ETV Bharat / state

100 টি রেল ইঞ্জিন প্রস্তুত করল ডানকুনি লোকোমোটিভ

2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারখানার শিলান্যাস করেন ৷ এরপর এই ডানকুনি ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন কারখানা তৈরি হয় ৷ মূলত ভারী মালগাড়ি টানার জন্য এই লোকো ইঞ্জিন ব্যবহার হয় ৷

রেল ইঞ্জিন প্রস্তুত করল ডানকুনি লোকোমোটিভ
author img

By

Published : Aug 12, 2019, 9:53 PM IST

Updated : Aug 12, 2019, 9:59 PM IST

ডানকুনি, 12 অগাস্ট : 100 টি ইলেকট্রিক রেল ইঞ্জিন প্রস্তুত করতে সক্ষম হল ডানকুনি ইলেকট্রিক লোকোমোটিভ ৷ আজ চিত্তরঞ্জন রেল ইঞ্জিনের জেনেরাল ম্যানেজার প্রবীণ কুমার মিশ্র কারখানার ফ্ল্যাগ অফ করেন ৷

Dunkuni locomotive successfuly manufactured 100 rail engines
ডানকুনি লোকোমোটিভ
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার GM প্রবীণ কুমার মিশ্র
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার GM প্রবীণ কুমার মিশ্র

2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারখানার শিলান্যাস করেন ৷ এরপর এই ডানকুনি ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন কারখানা তৈরি হয় ৷ মূলত ভারী মালগাড়ি টানার জন্য এই লোকো ইঞ্জিন ব্যবহার হয় ৷ এরপর 2016 সালের মার্চ মাসে শুরু হয় উৎপাদন ৷ প্রথম বছর তৈরি হয় 12 টি ইঞ্জিন ৷ এরপর দ্বিতীয় বছর 25 টি ও তৃতীয় বছর 28 টি ইঞ্জিন তৈরী হয় ৷ চলতি বছরে সেই সংখ্যা 100 ছুঁল ৷ কম সময়ে কারখানা থেকে উৎপাদন বেশি দেখে স্বাভাবিকভাবেই খুশি রেল দপ্তর ৷

দেখুন ভিডিয়ো . . .

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার GM প্রবীণ কুমার মিশ্র বলেন, "2016 সাল থেকে ডানকুনি লোকোমোটিভ কারখানায় ইঞ্জিন তৈরি করা শুরু হয় । মূলত 6000 হর্সপাওয়ারের ইলেকট্রিক ইঞ্জিন উৎপাদন হয় এই কারখানায় । বিগত বছরের তুলনায় এই বছর উৎপাদন বেশি হওয়ায় আজ কারখানায় শুভ সূচনা হয় । এই কারখানায় প্রায় 400 দক্ষ শ্রমিক কাজ করেন । চিত্তরঞ্জন লোকোমোটিভ সমস্ত পার্স অ্যাসেম্বলি করে এখানকার ইঞ্জিনিয়র ও দক্ষ শ্রমিকরা নিখুঁত ইঞ্জিন প্রস্তুত করে । এই কারখানাটি মূলত বৈদ্যুতিক ইঞ্জিন অ্যাসেম্বলি ও অ্যানসিলারি ইউনিট । 2016 সালে 9 সেপ্টেম্বর তৎকালীন সুরেশ প্রভু নতুন করে উন্মোচিত করেন এই কারখানা । এখানে WAG-নাইন H সিক্স হাজার হর্সপাওয়ার ইলেকট্রিক ইঞ্জিন তৈরি করা হয় । এই ইঞ্জিন মালগাড়ির জন্য ব্যবহার করা হয় । যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা হওয়ার কথা থাকলেও সেটা এখনও হয়নি ৷"

Dunkuni locomotive successfuly manufactured 100 rail engines
2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারখানার শিলান্যাস করেন

ডানকুনি, 12 অগাস্ট : 100 টি ইলেকট্রিক রেল ইঞ্জিন প্রস্তুত করতে সক্ষম হল ডানকুনি ইলেকট্রিক লোকোমোটিভ ৷ আজ চিত্তরঞ্জন রেল ইঞ্জিনের জেনেরাল ম্যানেজার প্রবীণ কুমার মিশ্র কারখানার ফ্ল্যাগ অফ করেন ৷

Dunkuni locomotive successfuly manufactured 100 rail engines
ডানকুনি লোকোমোটিভ
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার GM প্রবীণ কুমার মিশ্র
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার GM প্রবীণ কুমার মিশ্র

2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারখানার শিলান্যাস করেন ৷ এরপর এই ডানকুনি ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন কারখানা তৈরি হয় ৷ মূলত ভারী মালগাড়ি টানার জন্য এই লোকো ইঞ্জিন ব্যবহার হয় ৷ এরপর 2016 সালের মার্চ মাসে শুরু হয় উৎপাদন ৷ প্রথম বছর তৈরি হয় 12 টি ইঞ্জিন ৷ এরপর দ্বিতীয় বছর 25 টি ও তৃতীয় বছর 28 টি ইঞ্জিন তৈরী হয় ৷ চলতি বছরে সেই সংখ্যা 100 ছুঁল ৷ কম সময়ে কারখানা থেকে উৎপাদন বেশি দেখে স্বাভাবিকভাবেই খুশি রেল দপ্তর ৷

দেখুন ভিডিয়ো . . .

