ETV Bharat / state

পাণ্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, কাঠগড়ায় তৃণমূল - লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ

পাণ্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ ৷ দেওয়া হল গো ব্যাক শ্লোগান ৷ খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায় ।

পাণ্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ
পাণ্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ
author img

By

Published : Jun 10, 2021, 4:47 PM IST

Updated : Jun 10, 2021, 8:12 PM IST

পাণ্ডুয়া, 10 জুন : হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের । চিকিৎসক নিগ্রহের ঘটনায় ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলতে আজ পাণ্ডুয়া হাসপাতালে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ হাসপাতালে ঢোকার মুখেই পাণ্ডুয়ায় জি টি রোডের উপর সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী নেতারা । দেওয়া হয় গো ব্যাক শ্লোগান ৷

খবর পেয়ে পাণ্ডুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায় । সাংসদের গাড়ি বিক্ষোভের জায়গা থেকে সরিয়ে আনা হয় । বিজেপির তরফে অভিযোগ তৃণমূল কর্মীরা লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ৷

তবে এ বিষয়ে সব অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা মাধব চন্দ্র ঘোষ বলেন, "লোকসভা ভোটের পর তিন বছর ধরে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে এখানে দেখা যায়নি । তৃণমূলের ওপর অনেক অত্যাচার হয়েছে আগে তখনও তিনি সহানুভূতি দিতে আসেননি । আজকে চিকিৎসকদের সহানুভূতির জন্য এসেছেন । চিকিৎসক নিগ্রহের ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে । আমাদের প্রশাসনের উপর ভরসা আছে । প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে । এখানে ওনার কোন জায়গা নেই । কারণ ওনাকে অন্য সময় দেখা যায় না । উনি না এলেও আমাদের চলে যাবে ।

পাণ্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ

প্রসঙ্গত, সোমবার পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে মারা যায় শেখ ইসলাম নামে এক হৃদরোগে আক্রান্ত রোগী ৷ এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর পরিবারের লোকজন চিকিৎসককে মারধর করে ৷ এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবারের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয় ৷ এই ঘটনায় আজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন : Newtown Shoot-out: নিউটাউনে নিহত 2 গ্যাংস্টারের ফ্ল্য়াটের মালিককে তলব তদন্তকারীদের

পাণ্ডুয়া, 10 জুন : হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের । চিকিৎসক নিগ্রহের ঘটনায় ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলতে আজ পাণ্ডুয়া হাসপাতালে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ হাসপাতালে ঢোকার মুখেই পাণ্ডুয়ায় জি টি রোডের উপর সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী নেতারা । দেওয়া হয় গো ব্যাক শ্লোগান ৷

খবর পেয়ে পাণ্ডুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায় । সাংসদের গাড়ি বিক্ষোভের জায়গা থেকে সরিয়ে আনা হয় । বিজেপির তরফে অভিযোগ তৃণমূল কর্মীরা লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ৷

তবে এ বিষয়ে সব অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা মাধব চন্দ্র ঘোষ বলেন, "লোকসভা ভোটের পর তিন বছর ধরে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে এখানে দেখা যায়নি । তৃণমূলের ওপর অনেক অত্যাচার হয়েছে আগে তখনও তিনি সহানুভূতি দিতে আসেননি । আজকে চিকিৎসকদের সহানুভূতির জন্য এসেছেন । চিকিৎসক নিগ্রহের ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে । আমাদের প্রশাসনের উপর ভরসা আছে । প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে । এখানে ওনার কোন জায়গা নেই । কারণ ওনাকে অন্য সময় দেখা যায় না । উনি না এলেও আমাদের চলে যাবে ।

পাণ্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ

প্রসঙ্গত, সোমবার পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে মারা যায় শেখ ইসলাম নামে এক হৃদরোগে আক্রান্ত রোগী ৷ এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর পরিবারের লোকজন চিকিৎসককে মারধর করে ৷ এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবারের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয় ৷ এই ঘটনায় আজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন : Newtown Shoot-out: নিউটাউনে নিহত 2 গ্যাংস্টারের ফ্ল্য়াটের মালিককে তলব তদন্তকারীদের

Last Updated : Jun 10, 2021, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.