ETV Bharat / state

Drunk Man Drowned in Ganga : মদ্য়প অবস্থায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক

author img

By

Published : Mar 25, 2022, 9:56 AM IST

Updated : Mar 25, 2022, 12:42 PM IST

বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন মদ্য়প যুবক (Young man drowned in Ganga) ৷ উদ্ধারকার্যে নামানো হয়েছে স্পিডবোর্ড ৷

Hooghly News
রাকেশ রজক

হুগলি, 25 মার্চ : গঙ্গার জলে সমুদ্রের বিচে ও বিনোদন পার্কের মতো আনন্দ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না রাকেশ রজক (25) নামে এক যুবকের (Young man drowned in Ganga)। মদ্যপ অবস্থায় নদীতে স্নান করতে নেমে এই বিপত্তি ৷ হুগলির চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের চকবাজার পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা তিনি ।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরের পর কৃষ্ণা যাদব, সানি শাসমল, তপন মণ্ডল নামে তিন বন্ধুর সঙ্গে হুগলি জেলখানা সংলগ্ন গঙ্গার ঘাটে যান রাকেশ । এরপর গঙ্গারঘাটে এসে নৌকাবিহার করতে শুরু করে সবাই । নৌকাতে বসেই মদ্যপান করছিলেন সবাই । পরে মদ্যপ অবস্থায় গঙ্গায় স্নান করতে নামেন ওই যুবক । সামাজিক মাধ্যমে গানের তালে ভিডিয়ো করেন । সকলেই মদ্যপ ছিলেন বলে খবর । সেইসময় হঠাৎ গঙ্গায় তলিয়ে যান তিনি । খানিকক্ষণ অপেক্ষা করার পর বন্ধুরা খোঁজ শুরু করেন ৷ পরে তাঁর জামা, প্যান্ট গঙ্গার পাড়ে পড়ে থাকতে দেখে বন্ধুরাই রাকেশের পরিবারকে খবর দেন । পরিবারের লোকজন ঘাটে এসে কাউকে খুঁজে না পেয়ে চুঁচুড়া থানার পুলিশকে খবর দেন ।

আরও পড়ুন : Boat Capsize in Polba : পোলবায় নৌকা বিহারে গিয়ে ডুবে মৃত 2, আহত 2

এরপর পুলিশ বিপর্যয় মোকাবিলার দলকে কাজে লাগায় । স্পিডবোর্ড দিয়ে চলে উদ্ধারকার্য । সন্ধ্যা নেমে যাওয়ায় ও ওই এলাকায় গঙ্গার উপর দু'টি ব্রিজ থাকায় উদ্ধারকার্য চালাতে অসুবিধায় পড়তে হয় বিপর্যয় মোকাবিলা দলকে । শুক্রবার সকাল থেকে ফের খোঁজ শুরু হয় । কিন্তু এখনও পর্যন্ত রাকেশের খোঁজ পায়নি পুলিশ । তবে রাকেশের বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । সত্যি কি জলে তলিয়ে গিয়েছে । না এর পিছনের অন্য কোনও কারণ সেটাও খতিয়ে দেখছে পুলিশ । সেই সঙ্গে গঙ্গায় কীভাবে মদ্যপ অবস্থায় উল্লাস করছিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে ।

হুগলি, 25 মার্চ : গঙ্গার জলে সমুদ্রের বিচে ও বিনোদন পার্কের মতো আনন্দ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না রাকেশ রজক (25) নামে এক যুবকের (Young man drowned in Ganga)। মদ্যপ অবস্থায় নদীতে স্নান করতে নেমে এই বিপত্তি ৷ হুগলির চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের চকবাজার পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা তিনি ।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরের পর কৃষ্ণা যাদব, সানি শাসমল, তপন মণ্ডল নামে তিন বন্ধুর সঙ্গে হুগলি জেলখানা সংলগ্ন গঙ্গার ঘাটে যান রাকেশ । এরপর গঙ্গারঘাটে এসে নৌকাবিহার করতে শুরু করে সবাই । নৌকাতে বসেই মদ্যপান করছিলেন সবাই । পরে মদ্যপ অবস্থায় গঙ্গায় স্নান করতে নামেন ওই যুবক । সামাজিক মাধ্যমে গানের তালে ভিডিয়ো করেন । সকলেই মদ্যপ ছিলেন বলে খবর । সেইসময় হঠাৎ গঙ্গায় তলিয়ে যান তিনি । খানিকক্ষণ অপেক্ষা করার পর বন্ধুরা খোঁজ শুরু করেন ৷ পরে তাঁর জামা, প্যান্ট গঙ্গার পাড়ে পড়ে থাকতে দেখে বন্ধুরাই রাকেশের পরিবারকে খবর দেন । পরিবারের লোকজন ঘাটে এসে কাউকে খুঁজে না পেয়ে চুঁচুড়া থানার পুলিশকে খবর দেন ।

আরও পড়ুন : Boat Capsize in Polba : পোলবায় নৌকা বিহারে গিয়ে ডুবে মৃত 2, আহত 2

এরপর পুলিশ বিপর্যয় মোকাবিলার দলকে কাজে লাগায় । স্পিডবোর্ড দিয়ে চলে উদ্ধারকার্য । সন্ধ্যা নেমে যাওয়ায় ও ওই এলাকায় গঙ্গার উপর দু'টি ব্রিজ থাকায় উদ্ধারকার্য চালাতে অসুবিধায় পড়তে হয় বিপর্যয় মোকাবিলা দলকে । শুক্রবার সকাল থেকে ফের খোঁজ শুরু হয় । কিন্তু এখনও পর্যন্ত রাকেশের খোঁজ পায়নি পুলিশ । তবে রাকেশের বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । সত্যি কি জলে তলিয়ে গিয়েছে । না এর পিছনের অন্য কোনও কারণ সেটাও খতিয়ে দেখছে পুলিশ । সেই সঙ্গে গঙ্গায় কীভাবে মদ্যপ অবস্থায় উল্লাস করছিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে ।

Last Updated : Mar 25, 2022, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.