ETV Bharat / state

বুথের 200 মিটারের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ, তৃণমূল নেতাকে তলব কমিশনের

বুথের 200 মিটারের মধ্যে বিতরণ করা হচ্ছিল ঠান্ডা পানীয় । তাই তৃণমূল নেতাকে ডেকে পাঠাল নির্বাচন কমিশন । শ্রীরামপুরের ঘটনা ।

author img

By

Published : May 6, 2019, 4:34 PM IST

ভোটারদের ঠান্ডা পানীয় দিচ্ছে অন্যয় চ্যাটার্জি

শ্রীরামপুর, 6 মে : বুথের 200 মিটারের মধ্যে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় । অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অন্যয় চ্যাটার্জিকে ডেকে পাঠাল নির্বাচন কমিশন । শ্রীরামপুরের রায়লেন্ড রোডের ঘটনা ।

আজ সকাল থেকে শ্রীরামপুরের রায়লেন্ড রোডের রেশন অফিসের 149-151 বুথের 200 মিটারের মধ্যে ভোটারদের দেওয়া হচ্ছিল ঠান্ডা পানীয়ের বোতল । ঘটনায় অভিযোগ ওঠে হুগলির তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অন্যয় চ্যাটার্জির বিরুদ্ধে । বিষয়টি জানার পরে নির্বাচন কমিশন তাঁকে তলব করে । এরপরই ঠান্ডা পানীয় দেওয়া বন্ধ করে দেওয়া হয় । তবে, এখনও নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেননি অন্যয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে অন্যয় চ্যাটার্জি বলেন, "ভোটগ্রহণ শেষ হয়ে গেলে আমি গিয়ে নির্বাচন কমিশনে দেখা করব । তাছাড়া, কোনও রাজনৈতিক কারণে আমরা ঠান্ডা পানীয় দিচ্ছিলাম না । আমরা মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত । সাধারণ মানুষ গরমে এসে ভোট দিচ্ছে । তাদের কষ্ট হচ্ছে । তাই আমরা ঠান্ডা পানীয় দেওয়ার ব্যবস্থা করেছি ।"

BJP প্রার্থী দেবজিৎ সরকার বলেন, "আমরা বিষয়টা শুনেছি । নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করা হবে ।"

শ্রীরামপুর, 6 মে : বুথের 200 মিটারের মধ্যে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় । অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অন্যয় চ্যাটার্জিকে ডেকে পাঠাল নির্বাচন কমিশন । শ্রীরামপুরের রায়লেন্ড রোডের ঘটনা ।

আজ সকাল থেকে শ্রীরামপুরের রায়লেন্ড রোডের রেশন অফিসের 149-151 বুথের 200 মিটারের মধ্যে ভোটারদের দেওয়া হচ্ছিল ঠান্ডা পানীয়ের বোতল । ঘটনায় অভিযোগ ওঠে হুগলির তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অন্যয় চ্যাটার্জির বিরুদ্ধে । বিষয়টি জানার পরে নির্বাচন কমিশন তাঁকে তলব করে । এরপরই ঠান্ডা পানীয় দেওয়া বন্ধ করে দেওয়া হয় । তবে, এখনও নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেননি অন্যয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে অন্যয় চ্যাটার্জি বলেন, "ভোটগ্রহণ শেষ হয়ে গেলে আমি গিয়ে নির্বাচন কমিশনে দেখা করব । তাছাড়া, কোনও রাজনৈতিক কারণে আমরা ঠান্ডা পানীয় দিচ্ছিলাম না । আমরা মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত । সাধারণ মানুষ গরমে এসে ভোট দিচ্ছে । তাদের কষ্ট হচ্ছে । তাই আমরা ঠান্ডা পানীয় দেওয়ার ব্যবস্থা করেছি ।"

BJP প্রার্থী দেবজিৎ সরকার বলেন, "আমরা বিষয়টা শুনেছি । নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করা হবে ।"

Intro:ভোটারদের ঠান্ডা পানীয় খাওয়ানোর অভিযোগে তলব নির্বাচন কমিশনের।অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অন্যয় চ্যাটার্জ্জি বিরুদ্ধে।ঘটনাটি শ্রীরামপুর রায়লেন্ড রোডের রেশন অফিশের বুথে নং ১৪৯- ১৫১ বুথে। নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃণমূল নেতা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ২০০ মিটারের মধ্যে তৃনমূল কংগ্রেস কর্মীরা ভোটারদের দিচ্ছেন ঠান্ডা পানীওর বোতল। হাতে ঠান্ডা পানীয়ওর বোতল নিয়ে ভোট কেন্দ্রে ঠুকছেন ভোটাররা।তাতেই ভোটার দের প্রভাবিত করার হচ্ছে।এরপরই নির্বাচন কমিশন তলব করে তৃনমুল নেতা অন্যায় চ্যাটার্জীকে।পরে তিনি বলেন গরমের কারনে এই বিতরণ। এর সঙ্গে ভোট কেনা বেচার কোন সম্পর্ক নেয় ।গরমে মানুষের জল কষ্ঠের জন্য এই উদ্যোগ।
Body:বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার বলেন আমরা বিষয়টা শুনেছি, এবিষয়ে নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করবো।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.