ETV Bharat / state

TMC Local Committee: মৃত ব্যক্তির নাম তৃণমূলের নতুন অঞ্চল কমিটিতে, শোরগোল আরামবাগে - শোরগোল আরামবাগে

10 মাস আগে মৃত ব্যক্তির নাম তৃণমূলের নতুন অঞ্চল কমিটিতে (TMC Local Committee) ৷ ঘটনা ঘিরে সরগরম আরামবাগ ৷ ভুল করে তালিকায় নাম বলে দায় এড়ানোর চেষ্টা তৃণমূলের ব্লক সভাপতির ৷

TMC
তৃণমূলের নতুন অঞ্চল কমিটি
author img

By

Published : Jan 16, 2023, 9:21 PM IST

মৃত ব্যক্তির নাম তৃণমূলের নতুন অঞ্চল কমিটিতে

আরামবাগ, 16 জানুয়ারি: আবাস যোজনায় (Awas Yojana) তৃণমূলের নেতা-কর্মীর নাম নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে ৷ তারই মাঝে এবার মৃত ব্যক্তির নাম পাওয়া গেল খোদ তৃণমূলের নতুন অঞ্চল কমিটিতে (TMC Local Committee) । ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুর 1 নম্বর অঞ্চলে ৷ ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে শাসকদলের অন্দরেই ৷ অন্যদিকে নতুন কমিটি গঠন নিয়ে দলের কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ।

ঘটনায় ভুল করে নাম তালিকায় বসতে পারে বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন আরামবাগ তৃণমূলের ব্লক সভাপতি। তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘটনায় অস্বস্তিতে তৃণমূলের জেলা নেতৃত্বও । কয়েকদিন আগেই তৃণমুূলের অঞ্চল কমিটির তালিকা ঘোষণা করা হয় । সেই তালিকাতেই দেখা যাচ্ছে, আরামবাগের মলয়পুর 1 নম্বরে দলীয়ভাবে অঞ্চল সভাপতি, সম্পাদক-সহ চার জন করে পদ বন্টন করা হয়েছে । এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছে আরও 14 জনের নাম। তাতেই রয়েছে শ্রীকান্ত সরকারের নাম ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি প্রায় 10 মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন (Dead worker name in TMC Local Committee list) । যদিও শ্রীকান্ত সরকার তৃণমূল দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি ছেলে সজল সরকারের । তবুও 10 মাস আগে মারা যাওয়া ব্যক্তির নাম কীভাবে এল তালিকায়? তাই নিয়ে উঠছে প্রশ্ন ৷ একদিকে যেমন এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে তেমনই নতুন কমিটি নিয়ে ক্ষোভ তৃণমূল কর্মীদের মধ্যে। তৃণমূল কর্মী প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগ, "দলের দুঃসময়ে যারা সামনের সারিতে লড়াই করেছে তারাই আজ অবহেলিত। কাউকে কিছু না-জানিয়ে হঠাৎ করে কয়েকজন বসে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে।"

TMC Local Committee
তৃণমূলের নতুন অঞ্চল কমিটির তালিকা

তবে এ বিষয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দলীয় বিষয়ে জেলা সভাপতি বলতে পারবেন । আমি কিছুই জানি না ।" ঘটনায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়ের সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি । তবে আরামবাগ ব্লক সভাপতি শিশির সরকার বলেন, "ভুল করে নাম তালিকায় বসতে পারে ৷" তবে ঘটনায় বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি । বিজেপির রাজ্য সম্পাদক তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, "তৃণমূলের আর লোক নেই, তাই মৃত ব্যক্তিদের জীবিত করে পদ দেওয়া হচ্ছে ।"

আরও পড়ুন: পৌরসভার চেয়ারম্যানের কোটি টাকার সম্পত্তি, আবাস যোজনায় নাম স্ত্রী ও ভাইদের

মৃত ব্যক্তির নাম তৃণমূলের নতুন অঞ্চল কমিটিতে

আরামবাগ, 16 জানুয়ারি: আবাস যোজনায় (Awas Yojana) তৃণমূলের নেতা-কর্মীর নাম নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে ৷ তারই মাঝে এবার মৃত ব্যক্তির নাম পাওয়া গেল খোদ তৃণমূলের নতুন অঞ্চল কমিটিতে (TMC Local Committee) । ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুর 1 নম্বর অঞ্চলে ৷ ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে শাসকদলের অন্দরেই ৷ অন্যদিকে নতুন কমিটি গঠন নিয়ে দলের কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ।

ঘটনায় ভুল করে নাম তালিকায় বসতে পারে বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন আরামবাগ তৃণমূলের ব্লক সভাপতি। তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘটনায় অস্বস্তিতে তৃণমূলের জেলা নেতৃত্বও । কয়েকদিন আগেই তৃণমুূলের অঞ্চল কমিটির তালিকা ঘোষণা করা হয় । সেই তালিকাতেই দেখা যাচ্ছে, আরামবাগের মলয়পুর 1 নম্বরে দলীয়ভাবে অঞ্চল সভাপতি, সম্পাদক-সহ চার জন করে পদ বন্টন করা হয়েছে । এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছে আরও 14 জনের নাম। তাতেই রয়েছে শ্রীকান্ত সরকারের নাম ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি প্রায় 10 মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন (Dead worker name in TMC Local Committee list) । যদিও শ্রীকান্ত সরকার তৃণমূল দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি ছেলে সজল সরকারের । তবুও 10 মাস আগে মারা যাওয়া ব্যক্তির নাম কীভাবে এল তালিকায়? তাই নিয়ে উঠছে প্রশ্ন ৷ একদিকে যেমন এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে তেমনই নতুন কমিটি নিয়ে ক্ষোভ তৃণমূল কর্মীদের মধ্যে। তৃণমূল কর্মী প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগ, "দলের দুঃসময়ে যারা সামনের সারিতে লড়াই করেছে তারাই আজ অবহেলিত। কাউকে কিছু না-জানিয়ে হঠাৎ করে কয়েকজন বসে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে।"

TMC Local Committee
তৃণমূলের নতুন অঞ্চল কমিটির তালিকা

তবে এ বিষয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দলীয় বিষয়ে জেলা সভাপতি বলতে পারবেন । আমি কিছুই জানি না ।" ঘটনায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়ের সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি । তবে আরামবাগ ব্লক সভাপতি শিশির সরকার বলেন, "ভুল করে নাম তালিকায় বসতে পারে ৷" তবে ঘটনায় বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি । বিজেপির রাজ্য সম্পাদক তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, "তৃণমূলের আর লোক নেই, তাই মৃত ব্যক্তিদের জীবিত করে পদ দেওয়া হচ্ছে ।"

আরও পড়ুন: পৌরসভার চেয়ারম্যানের কোটি টাকার সম্পত্তি, আবাস যোজনায় নাম স্ত্রী ও ভাইদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.