ETV Bharat / state

Died by Suicide কলেজে অস্থায়ী কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার

হঠাৎ করেই বেতন প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। তার ওপর বাড়ি তৈরির জন্য ব্যাংক থেকে নেওয়া ঋণের বড় বোঝা। এর জেরে মাসখানেক ধরে একপ্রকার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আরামবাগের কালিপুর এলাকার বাসিন্দা নেতাজি মহাবিদ্যালয়ের অস্থায়ী কর্মী শৈলেন বাগ (Contractual Woker Suicide in College)। আর সেই চাপ সহ্য করতে না পেরে নিজের কর্মক্ষেত্রেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তিনি (Died by Suicide)।

ETV Bharat
Died by Suicide
author img

By

Published : Aug 29, 2022, 9:43 PM IST

আরামবাগ, 29 অগস্ট: ঋণের বোঝা সহ্য না-করতে পেরে আত্মঘাতী হলেন কলেজের অস্থায়ী কর্মচারী ৷ আরামবাগের কালিপুর এলাকার বাসিন্দা নেতাজি মহাবিদ্যালয়ের (Netaji College in Arambag) অস্থায়ী কর্মী ছিলেন শৈলেন বাগ। নিজ কর্মস্থলে গলায় ফাঁস লাগিয়ে সোমবার আত্মহত্যা করেন তিনি (Died by Suicide) ৷ তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কলেজ চত্বর ৷

স্থানীয় ও কলেজ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কলেজের অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন শৈলেনবাবু। কলেজের অধ্যাপক এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। সর্বদা হাসিখুশি এই যুবকটি যে এত বড় চাপ সহ্য করছে যা তা বুঝে উঠতে পারেননি কেউই। প্রতিদিনের মতো সোমবার সকালে কলেজে যান তিনি। কিন্তু এদিন অনিবার্য কারণবশত বাড়িতে মোবাইল ফেলে রেখে যান ৷

দীর্ঘক্ষণ পর পরিবারের পক্ষ থেকে কলেজের অধ্যাপক (College Professor) প্রদীপ কুমার পালকে ফোন করেন তাঁর স্ত্রী। এরপর কলেজের পক্ষ থেকে শুরু হয় খোঁজাখুঁজি। হঠাৎই কলেজের বিজ্ঞান বিভাগের একটি রুমে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান অন্যান্য কর্মীরা। স্বাভাবিকভাবে ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে যায় ওই এলাকায়।

নিজের কর্মক্ষেত্রেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন কলেজের অস্থায়ী কর্মচারী

আরও পড়ুন: দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা বলে অনুমান পুলিশের

এ বিষয়ে শৈলেনবাবুর স্ত্রী বলেন, "9 লক্ষ টাকা লোন নিয়ে তাঁর স্বামী বাড়ি করেছিলেন। কিন্তু হঠাৎ করে কয়েকমাস হল বেতন কমে যায় স্বামীর। স্বাভাবিকভাবে ঋণের চাপ নিয়ে কয়েক মাস যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি সর্বদাই তার পাশে দাঁড়িয়েছেন। তারপরেও হঠাৎ করে কেন চরম এই সিদ্ধান্ত নিয়ে নিলেন জানি না ৷"

সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কলেজ চত্বর। অধ্যাপক, অধ্যাপিকা-সহ অন্যান্য কর্মীরা কেউই শৈলেনের চলে যাওয়া মেনে নিতে পারছেন না। ঘটনার খবর জানার পরই এলাকায় পৌঁছয় আরামবাগ থানার পুলিশ ৷ পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

আরামবাগ, 29 অগস্ট: ঋণের বোঝা সহ্য না-করতে পেরে আত্মঘাতী হলেন কলেজের অস্থায়ী কর্মচারী ৷ আরামবাগের কালিপুর এলাকার বাসিন্দা নেতাজি মহাবিদ্যালয়ের (Netaji College in Arambag) অস্থায়ী কর্মী ছিলেন শৈলেন বাগ। নিজ কর্মস্থলে গলায় ফাঁস লাগিয়ে সোমবার আত্মহত্যা করেন তিনি (Died by Suicide) ৷ তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কলেজ চত্বর ৷

স্থানীয় ও কলেজ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কলেজের অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন শৈলেনবাবু। কলেজের অধ্যাপক এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। সর্বদা হাসিখুশি এই যুবকটি যে এত বড় চাপ সহ্য করছে যা তা বুঝে উঠতে পারেননি কেউই। প্রতিদিনের মতো সোমবার সকালে কলেজে যান তিনি। কিন্তু এদিন অনিবার্য কারণবশত বাড়িতে মোবাইল ফেলে রেখে যান ৷

দীর্ঘক্ষণ পর পরিবারের পক্ষ থেকে কলেজের অধ্যাপক (College Professor) প্রদীপ কুমার পালকে ফোন করেন তাঁর স্ত্রী। এরপর কলেজের পক্ষ থেকে শুরু হয় খোঁজাখুঁজি। হঠাৎই কলেজের বিজ্ঞান বিভাগের একটি রুমে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান অন্যান্য কর্মীরা। স্বাভাবিকভাবে ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে যায় ওই এলাকায়।

নিজের কর্মক্ষেত্রেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন কলেজের অস্থায়ী কর্মচারী

আরও পড়ুন: দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা বলে অনুমান পুলিশের

এ বিষয়ে শৈলেনবাবুর স্ত্রী বলেন, "9 লক্ষ টাকা লোন নিয়ে তাঁর স্বামী বাড়ি করেছিলেন। কিন্তু হঠাৎ করে কয়েকমাস হল বেতন কমে যায় স্বামীর। স্বাভাবিকভাবে ঋণের চাপ নিয়ে কয়েক মাস যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি সর্বদাই তার পাশে দাঁড়িয়েছেন। তারপরেও হঠাৎ করে কেন চরম এই সিদ্ধান্ত নিয়ে নিলেন জানি না ৷"

সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কলেজ চত্বর। অধ্যাপক, অধ্যাপিকা-সহ অন্যান্য কর্মীরা কেউই শৈলেনের চলে যাওয়া মেনে নিতে পারছেন না। ঘটনার খবর জানার পরই এলাকায় পৌঁছয় আরামবাগ থানার পুলিশ ৷ পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.