 8 মাসের পুত্র সন্তান ৷ চিৎকার-চেঁচামেচিতে কাঁদতে শুরু করে 8 মাসের শিশুপুত্র ৷ অভিযোগ এই পরিস্থিতিতে ছেলের কান্না থামাতে ব্যর্থ হয়ে তাকে চোলাই খাওয়ায় সন্ন্যাসী বাগ ৷ আর সেই কাজে ছেলেকে সাহায্য করেন তাঁর বাবা বালক বাগ ৷

অভিযোগ কাপে করে চোলাই 8 মাসের শিশুকে পান করান তাঁরা দু’জনে ৷ সেই সময় বুলু বাগ বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ কিন্তু, দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিলেন অভিযুক্ত বন্ধ ছিল ৷ এর পর প্রতিবেশীদের ডাকেন বুলু বাগ ৷ প্রতিবেশীরাই খবর দেয় পুলিশে ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ৷ এর পর শিশুটিকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করানো হয় ৷ 8 মাসের হওয়ায় মা বুলু বাগকেও শিশুটির সঙ্গে হাসপাতালে ভরতি করতে হয় ৷ বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে ৷

আরও পড়ুন: 3 শিশুকে ফিডার-ক্যানালে ফেলে দেওয়ার অভিযোগ সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে

এর পর বৃহস্পতিবার সন্ধ্যায় বুলু বাগ তাঁর স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে ৷ এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘আমরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করি । একদিন পর (বৃহস্পতিবার) শিশুটি স্বাভাবিক হওয়ার পর, বুলু ব্যাগ অভিযোগ করেন ৷ আমরা 15 মিনিটের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করি ।’’ আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয় ৷ সেখানে অভিযুক্তদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

Last Updated : Sep 9, 2023, 9:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.