ETV Bharat / state

বিজেপি করায় হুমকি, তৃণমূল বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়ল পরিবার

author img

By

Published : Jun 16, 2021, 11:11 PM IST

রাজ্যে বিজেপি তৃণমূলের তরজার মাঝে শাসক দলের বিধায়কের এমন সৌজন্যতার ঘটনায় খুশি দীপকবাবু এবং তাঁর স্ত্রী ৷ তৃণমূল বিধায়কের কথায়, ভোটের রাজনীতি বিজেপি করে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অন্য কথা বলে ।

তৃণমূল বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়ল চুঁচুড়ার পরিবার
তৃণমূল বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়ল চুঁচুড়ার পরিবার

চুঁচুড়া, 16 জুন : "আমার বাবার যেন কিছু না হয়"৷ চুঁচুড়ার তৃণমূল বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়ল সপ্তম শ্রেণীর ছাত্রী ৷ বিজেপি করার জন্য তার বাবাকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল অনেকদিন ধরে, তাই অসহায় মেয়ের কাতর আর্তি বিধায়ক অসিত কাকুর কাছে ৷ বিজেপি কর্মীর মেয়েকে বুকে টেনে নিয়ে, অসিতবাবু আশ্বাস করেন, "তোর বাবার কিচ্ছু হবে না ৷ আমি এসেছি তো ৷"

রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে ৷ তবুও তৃণমূল বিজেপির সংঘর্ষ অব্যহত ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কদের নিয়ে রাজভবনে রাজ্যপালের দরবারে গিয়েছে বিজেপি । বিজেপির তরফ থেকে প্রতিমূহুর্তেই অভিযোগ করা হচ্ছে, তাদের কর্মীরা রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে ৷ আর এমনই অভিযোগ ওঠে চুঁচুড়ায় ৷ তবে সারা রাজ্যে অভিযোগের ছবিটা এক থাকলেও, অভিযোগের পরের ছবিটা চুঁচুড়ায় একটু আলাদা ৷

তৃণমূল বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়ল চুঁচুড়ার পরিবার

চুঁচুড়ার প্রতাপপুরের ব্যবসায়ী দীপক দত্ত ৷ তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী ৷ গত নির্বাচনের আগে বিজেপির মিটিং মিছিলে অংশ নেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ করেছেন ৷ নির্বাচনে তৃণমূল জয় পাওয়ার পর থেকেই, তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷ আর এতেই আতঙ্কিত হয়ে পড়ে দত্ত পরিবার ৷ অভিযোগের কথা কানে যেতেই দত্ত পরিবারের পাশে এসে দাঁড়ান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ আর বাড়িতে তৃণমূল বিধায়ককে দেখেই কান্নায় ভেঙে পড়েন বিজেপি কর্মীর সপ্তম শ্রেণিতে পড়া মেয়ে ৷ দীপকবাবুর মেয়েকে কাছে টেনে নিয়ে, আশ্বস্ত করেন বিধায়ক ৷ একই সঙ্গে বিজেপি কর্মীকে নিজের ফোন নম্বর দিয়ে বলেন, কে তাঁকে হুমকি দিচ্ছে তার নাম বলার জন্য ৷ বিধায়ক অসিতবাবুর কথায়, অন্য রাজনৈতিক দল করা গণতান্ত্রিক অধিকার আছে সকলের । সিপিআইএম এবং বিজেপি করার জন্য যদি কাউকে হুমকি দেওয়া হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অসিত তৃণমূল বিধায়ক । বিধায়ক হিসাবে তাঁর বিধানসভার কোনও মানুষের উপর কোনও আঁচ আসতে দেবেন না তিনি ।

আরও পডু়ন : Jagdeep Dhankhar : আইনশৃঙ্খলা নিয়ে সরব রাজ্যপাল, চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীকে

