ETV Bharat / state

Dilip Slams TMC: তৃণমূল এখন আঞ্চলিক দল, কোনও শাখা নেই, হুগলির সভা থেকে দিলীপের কটাক্ষ - from bjp event in Serampore

রবিবার শ্রীরামপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকে একহাত নিলেন দিলীপ ঘোষ ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে আক্রমণ শানালেন রাহুল সিনহা।

Etv Bharat
তৃণমূল দলটাই তো লোকাল পার্টি হয়ে গেছে কটাক্ষ দিলীপ ঘোষের
author img

By

Published : May 1, 2023, 9:05 AM IST

Updated : May 1, 2023, 9:25 AM IST

হুগলির একটি সভায় যোগ দিতে এসে শাসকদলকে কটাক্ষ দিলীপের

হুগলি, 1 মে: "তৃণমূল দলটাই তো আঞ্চলিক হয়ে গিয়েছে । তৃণমূলের কোনও শাখা নাই । এই ব্যানারই লাগবে এখন ৷ কিন্ত এখনও অভ্যাসটা যায়নি । অখিল ভারতীয় তৃণমূলকে সর্বভারতীয় তৃণমূল মন্ত্রী লেখা হচ্ছে ৷ স্বপ্ন দেখতে আপত্তি নেই।" রবিবার শ্রীরামপুর নাগরিক মঞ্চের আহ্বানে মাহেশ সুরকি ঘাটে গঙ্গা আরতি ও ভজন সন্ধ্যার অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা ।
পাশাপাশি দিলীপ আরও উল্লেখ করেন, গত নির্বাচনে শাসকদল পঞ্চায়েত বিরোধী শূন্য করার চেষ্টা করেছিল ৷ তার ফল 2019 সালের লোকসভা নির্বাচনে পেয়েছিল । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগের কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন দিলীপ। তাঁর কটাক্ষ, অভিষেক এখন খুব সাধারণ হয়ে গিয়েছেন ৷ আরও সাধারণ হয়ে যাবেন । কত বড় বড় নেতা ছিলেন । এখন তিহাড়ে জল চেয়ে খেতে হচ্ছে । অসাধারণ এখানে চলবে না ।

তাঁর কথায়, "কোটি কোটি টাকা খরচা করে সাধারণ মানুষ হওয়া যায় ! একদিনে একটা তাঁবুর ভাড়া 75 লক্ষ টাকা ৷ তারপর খাওয়া দাওয়া আছে । সে কথা আমি বলছি না । এরপরও সাধারণ মানুষ ! আমি জানি না চশমার দাম কত, জুতোর দাম কত, জামার দাম কত ও বাড়ির দাম কত ? হিসেব করুন । রাজ্যের 8 কোটি সাধারণ মানুষ মোদির দেওয়া দু’টাকা কিলো চাল খাচ্ছে । পঞ্চায়েত ভোটে পুরো শক্তি নিয়ে লড়াই হবে, পরিবর্তন করব ।"

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে শুটআউট এখন স্বাভাবিক ঘটনা, কটাক্ষ দিলীপের

এই মঞ্চ থেকে রাহুল সিনহা জানান, পঞ্চায়েত নির্বাচন এখন হবে বলে মনে হচ্ছে না । কারণ তৃণমূল নিজেরাই নিজেদের ভয় পাচ্ছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ভোট করেছেন সেখানেই ব্যালট লুট হচ্ছে । হবে না কেন ? প্রথম থেকে বিরোধীদের ব্যালট লুট করা এরাই তো শিখিয়েছে।এখন নেশা আর পেশা এক হয়ে গিয়েছে।

হুগলির একটি সভায় যোগ দিতে এসে শাসকদলকে কটাক্ষ দিলীপের

হুগলি, 1 মে: "তৃণমূল দলটাই তো আঞ্চলিক হয়ে গিয়েছে । তৃণমূলের কোনও শাখা নাই । এই ব্যানারই লাগবে এখন ৷ কিন্ত এখনও অভ্যাসটা যায়নি । অখিল ভারতীয় তৃণমূলকে সর্বভারতীয় তৃণমূল মন্ত্রী লেখা হচ্ছে ৷ স্বপ্ন দেখতে আপত্তি নেই।" রবিবার শ্রীরামপুর নাগরিক মঞ্চের আহ্বানে মাহেশ সুরকি ঘাটে গঙ্গা আরতি ও ভজন সন্ধ্যার অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা ।
পাশাপাশি দিলীপ আরও উল্লেখ করেন, গত নির্বাচনে শাসকদল পঞ্চায়েত বিরোধী শূন্য করার চেষ্টা করেছিল ৷ তার ফল 2019 সালের লোকসভা নির্বাচনে পেয়েছিল । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগের কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন দিলীপ। তাঁর কটাক্ষ, অভিষেক এখন খুব সাধারণ হয়ে গিয়েছেন ৷ আরও সাধারণ হয়ে যাবেন । কত বড় বড় নেতা ছিলেন । এখন তিহাড়ে জল চেয়ে খেতে হচ্ছে । অসাধারণ এখানে চলবে না ।

তাঁর কথায়, "কোটি কোটি টাকা খরচা করে সাধারণ মানুষ হওয়া যায় ! একদিনে একটা তাঁবুর ভাড়া 75 লক্ষ টাকা ৷ তারপর খাওয়া দাওয়া আছে । সে কথা আমি বলছি না । এরপরও সাধারণ মানুষ ! আমি জানি না চশমার দাম কত, জুতোর দাম কত, জামার দাম কত ও বাড়ির দাম কত ? হিসেব করুন । রাজ্যের 8 কোটি সাধারণ মানুষ মোদির দেওয়া দু’টাকা কিলো চাল খাচ্ছে । পঞ্চায়েত ভোটে পুরো শক্তি নিয়ে লড়াই হবে, পরিবর্তন করব ।"

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে শুটআউট এখন স্বাভাবিক ঘটনা, কটাক্ষ দিলীপের

এই মঞ্চ থেকে রাহুল সিনহা জানান, পঞ্চায়েত নির্বাচন এখন হবে বলে মনে হচ্ছে না । কারণ তৃণমূল নিজেরাই নিজেদের ভয় পাচ্ছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ভোট করেছেন সেখানেই ব্যালট লুট হচ্ছে । হবে না কেন ? প্রথম থেকে বিরোধীদের ব্যালট লুট করা এরাই তো শিখিয়েছে।এখন নেশা আর পেশা এক হয়ে গিয়েছে।

Last Updated : May 1, 2023, 9:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.