দুর্গাপুর, 2 মার্চ : দিনটা শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই ৷ সকালে উঠে দাঁত মাজতে মাজতে কুয়ো থেকে জল তুলতে গিয়েছিল বছর 15 এর এক কিশোর ৷ কুয়ো থেকে জল তুলতে গিয়ে বালতি গেল পড়ে ৷ বালতি তোলার কাঁটা দিয়ে বালতি তো উঠল , তার সঙ্গে ভেসে উঠল একটি মৃতদেহ ৷ তা দেখে ভয়ে চিৎকার শুরু করে সে ৷ তার চিৎকারের জেরে পাড়ার লোক জড়ো হয় কুয়োপাড়ে ৷ প্রথমে গুরুত্ব না দিলেও পাড়ার লোক কুয়োয় মুখ বাড়িয়ে দেখতেই মৃতদেহ দেখতে পায় ৷
পাণ্ডাবেশ্বরের নবগ্রামের বিলাসপুরিয়া সেন্টারের ঘটনা ৷ স্থানীয়দের দাবি, গত দু'দিন ধরেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল এলাকার এক বাসিন্দা নিঁখোজ ৷ এদিন স্থানীয়রাই শনাক্ত করে মৃতদেহটি নিঁখোজ ব্যক্তিরই ৷ মৃত ব্যক্তির নাম কিষাণ বাউরি (45) । গত দু'দিন ধরেই তিনি নিঁখোজ ছিলেন ৷ এলাকাবাসীই পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে দেহ শণাক্তকরণ করে ৷ আত্মহত্যা না খুন তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে বলে দাবি পুলিশের ৷ যদিও মৃতের পরিবারের তরফে কোনও বিবৃতি মেলেনি ৷
আরও পড়ুন :দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আসানসোল
ঘটনাস্থলে পৌঁছান ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রাবর্তী । পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।