হুগলি, 19 জুন : বজ্রাঘাতে মৃত্য়ু হল শিশু ও এক কিশোরীর ৷ সম্পর্কে তারা দুই বোন ৷ রবিবার হুগলির আরামবাগে ডিহিবাগানানের মিরপাড়া এলাকার ঘটনাটি ঘটে ৷ মৃতরা হল মৌমিতা প্রামাণিক ও রণিতা পণ্ডিত ৷ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ (Two Died in Lightning) ৷ মৃত রণিতা পণ্ডিত কেজি ওয়ানের ছাত্রী এবং মৌমিতা স্থানীয় স্কুলের পঞ্চম শ্রণির ছাত্রী ছিল ৷
পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো রবিবার বিকালে মৌমিতা ও তার বোন রণিতা বাড়ি থেকে কিছুটা দূরে খেলতে গিয়েছিল। হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সেই সময় বাড়ি ফিরে আসার চেষ্টা করে তারা । যদিও বাড়ি ফিরে আসার আগেই ঘটে দুর্ঘটনা ৷ হঠাৎ বজ্রাঘাতে ঝলসে যায় দুজন। পরিবারের লোকজন মুহূর্তের মধ্যেই দিশাহীন হয়ে পড়েন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া (Two Died in Lightning) ৷
খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় আরামবাগ থানার পুলিশ ৷ দেহ 2টি উদ্ধার করে ময়ানাতদন্তে পাঠানো হয় ৷ মৃত রনিতার বাবা জানিয়েছেন, কেশবপুরের এক ভাগ্নি তাঁদের বাড়িতেই থাকত । এদিন দুই বোনে খেলতে গিয়েছিল বাড়ি থেকে কিছুটা দূরে। কিন্তু হঠাৎই বজ্রাপাত কেড়ে নিল দুই বোনকে। পরিবারের 2 সন্তানের আকস্মিক মৃত্যুতে শোকেবিহ্বল গোটা পরিবার ৷
আরও পড়ুন : দিঘায় ঘুরতে এসে মৃত্যু নাবালকের