ETV Bharat / state

Diarrhoea in Goghat : গোঘাটের কামচে গ্রামে ডায়েরিয়ার প্রকোপ - DIARRHOEA BACTERIA FOUND AT GOGHAT

ডায়েরিয়ার প্রকোপে অসুস্থ বেশ কয়েকজন ৷ গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি 9 জন (Diarrhoea in Goghat) ৷ ঘটনাটি ঘটেছে গোঘাট গ্রাম পঞ্চায়েতের কামচে গ্রামের কাকুরিয়া এলাকায় ৷ খবর পেয়ে এলাকায় পৌঁছন স্বাস্থ্য় আধিকারিকরা ৷

Diarrhoea in Goghat
গোঘাটে ডায়েরিয়ার প্রকোপে অসুস্থ বেশ কয়েকজন
author img

By

Published : May 23, 2022, 9:00 AM IST

গোঘাট, 23 মে : গোঘাট গ্রাম পঞ্চায়েতের কামচে গ্রামের কাকুরিয়া এলাকায় ডায়েরিয়ার প্রকোপ (Diarrhoea in Goghat) । ঘটনার জেরে রবিবার সন্ধ্যা থেকেই দফায় দফায় অসুস্থ হয়ে পড়তে শুরু করেন এলাকার মানুষজন । এখনও পর্যন্ত 9 জনকে গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর । ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গোঘাট 1 ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য় আধিকারিক, গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র পাঁজা-সহ অনান্যরা । আতঙ্ক যাতে নতুন করে ছড়িয়ে না পড়ে তার জন্য গ্রামেই ক্যাম্প করে প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা ।

গোঘাটে ডায়েরিয়ার প্রকোপে অসুস্থ বেশ কয়েকজন

আরও পড়ুন : Diarrhoea in Bankura : বাঁকুড়া শহরে ডায়েরিয়ার প্রকোপ, আক্রান্তের সংখ্যা 15

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, পুকুরের জল পান করার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে । এলাকাসূত্রে খবর, এদিন স্থানীয় এলাকায় একটি শ্রাদ্ধানুষ্ঠান চলছিল । সেখানেই পুকুরের জল ব্যবহার করা হয়েছিল নাকি শ্রাদ্ধানুষ্ঠানের খাবারে বিষাক্ত কিছু ছিল তা খতিয়ে দেখা হচ্ছে । যদিও গোঘাট 1 ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে দাবি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷

গোঘাট, 23 মে : গোঘাট গ্রাম পঞ্চায়েতের কামচে গ্রামের কাকুরিয়া এলাকায় ডায়েরিয়ার প্রকোপ (Diarrhoea in Goghat) । ঘটনার জেরে রবিবার সন্ধ্যা থেকেই দফায় দফায় অসুস্থ হয়ে পড়তে শুরু করেন এলাকার মানুষজন । এখনও পর্যন্ত 9 জনকে গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর । ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গোঘাট 1 ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য় আধিকারিক, গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র পাঁজা-সহ অনান্যরা । আতঙ্ক যাতে নতুন করে ছড়িয়ে না পড়ে তার জন্য গ্রামেই ক্যাম্প করে প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা ।

গোঘাটে ডায়েরিয়ার প্রকোপে অসুস্থ বেশ কয়েকজন

আরও পড়ুন : Diarrhoea in Bankura : বাঁকুড়া শহরে ডায়েরিয়ার প্রকোপ, আক্রান্তের সংখ্যা 15

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, পুকুরের জল পান করার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে । এলাকাসূত্রে খবর, এদিন স্থানীয় এলাকায় একটি শ্রাদ্ধানুষ্ঠান চলছিল । সেখানেই পুকুরের জল ব্যবহার করা হয়েছিল নাকি শ্রাদ্ধানুষ্ঠানের খাবারে বিষাক্ত কিছু ছিল তা খতিয়ে দেখা হচ্ছে । যদিও গোঘাট 1 ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে দাবি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.