ETV Bharat / state

আলুর ন্যায্য মূল্য চায় কৃষকরা - আলু নিয়ে জেরবার হুগলির কৃষকরা

আলুর উপর নির্ভরশীল কয়েক লক্ষ মানুষ । অনেক কৃষক আলু চাষ করেই সংসার চালায় । এবছর রাজ্যে আলুর উৎপাদন প্রায় 1 কোটি 10 লক্ষ মেট্রিকটন । তার মধ্যে হুগলিতে 33 লক্ষ মেট্রিকটন আলু উৎপাদন হয়েছে ।

আলুর ন্যায্য মূল্য চায় কৃষকরা
আলুর ন্যায্য মূল্য চায় কৃষকরা
author img

By

Published : Mar 26, 2021, 9:38 PM IST

হুগলি, 26 মার্চ : আলু নিয়ে জেরবার হুগলির কৃষকরা । কখনও প্রাকৃতিক বিপর্যয় তো কখনও অত্যাধিক ফলন । যার জেরে দাম না পেয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষকদের । সরকাররে তরপে আলুর উপযুক্ত দাম নির্ধারণের দাবি করা হয়েছে একাধিকবার ৷ কিন্তু চাষিদের অভিযোগ সরকার বদলালেও আখেরে কোন সুরাহা হয়নি কৃষকদের ।

হুগলি জেলায় মূলত জ্যোতি ও চন্দ্রমুখী আলুর চাষ বেশি হয় ৷ বর্তমানে জ্যোতি আলুর বাজার মূল্য প্রায় 350 প্রতি বস্তা ও চন্দ্রমুখীর দাম প্রায় 450 টাকা প্রতি বস্তা পর্যন্ত । তবে ফড়ে বা দালালের কারণে চাষিদের হাতে পুরো টাকা পৌঁছায় না ৷ অন্যদিকে চাষিদের দাবি চাষের খরচ প্রতিদিনই বৃদ্ধি হচ্ছে ৷ ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা ৷ কিছু কৃষক মাঠেই আলু বিক্রি করলেও অধিকাংশ কৃষক ভাল দামের আশায় বাধ্য হিমঘরে আলু মজুত রাখছে ।

আলুর উপর নির্ভরশীল কয়েক লক্ষ মানুষ । অনেক কৃষক আলু চাষ করেই সংসার চালায় । এবছর রাজ্যে আলুর উৎপাদন প্রায় 1 কোটি 10 লক্ষ মেট্রিকটন । তার মধ্যে হুগলিতে 33 লক্ষ মেট্রিকটন আলু উৎপাদন হয়েছে । যার মধ্যে বহু চাষি দামের আশায় আলু হিমঘরে রেখেছে ।

আলু নিয়ে জেরবার হুগলির কৃষকরা

আরও পড়ুন : মাস্টার মশাইয়ের কথা যত কম বলা যায় ততই ভাল, একান্ত সাক্ষাৎকারে বেচারাম

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য সুকুমার সামন্ত বলেন, ‘‘এবছরের ক্ষয়ক্ষতির পরিমাণ কমের কারণে উৎপাদন বেশি ।আমাদের অনুমান ভিন্ন রাজ্যে যা আলু হয়েছে তাতে দাম পাওয়া সম্ভব নয় । ফড়ে, দালালও পুরোপুরি উঠে যায়নি । ভিন্ন রাজ্যে আলু না গেলে আলুর দাম কোন দিনই হবে না ।

হুগলি, 26 মার্চ : আলু নিয়ে জেরবার হুগলির কৃষকরা । কখনও প্রাকৃতিক বিপর্যয় তো কখনও অত্যাধিক ফলন । যার জেরে দাম না পেয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষকদের । সরকাররে তরপে আলুর উপযুক্ত দাম নির্ধারণের দাবি করা হয়েছে একাধিকবার ৷ কিন্তু চাষিদের অভিযোগ সরকার বদলালেও আখেরে কোন সুরাহা হয়নি কৃষকদের ।

হুগলি জেলায় মূলত জ্যোতি ও চন্দ্রমুখী আলুর চাষ বেশি হয় ৷ বর্তমানে জ্যোতি আলুর বাজার মূল্য প্রায় 350 প্রতি বস্তা ও চন্দ্রমুখীর দাম প্রায় 450 টাকা প্রতি বস্তা পর্যন্ত । তবে ফড়ে বা দালালের কারণে চাষিদের হাতে পুরো টাকা পৌঁছায় না ৷ অন্যদিকে চাষিদের দাবি চাষের খরচ প্রতিদিনই বৃদ্ধি হচ্ছে ৷ ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা ৷ কিছু কৃষক মাঠেই আলু বিক্রি করলেও অধিকাংশ কৃষক ভাল দামের আশায় বাধ্য হিমঘরে আলু মজুত রাখছে ।

আলুর উপর নির্ভরশীল কয়েক লক্ষ মানুষ । অনেক কৃষক আলু চাষ করেই সংসার চালায় । এবছর রাজ্যে আলুর উৎপাদন প্রায় 1 কোটি 10 লক্ষ মেট্রিকটন । তার মধ্যে হুগলিতে 33 লক্ষ মেট্রিকটন আলু উৎপাদন হয়েছে । যার মধ্যে বহু চাষি দামের আশায় আলু হিমঘরে রেখেছে ।

আলু নিয়ে জেরবার হুগলির কৃষকরা

আরও পড়ুন : মাস্টার মশাইয়ের কথা যত কম বলা যায় ততই ভাল, একান্ত সাক্ষাৎকারে বেচারাম

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য সুকুমার সামন্ত বলেন, ‘‘এবছরের ক্ষয়ক্ষতির পরিমাণ কমের কারণে উৎপাদন বেশি ।আমাদের অনুমান ভিন্ন রাজ্যে যা আলু হয়েছে তাতে দাম পাওয়া সম্ভব নয় । ফড়ে, দালালও পুরোপুরি উঠে যায়নি । ভিন্ন রাজ্যে আলু না গেলে আলুর দাম কোন দিনই হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.