ETV Bharat / state

Dilip Ghosh : মা দুর্গা দশভুজা, একমাত্র মুখ্যমন্ত্রীই বিশ হাতের মালিক; কটাক্ষ দিলীপের - দিলীপ ঘোষ

প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলীপ ঘোষের (Dilip Ghosh) ৷ বললেন, "মা দুর্গা দশভুজা, একমাত্র মুখ্যমন্ত্রীই বিশ হাতের মালিক ৷" রবিবার শ্রীরামপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধনে এসে দিলীপ এই মন্তব্য করেন ৷

Dilip Ghosh slams Mamata Banerjee
Dilip Ghosh slams Mamata Banerjee
author img

By

Published : Oct 10, 2021, 8:21 PM IST

শ্রীরামপুর, 10 অক্টোবর : শ্রীরামপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীর উদ্বোধনে এসে দিলীপ ঘোষ (Dilip Ghosh) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন ৷ বলেন, "মা দুর্গারও দশটি হাত ৷ একমাত্র মুখ্যমন্ত্রীই বিশ হাতের মালিক ৷"

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ বলেন, "পশ্চিমবাংলায় একজনই পুজো উদ্বোধন করবেন । সেটা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর কেউ পুজো উদ্বোধন করতে পারবেন না । সেই জন্য উনি এখন গান গাইছেন, ছবি আঁকছেন । গানে সুর দিচ্ছেন । গায়কদের গান শেখাচ্ছেন । মা দুর্গারও দশ হাত ৷ একমাত্র উনিই বিশ হাতের মালিক । উনি সব করছেন ৷ পশ্চিমবঙ্গের আর কেউ নেই । আমি জানি না, এটা কী ধরনের রাজনীতি ৷ স্বৈরতান্ত্রিকতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ হাতের মালিক বলে কটাক্ষ করলেন দিলীপ

পাশাপাশি উত্তরপ্রদেশে কৃষক মৃত্যুতে মন্ত্রীর ছেলে গ্রেফতারের ঘটনায় দিলীপ বলেন, "সুপ্রিম কোর্ট দেখছে ৷ সিট (Special Investigation Team- SIT) গঠন হয়ে গিয়েছে । আইনের উপর ভরসা আছে । অন্যায়কারীর সাজা হওয়া উচিত । যারা এটা নিয়ে রাজনীতি করছে, তাদের কাছে ইস্যু নেই । যারা পাঁচ বছরে কিছু করেনি মানুষের জন্য, তারা এই ধরনের উৎপাত তৈরি করে খবরে আসার চেষ্টা করছে । একটা দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করতে পারে তারা । কিন্তু ওখানকার সরকার যথেষ্ট যোগ্যতার সঙ্গে সমাধানের চেষ্টা করছে ।"

পুজোর ভিড় ও করোনা সংক্রমণ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির মত, এতে করোনা বাড়তে পারে, তাই সচেতন থাকা প্রয়োজন । তবে উৎসব বন্ধ করলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে ৷ পাশাপাশি আরজি করের চিকিৎসকদের সমস্যার সমাধান যাতে হয় তার ব্যবস্থাও সরকারের করা উচিত বলে মতামত তাঁর ।

আরও পড়ুন : Suvendu Adhikari : মায়ের বোধনের আগে জুতো না সরালে পুজো বয়কট হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রীরামপুর, 10 অক্টোবর : শ্রীরামপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীর উদ্বোধনে এসে দিলীপ ঘোষ (Dilip Ghosh) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন ৷ বলেন, "মা দুর্গারও দশটি হাত ৷ একমাত্র মুখ্যমন্ত্রীই বিশ হাতের মালিক ৷"

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ বলেন, "পশ্চিমবাংলায় একজনই পুজো উদ্বোধন করবেন । সেটা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর কেউ পুজো উদ্বোধন করতে পারবেন না । সেই জন্য উনি এখন গান গাইছেন, ছবি আঁকছেন । গানে সুর দিচ্ছেন । গায়কদের গান শেখাচ্ছেন । মা দুর্গারও দশ হাত ৷ একমাত্র উনিই বিশ হাতের মালিক । উনি সব করছেন ৷ পশ্চিমবঙ্গের আর কেউ নেই । আমি জানি না, এটা কী ধরনের রাজনীতি ৷ স্বৈরতান্ত্রিকতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ হাতের মালিক বলে কটাক্ষ করলেন দিলীপ

পাশাপাশি উত্তরপ্রদেশে কৃষক মৃত্যুতে মন্ত্রীর ছেলে গ্রেফতারের ঘটনায় দিলীপ বলেন, "সুপ্রিম কোর্ট দেখছে ৷ সিট (Special Investigation Team- SIT) গঠন হয়ে গিয়েছে । আইনের উপর ভরসা আছে । অন্যায়কারীর সাজা হওয়া উচিত । যারা এটা নিয়ে রাজনীতি করছে, তাদের কাছে ইস্যু নেই । যারা পাঁচ বছরে কিছু করেনি মানুষের জন্য, তারা এই ধরনের উৎপাত তৈরি করে খবরে আসার চেষ্টা করছে । একটা দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করতে পারে তারা । কিন্তু ওখানকার সরকার যথেষ্ট যোগ্যতার সঙ্গে সমাধানের চেষ্টা করছে ।"

পুজোর ভিড় ও করোনা সংক্রমণ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির মত, এতে করোনা বাড়তে পারে, তাই সচেতন থাকা প্রয়োজন । তবে উৎসব বন্ধ করলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে ৷ পাশাপাশি আরজি করের চিকিৎসকদের সমস্যার সমাধান যাতে হয় তার ব্যবস্থাও সরকারের করা উচিত বলে মতামত তাঁর ।

আরও পড়ুন : Suvendu Adhikari : মায়ের বোধনের আগে জুতো না সরালে পুজো বয়কট হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.