আরামবাগ, 6 মে : আজ সকাল থেকে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধীদের আক্রান্ত হওয়ার খবর আসতে থাকে। বিরোধীদের অভিযোগ, বুথে বুথে এজেন্টদের বসতে দেয়নি তৃণমূল। সকাল থেকেই অবাধে ছাপ্পা ভোট করছে তৃণমূল।
বেলা গড়াতেই ব্যাপক ছাপ্পার অভিযোগ আসতে শুরু করে আরামবাগ লোকসভার বিভিন্ন বুথ থেকে। বিরোধীরা অভিযোগ জানায়, তাদের ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না । কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে।
আরামবাগের কীর্তিচন্দ্রপুরে CPI(M) এজেন্টকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আরামবাগ থানার তিরোল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর গ্রামের ৪ নম্বর বুথের CPI(M) এজেন্ট জাহাঙ্গির খন্দকারকে বুথ থেকে বের করে বাঁশ হাতে তাড়া করে তৃণমূল কর্মীরা।
স্থানীয় CPI(M) নেতা মোজাম্মেল হোসেনের অভিযোগ, তৃণমূলের মির চঞ্চল ও তার দলবল এই ঘটনা ঘটিয়েছে । ওই বুথে BJP কোনও এজেন্ট দিতে পারেনি । তাই আমাদের এজেন্টকে বের দিয়েছে ছাপ্পা ভোট করার জন্য।