গোঘাট, 13 ফেব্রুয়ারি : সরকারি কেন্দ্রে ধান কেনায় অনিয়মের অভিযোগ ৷ ঘটনাটে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলির গোঘাট এলাকায় ৷ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখায় অগণিত কৃষক ৷ ঘটনাস্থানে পৌঁছায় তৃণমূলের ব্লক সভাপতি নারায়ণ পাঁজা ৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা ৷
আরও পড়ুন : মহুয়ার নিরাপত্তায় বিএসএফ!
বিক্ষোভকারীদের অভিযোগ, ধান দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে কুইন্টাল প্রতি সাত থেকে দশ কেজি ধান বাদ দেওয়া হচ্ছে ৷ যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষীরা ৷ কৃষকদের প্রশ্ন 45 কুইন্টাল ধানে কত ধান চলে যাচ্ছে ? এই টাকা কাদের পকেটে ঢুকছে ? এই প্রশ্নও তোলেন কৃষকেরা ৷
খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় তৃণমূল ব্লক সভাপতি নারায়ণ পাঁজা ৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকেরা ৷ এরপরেই খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশে ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