শ্রীরামপুর, 6 মে : বুথের 200 মিটারের মধ্যে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় । অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অন্যয় চ্যাটার্জিকে ডেকে পাঠাল নির্বাচন কমিশন । শ্রীরামপুরের রায়লেন্ড রোডের ঘটনা ।
আজ সকাল থেকে শ্রীরামপুরের রায়লেন্ড রোডের রেশন অফিসের 149-151 বুথের 200 মিটারের মধ্যে ভোটারদের দেওয়া হচ্ছিল ঠান্ডা পানীয়ের বোতল । ঘটনায় অভিযোগ ওঠে হুগলির তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অন্যয় চ্যাটার্জির বিরুদ্ধে । বিষয়টি জানার পরে নির্বাচন কমিশন তাঁকে তলব করে । এরপরই ঠান্ডা পানীয় দেওয়া বন্ধ করে দেওয়া হয় । তবে, এখনও নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেননি অন্যয় ।
এবিষয়ে অন্যয় চ্যাটার্জি বলেন, "ভোটগ্রহণ শেষ হয়ে গেলে আমি গিয়ে নির্বাচন কমিশনে দেখা করব । তাছাড়া, কোনও রাজনৈতিক কারণে আমরা ঠান্ডা পানীয় দিচ্ছিলাম না । আমরা মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত । সাধারণ মানুষ গরমে এসে ভোট দিচ্ছে । তাদের কষ্ট হচ্ছে । তাই আমরা ঠান্ডা পানীয় দেওয়ার ব্যবস্থা করেছি ।"
BJP প্রার্থী দেবজিৎ সরকার বলেন, "আমরা বিষয়টা শুনেছি । নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করা হবে ।"