ETV Bharat / state

Eastern Railway Train Cancelled : চন্দননগরে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম চালু, বাতিল বেশ কিছু ট্রেন - বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল

চন্দননগরে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম চালু হচ্ছে ৷ তাতে ব্যাহত হবে ট্রেন চলাচল ৷ রইল তার তালিকা (Eastern Railway Train Cancelled) ৷

Eastern Railway Train Cancel info
বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল
author img

By

Published : Mar 22, 2022, 8:29 AM IST

হাওড়া, 22 মার্চ : বাতিল হল বেশ কিছু ট্রেন ৷ চন্দননগর স্টেশনে ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে প্যানেল ইন্টারলকিং প্রতিস্থাপন করা হবে ৷ এতে 22 মার্চ রাত 10টা থেকে 23 মার্চ দুপুর 3টে পর্যন্ত কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে ৷ এমনকি পূর্ব রেল কিছু ট্রেন বাতিল করেছে (Train cancel for Chandan Nagar Station Electronic Interlocking System Installation) ৷

22 মার্চ হাওড়া থেকে বাতিল

মঙ্গলবার 37281, 37283, 37287 এবং 37289 ট্রেনগুলি বাতিল হয়েছে ৷ 13027 হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ট্রেনও বাতিল হয়েছে ৷

আরও পড়ুন : India Bangladesh Train Service : দু'বছর পর ফের শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা

22 মার্চ ব্যান্ডেল থেকে বাতিল

মঙ্গলবার 37284, 37286, 37288 এবং 37290 নম্বর লোকাল ট্রেনগুলি বাতিল হয়েছে । পাশাপাশি 23 তারিখ আজিমগঞ্জ থেকে 13028 আজিমগঞ্জ–হাওড়া কবিগুরু এক্সপ্রেসও বাতিল ঘোষণা করা হয়েছে ৷

22 মার্চ 13024 গয়া–হাওড়া এক্সপ্রেস কামারকুণ্ডুতে স্টপেজ দিলেও বর্ধমান থেকে ডানকুনি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে ।

হাওড়া, 22 মার্চ : বাতিল হল বেশ কিছু ট্রেন ৷ চন্দননগর স্টেশনে ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে প্যানেল ইন্টারলকিং প্রতিস্থাপন করা হবে ৷ এতে 22 মার্চ রাত 10টা থেকে 23 মার্চ দুপুর 3টে পর্যন্ত কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে ৷ এমনকি পূর্ব রেল কিছু ট্রেন বাতিল করেছে (Train cancel for Chandan Nagar Station Electronic Interlocking System Installation) ৷

22 মার্চ হাওড়া থেকে বাতিল

মঙ্গলবার 37281, 37283, 37287 এবং 37289 ট্রেনগুলি বাতিল হয়েছে ৷ 13027 হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ট্রেনও বাতিল হয়েছে ৷

আরও পড়ুন : India Bangladesh Train Service : দু'বছর পর ফের শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা

22 মার্চ ব্যান্ডেল থেকে বাতিল

মঙ্গলবার 37284, 37286, 37288 এবং 37290 নম্বর লোকাল ট্রেনগুলি বাতিল হয়েছে । পাশাপাশি 23 তারিখ আজিমগঞ্জ থেকে 13028 আজিমগঞ্জ–হাওড়া কবিগুরু এক্সপ্রেসও বাতিল ঘোষণা করা হয়েছে ৷

22 মার্চ 13024 গয়া–হাওড়া এক্সপ্রেস কামারকুণ্ডুতে স্টপেজ দিলেও বর্ধমান থেকে ডানকুনি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.