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার GM প্রবীণ কুমার মিশ্র বলেন, "2016 সাল থেকে ডানকুনি লোকোমোটিভ কারখানায় ইঞ্জিন তৈরি করা শুরু হয় । মূলত 6000 হর্সপাওয়ারের ইলেকট্রিক ইঞ্জিন উৎপাদন হয় এই কারখানায় । বিগত বছরের তুলনায় এই বছর উৎপাদন বেশি হওয়ায় আজ কারখানায় শুভ সূচনা হয় । এই কারখানায় প্রায় 400 দক্ষ শ্রমিক কাজ করেন । চিত্তরঞ্জন লোকোমোটিভ সমস্ত পার্স অ্যাসেম্বলি করে এখানকার ইঞ্জিনিয়র ও দক্ষ শ্রমিকরা নিখুঁত ইঞ্জিন প্রস্তুত করে । এই কারখানাটি মূলত বৈদ্যুতিক ইঞ্জিন অ্যাসেম্বলি ও অ্যানসিলারি ইউনিট । 2016 সালে 9 সেপ্টেম্বর তৎকালীন সুরেশ প্রভু নতুন করে উন্মোচিত করেন এই কারখানা । এখানে WAG-নাইন H সিক্স হাজার হর্সপাওয়ার ইলেকট্রিক ইঞ্জিন তৈরি করা হয় । এই ইঞ্জিন মালগাড়ির জন্য ব্যবহার করা হয় । যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা হওয়ার কথা থাকলেও সেটা এখনও হয়নি ৷"

Dunkuni locomotive successfuly manufactured 100 rail engines
2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারখানার শিলান্যাস করেন
Intro:দেশের রেল দপ্তর 100টি ইলেকট্রিক ইঞ্জিন প্রস্তুত করতে সক্ষম ডানকুনি ইলেকট্রিক লোকোমোটিভ। আজ চিত্তরঞ্জন রেল ইঞ্জিনের জি এম প্রবীন কুমার মিশ্র নারকেল ফাটিয়ে ফ্ল্যাগ অফ করেন এই কারখানায়।দেশের রেল দপ্তর কে একশ তম ইলেকট্রিক রেলইঞ্জিন প্রস্তুত করতে সক্ষম হল ডানকুনি থেকে।এর শুরু করেছিলেন ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শিলান্যাস করে।তারপরই তৈরি হয় ডানকুনি ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন কারখানার।২০১৬ সালের মার্চ মাসে শুরু হয় উৎপাদন।প্রথম বছর ১২ টি ইঞ্জিন তৈরি হয়। দ্বিতীয় বছর ২৫ টি ও তৃতীয় বছর ২৮ টি ইঞ্জিন তৈরী হয়েছিল।চলতি বছরে সেই সংখ্যা ১০০ তে ছুঁলো।।ডানকুনির কারখানায় প্রায় জন শ্রমিক কাজ করেন।এই কারখানা থেকে খুব অল্প সময়ে একশ রেল ইঞ্জন তৈরী হওয়ায় খুশি রেল দপ্তর।মূলত হেভি মালগাড়ি টানার জন্য এই লোকো ইঞ্জিন ব্যবহার হয়।

চিত্তরঞ্জন রেল ইঞ্জিনের GM প্রবীন কুমার মিশ্র বলেন 2016 সাল থেকে ডানকুনি লোকোমোটিভ কারখানায় ইঞ্জিন তৈরি করা শুরু হয়। মূলত 6000 হর্সপাওয়ারের ইলেকট্রিক ইঞ্জিন উৎপাদন করে এই কারখানায়। বিগত বছরের তুলনায় এ বছরে 100 টি লোকোমোটিভ ইঞ্জিন তৈরি ক্ষেত্রে আজ কারখানায় শুভ সূচনা হয়। ডানকুনি এই কারখানায় প্রায় 400 দক্ষ শ্রমিক কাজ করেন। এই কারখানায় চিত্তরঞ্জনের একটি ইউনিট হিসেবে কাজ করে চলেছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ সমস্ত পার্স অ্যাসেমলি করে এখানকার ইঞ্জিনিয়ার ও দক্ষ শ্রমিকরা নিখুঁত ইঞ্জিন প্রস্তুত করে।দেশের জন্য কাজ করে চলেছেন তারা।
এই কারখানাটি মূলত বৈদ্যুতিক ইঞ্জিন অ্যাসেমলি এবং এনজিলিয়ারী ইউনিট। 2016 সালে 9 সেপ্টেম্বর তৎকালীন সুরেশ প্রভাকর প্রভু নতুন করে উন্মোচিত করেন।এখানে WAG-9 H 6 হাজার হর্ষপাওয়ার ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হয়।এই ইঞ্জিন মাল গাড়ি জন্য ব্যবহার করা হয়।যদিও রেল মন্ত্রী মমতা ব্যানার্জী থাকা কালীন ডিজেল ইঞ্জিন তৈরি কারখানা হওয়ার কথা থাকলেও সেটা এখনও হয়নি।Body:WB_HGL_02_DANKUNI 100 RAIL ENGINE _7203418Conclusion:
Last Updated : Aug 12, 2019, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.