ETV Bharat / state

Dol Utsav 2022 : গুটিয়ে লাল করে দেব, রংয়ের উৎসবে বিশেষ আকর্ষণ অনুব্রতের ‘অনুপ্রেরণা’র গেঞ্জি - Dol Utsav 2022

দোল উপলক্ষে চুঁচুড়ার খরুয়াবাজারের বিশেষ আকর্ষণ রঙিন শব্দে লেখা বিভিন্ন গেঞ্জি (Dol Special Tshirts in Chinsurah Market) ৷

dol and holi special
রঙের উৎসবে বিশেষ আকর্ষণ অনুব্রতর উক্তির অনুকরণে লেখা গেঞ্জি
author img

By

Published : Mar 17, 2022, 7:36 PM IST

চুঁচুড়া, 17 মার্চ : দোল উপলক্ষে (Dol Utsav 2022 ) দেদার বিক্রি হচ্ছে রঙিন শব্দে লেখা নতুন গেঞ্জি ৷ এই গেঞ্জিগুলির মধ্যে আবার অন্যতম আকর্ষণ অনুব্রত মণ্ডলের "শুঁটিয়ে লাল করে দেব" উক্তির অনুকরণে "গুটিয়ে লাল করে দেব" লেখা বিশেষ গেঞ্জি ৷ হুগলির চুঁচুড়ার খরুয়াবাজারের রং বিক্রেতারা জানাচ্ছেন, এবাবের দোলে এই গেঞ্জিগুলির বিশেষ চাহিদা রয়েছে ৷

গত দু'বছর করোনা সংক্রমণের কারণে সেভাবে জমেনি দোল ও হোলির বাজার। এবছর করোনার প্রভাব কমেছে । সবকিছু প্রায় স্বাভাবিক তাই রংয়ের উৎসবে রং, আবির, রং-বেরংয়ের টুপি, পিচকারির ভাল চাহিদা রয়েছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন ৷ দেদার বিকোচ্ছে বিভিন্ন মুখোশও ৷

রঙের উৎসবের বিশেষ আকর্ষণ অনুব্রতর উক্তির অনুকরণে লেখা গেঞ্জি

আরও পড়ুন : দোল উৎসব পালন হল বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠে

এর মধ্যেই বিশেষ আকর্ষণ এই গেঞ্জিগুলি ৷ 140 টাকার মধ্যে দাম রাখা হয়েছে এই গেঞ্জিগুলির ৷ কোনও ক্রেতা চাইলে নিজের নাম বা পছন্দের কোনও লেখাও লিখিয়ে নিতে পারেন সেই গেঞ্জির উপরে ৷ নতুন রংয়ের পাশাপাশি এবার তাই এই নতুন পোশাকও দোলের বিশেষ আকর্ষণ চুঁচুড়ার এই অঞ্চলে ৷

চুঁচুড়া, 17 মার্চ : দোল উপলক্ষে (Dol Utsav 2022 ) দেদার বিক্রি হচ্ছে রঙিন শব্দে লেখা নতুন গেঞ্জি ৷ এই গেঞ্জিগুলির মধ্যে আবার অন্যতম আকর্ষণ অনুব্রত মণ্ডলের "শুঁটিয়ে লাল করে দেব" উক্তির অনুকরণে "গুটিয়ে লাল করে দেব" লেখা বিশেষ গেঞ্জি ৷ হুগলির চুঁচুড়ার খরুয়াবাজারের রং বিক্রেতারা জানাচ্ছেন, এবাবের দোলে এই গেঞ্জিগুলির বিশেষ চাহিদা রয়েছে ৷

গত দু'বছর করোনা সংক্রমণের কারণে সেভাবে জমেনি দোল ও হোলির বাজার। এবছর করোনার প্রভাব কমেছে । সবকিছু প্রায় স্বাভাবিক তাই রংয়ের উৎসবে রং, আবির, রং-বেরংয়ের টুপি, পিচকারির ভাল চাহিদা রয়েছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন ৷ দেদার বিকোচ্ছে বিভিন্ন মুখোশও ৷

রঙের উৎসবের বিশেষ আকর্ষণ অনুব্রতর উক্তির অনুকরণে লেখা গেঞ্জি

আরও পড়ুন : দোল উৎসব পালন হল বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠে

এর মধ্যেই বিশেষ আকর্ষণ এই গেঞ্জিগুলি ৷ 140 টাকার মধ্যে দাম রাখা হয়েছে এই গেঞ্জিগুলির ৷ কোনও ক্রেতা চাইলে নিজের নাম বা পছন্দের কোনও লেখাও লিখিয়ে নিতে পারেন সেই গেঞ্জির উপরে ৷ নতুন রংয়ের পাশাপাশি এবার তাই এই নতুন পোশাকও দোলের বিশেষ আকর্ষণ চুঁচুড়ার এই অঞ্চলে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.