ETV Bharat / state

Dilip Ghosh Meets Abdul Mannan: আবদুল মান্নানের বাড়িতে গেলেন দিলীপ ঘোষ, বললেন সৌজন্য সাক্ষাৎ

author img

By

Published : Dec 16, 2022, 9:46 PM IST

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আবদুল মান্নানের বাড়ি যান দিলীপ ঘোষ (Dilip Ghosh Meets Abdul Mannan) ৷ দুই নেতাই এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন ৷

ETV Bharat
dilip ghosh and abdul mannan
আবদুল মান্নানের বাড়িতে গেলেন দিলীপ ঘোষ

শ্রীরামপুর, 16 ডিসেম্বর: বর্ষীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নানের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ শুক্রবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে চুঁচুড়া এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ৷ সেই কর্মসূচি সেরে এদিন শ্রীরামপুর চাতর কুমোর পাড়ায় রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নানের বাড়িতে যান তিনি (Dilip Ghosh visits Abdul Mannan house) ৷ দুই নেতাই এদিনের সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেন (Dilip Ghosh Meets Abdul Mannan) ৷

2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন আবদুল মান্নান (Congress leader Abdul Mannan) ৷ হুগলির চাঁপদানির বিধায়ক ছিলেন তিনি ৷ অন্যদিকে, 2016 থেকে 2019 পর্যন্ত বিজেপি বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ সেসময় বিধানসভায় এই দুই নেতা দেখা, কথোপকথন হত ৷ কিন্তু বর্তমানে দিলীপ বিজেপি সাংসদ ৷ অন্যদিকে, আবদুল মান্নানও এখন প্রাক্তন বিধায়ক ৷ অসুস্থতার জন্য বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে রয়েছেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা ৷ এই অবস্থায় এদিন মান্নানের বাড়ি যান দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: চিড়িয়াখানায় ব্যাঘ্রশাবক জন্মালেও লেখা থাকে তাঁর অনুপ্রেরণায়...মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এই সাক্ষাৎ প্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন, "হুগলিতে কর্মসূচিতে এসেছিলাম, তাই মান্নানদার সঙ্গে দেখা করে গেলাম ৷ আগে বিধানসভায় ওনার সঙ্গে দেখা হতো, কথা হতো ৷ মান্নানদা বা আমি কেউই নিজেদের দল ছাড়ব না ৷" এদিন রাজনীতি-সহ বিভিন্ন বিষয়ে নানা কথা হয়েছে 2 নেতার ৷ প্রাক্তন বিরোধী দল নেতাকে শাল পরিয়ে দেন দিলীপ ঘোষ ৷

আবদুল মান্নানের বাড়িতে গেলেন দিলীপ ঘোষ

শ্রীরামপুর, 16 ডিসেম্বর: বর্ষীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নানের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ শুক্রবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে চুঁচুড়া এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ৷ সেই কর্মসূচি সেরে এদিন শ্রীরামপুর চাতর কুমোর পাড়ায় রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নানের বাড়িতে যান তিনি (Dilip Ghosh visits Abdul Mannan house) ৷ দুই নেতাই এদিনের সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেন (Dilip Ghosh Meets Abdul Mannan) ৷

2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন আবদুল মান্নান (Congress leader Abdul Mannan) ৷ হুগলির চাঁপদানির বিধায়ক ছিলেন তিনি ৷ অন্যদিকে, 2016 থেকে 2019 পর্যন্ত বিজেপি বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ সেসময় বিধানসভায় এই দুই নেতা দেখা, কথোপকথন হত ৷ কিন্তু বর্তমানে দিলীপ বিজেপি সাংসদ ৷ অন্যদিকে, আবদুল মান্নানও এখন প্রাক্তন বিধায়ক ৷ অসুস্থতার জন্য বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে রয়েছেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা ৷ এই অবস্থায় এদিন মান্নানের বাড়ি যান দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: চিড়িয়াখানায় ব্যাঘ্রশাবক জন্মালেও লেখা থাকে তাঁর অনুপ্রেরণায়...মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এই সাক্ষাৎ প্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন, "হুগলিতে কর্মসূচিতে এসেছিলাম, তাই মান্নানদার সঙ্গে দেখা করে গেলাম ৷ আগে বিধানসভায় ওনার সঙ্গে দেখা হতো, কথা হতো ৷ মান্নানদা বা আমি কেউই নিজেদের দল ছাড়ব না ৷" এদিন রাজনীতি-সহ বিভিন্ন বিষয়ে নানা কথা হয়েছে 2 নেতার ৷ প্রাক্তন বিরোধী দল নেতাকে শাল পরিয়ে দেন দিলীপ ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.