ETV Bharat / state

কালবৈশাখীর দাপটে নষ্ট ফসল, বিপাকে আরামবাগের কৃষকরা - আরামবাগ

কালবৈশাখীর দাপটে বিধ্বস্ত হুগলির আরামবাগের কৃষকরা ৷ ঝড়-বৃষ্টিতে নষ্ট হচ্ছে ধান, তরমুজ-সহ নানা ধরনের ফসল ৷ সরকারি সহযোগিতার আর্জি কৃষকদের ৷ পাশে থাকার আশ্বাস প্রশাসনের ৷

wb_hgl_arambagh_10014
কালবৈশাখীর দাপটে নষ্ট ফসল, বিপাকে আরামবাগের কৃষকরা
author img

By

Published : May 13, 2021, 2:24 PM IST

আরামবাগ, 13 মে : গত কয়েক দিনের ধারাবাহিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে হুগলির আরামবাগ মহকুমায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ ফলে চাষিদের এখন মাথায় হাত। জানা গিয়েছে, ধান ও সবজি, উভয় চাষেরই ক্ষতি হয়েছে ৷ তবে মহকুমাজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা, তা এখনও জানা যায়নি ৷

গত 2 মে থেকেই প্রত্যেক দিন বিকেল হলেই শুরু হচ্ছে ঝড়-বৃষ্টি ৷ মাঠে এই সময় বোরো ধান পেকে গিয়েছে ৷ সেগুলি কাটার সময় হয়েছে। কিন্তু এভাবে ধারাবাহিক কালবৈশাখীর প্রভাবে বহু ধানের জমিতে জল জমে গিয়েছে ৷ পাকা ধান ডুবে যাওয়ার জন্য ফসল নষ্ট হতে বসেছে ৷ আর এর জেরে কার্যত মাথায় হাত চাষিদের ৷

জমিতেই নষ্ট ধান, তরমুজ ৷

ধান চাষের পাশাপাশি আরামবাগের সালেপুর-সহ বেশ কয়েকটি এলাকায় তরমুজ চাষ বিপন্ন হয়ে পড়েছে ৷ জলে ডুবে গিয়েছে তরমুজ গাছ ৷ এমনকী, জলের তোড়ে ভেসে যাচ্ছে পাকা তরমুজ ৷ এমনটাই জানাচ্ছেন চাষিরা। তাঁদের দাবি, করোনার জন্য এমনিতেই শ্রমিক পাওয়া যাচ্ছে না ৷ অন্যদিকে এই পরিস্থিতিতে মাঠেও পাকা তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে ৷ তাই পরিবারের সদস্যদের নিয়েই জমি থেকে যতটা সম্ভব, বাড়িতে তুলে আনা হচ্ছে তরমুজ ৷ এই এলাকার কয়েকশো বিঘা জমির তরমুজ নষ্ট হয়েছে গত কয়েক দিনের বৃষ্টিতে ৷ সরকারি সহযোগিতার আর্জি জানিয়েছেন চাষিরা।

আরও পড়ুন : কালবৈশাখীতে লন্ডভন্ড বোলপুর-শান্তিনিকেতন

এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ সুনীল সামন্ত বলেন, ‘‘প্রকৃতির উপর কারও হাত নেই ৷ তবে চাষের যে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না ৷ আমরা সরকারিভাবে কৃষকদের পাশে থাকব ৷ কৃষকরা সকলেই ক্ষতিপূরণ পাবেন ৷ শুধু তাঁদের নিয়ম মেনে আবেদন করতে হবে ৷’’

আরামবাগ, 13 মে : গত কয়েক দিনের ধারাবাহিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে হুগলির আরামবাগ মহকুমায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ ফলে চাষিদের এখন মাথায় হাত। জানা গিয়েছে, ধান ও সবজি, উভয় চাষেরই ক্ষতি হয়েছে ৷ তবে মহকুমাজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা, তা এখনও জানা যায়নি ৷

গত 2 মে থেকেই প্রত্যেক দিন বিকেল হলেই শুরু হচ্ছে ঝড়-বৃষ্টি ৷ মাঠে এই সময় বোরো ধান পেকে গিয়েছে ৷ সেগুলি কাটার সময় হয়েছে। কিন্তু এভাবে ধারাবাহিক কালবৈশাখীর প্রভাবে বহু ধানের জমিতে জল জমে গিয়েছে ৷ পাকা ধান ডুবে যাওয়ার জন্য ফসল নষ্ট হতে বসেছে ৷ আর এর জেরে কার্যত মাথায় হাত চাষিদের ৷

জমিতেই নষ্ট ধান, তরমুজ ৷

ধান চাষের পাশাপাশি আরামবাগের সালেপুর-সহ বেশ কয়েকটি এলাকায় তরমুজ চাষ বিপন্ন হয়ে পড়েছে ৷ জলে ডুবে গিয়েছে তরমুজ গাছ ৷ এমনকী, জলের তোড়ে ভেসে যাচ্ছে পাকা তরমুজ ৷ এমনটাই জানাচ্ছেন চাষিরা। তাঁদের দাবি, করোনার জন্য এমনিতেই শ্রমিক পাওয়া যাচ্ছে না ৷ অন্যদিকে এই পরিস্থিতিতে মাঠেও পাকা তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে ৷ তাই পরিবারের সদস্যদের নিয়েই জমি থেকে যতটা সম্ভব, বাড়িতে তুলে আনা হচ্ছে তরমুজ ৷ এই এলাকার কয়েকশো বিঘা জমির তরমুজ নষ্ট হয়েছে গত কয়েক দিনের বৃষ্টিতে ৷ সরকারি সহযোগিতার আর্জি জানিয়েছেন চাষিরা।

আরও পড়ুন : কালবৈশাখীতে লন্ডভন্ড বোলপুর-শান্তিনিকেতন

এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ সুনীল সামন্ত বলেন, ‘‘প্রকৃতির উপর কারও হাত নেই ৷ তবে চাষের যে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না ৷ আমরা সরকারিভাবে কৃষকদের পাশে থাকব ৷ কৃষকরা সকলেই ক্ষতিপূরণ পাবেন ৷ শুধু তাঁদের নিয়ম মেনে আবেদন করতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.