রাজ্যে বিজেপি তৃণমূলের তরজার মাঝে শাসক দলের বিধায়কের এমন সৌজন্যতার ঘটনায় খুশি দীপক বাবু এবং তাঁর স্ত্রী ৷ তৃণমূল বিধায়কের কথায়, ভোটের রাজনীতি বিজেপি করে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অন্য কথা বলে । আশ্বাস দিলেন মানুষের পাশে থেকে লড়াই করার ।

চুঁচুড়া, 16 জুন : "আমার বাবার যেন কিছু না হয়"৷ চুঁচুড়ার তৃণমূল বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়ল সপ্তম শ্রেণীর ছাত্রী ৷ বিজেপি করার জন্য তার বাবাকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল অনেকদিন ধরে, তাই অসহায় মেয়ের কাতর আর্তি বিধায়ক অসিত কাকুর কাছে ৷ বিজেপি কর্মীর মেয়েকে বুকে টেনে নিয়ে, অসিতবাবু আশ্বাস করেন, "তোর বাবার কিচ্ছু হবে না ৷ আমি এসেছি তো ৷"

রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে ৷ তবুও তৃণমূল বিজেপির সংঘর্ষ অব্যহত ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কদের নিয়ে রাজভবনে রাজ্যপালের দরবারে গিয়েছে বিজেপি । বিজেপির তরফ থেকে প্রতিমূহুর্তেই অভিযোগ করা হচ্ছে, তাদের কর্মীরা রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে ৷ আর এমনই অভিযোগ ওঠে চুঁচুড়ায় ৷ তবে সারা রাজ্যে অভিযোগের ছবিটা এক থাকলেও, অভিযোগের পরের ছবিটা চুঁচুড়ায় একটু আলাদা ৷

তৃণমূল বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়ল চুঁচুড়ার পরিবার

চুঁচুড়ার প্রতাপপুরের ব্যবসায়ী দীপক দত্ত ৷ তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী ৷ গত নির্বাচনের আগে বিজেপির মিটিং মিছিলে অংশ নেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ করেছেন ৷ নির্বাচনে তৃণমূল জয় পাওয়ার পর থেকেই, তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷ আর এতেই আতঙ্কিত হয়ে পড়ে দত্ত পরিবার ৷ অভিযোগের কথা কানে যেতেই দত্ত পরিবারের পাশে এসে দাঁড়ান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ আর বাড়িতে তৃণমূল বিধায়ককে দেখেই কান্নায় ভেঙে পড়েন বিজেপি কর্মীর সপ্তম শ্রেণিতে পড়া মেয়ে ৷ দীপকবাবুর মেয়েকে কাছে টেনে নিয়ে, আশ্বস্ত করেন বিধায়ক ৷ একই সঙ্গে বিজেপি কর্মীকে নিজের ফোন নম্বর দিয়ে বলেন, কে তাঁকে হুমকি দিচ্ছে তার নাম বলার জন্য ৷ বিধায়ক অসিতবাবুর কথায়, অন্য রাজনৈতিক দল করা গণতান্ত্রিক অধিকার আছে সকলের । সিপিআইএম এবং বিজেপি করার জন্য যদি কাউকে হুমকি দেওয়া হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অসিত তৃণমূল বিধায়ক । বিধায়ক হিসাবে তাঁর বিধানসভার কোনও মানুষের উপর কোনও আঁচ আসতে দেবেন না তিনি ।

আরও পডু়ন : Jagdeep Dhankhar : আইনশৃঙ্খলা নিয়ে সরব রাজ্যপাল, চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীকে

রাজ্যে বিজেপি তৃণমূলের তরজার মাঝে শাসক দলের বিধায়কের এমন সৌজন্যতার ঘটনায় খুশি দীপক বাবু এবং তাঁর স্ত্রী ৷ তৃণমূল বিধায়কের কথায়, ভোটের রাজনীতি বিজেপি করে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অন্য কথা বলে । আশ্বাস দিলেন মানুষের পাশে থেকে লড়াই করার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.