ETV Bharat / state

পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত CPI(M)-BJP

author img

By

Published : Jul 24, 2019, 3:06 PM IST

Updated : Jul 24, 2019, 4:58 PM IST

তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল CPI(M) এবং BJP-র বিরুদ্ধে । হুগলি গোঘাটের 1 নম্বর পঞ্চায়েতের বুইটা গ্রামের ঘটনা ।

বোমাবাজি

গোঘাট, 24 জুলাই : তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে বোমাবাজির ৷ অভিযোগ উঠল CPI(M) এবং BJP-র বিরুদ্ধে । হুগলি গোঘাটের 1 নম্বর পঞ্চায়েতের বুইটা গ্রামের ঘটনা ।

গতরাতে গোঘাটে খুন হয়ে যাওয়া তৃণমূল কর্মীর দেহ সৎকার করে রাত 11টা নাগাদ বাড়ি ফেরেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল ৷ সেসময় তাঁর বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় গোঘাট থানার পুলিশ ৷

মনোরঞ্জনবাবু বলেন, "এলাকায় ভীতি ছড়াতে BJP এবং CPI(M) একযোগে এই বোমাবাজি করেছে । তারা বেছে বেছে এলাকার তৃণমূল নেতাদের বাড়িতে হামলা করেছে যাতে এলাকা দখল করা যায় ।"

দেখুন ভিডিয়ো

এই অভিযোগ অস্বীকার করে গোঘাটের CPI(M) নেতা ভাস্কর রায় বলেন, "আমরা বোমার রাজনীতি করি না । আমরা ওই এলাকায় ভোট পেয়েছি মাত্র ১৭টা ৷ আমাদের ওখানে পার্টি অফিসটাই এখনও খুলতে পারিনি । সভাপতির পদ নিয়ে ওদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব আছে । ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এঘটনা ঘটেছে ৷"
স্থানীয় BJP-র মণ্ডল সভাপতি শিশির রায় বলেন, "BJP এই ঘটনার সঙ্গে জড়িত নয় । এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে ।"

গোঘাট, 24 জুলাই : তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে বোমাবাজির ৷ অভিযোগ উঠল CPI(M) এবং BJP-র বিরুদ্ধে । হুগলি গোঘাটের 1 নম্বর পঞ্চায়েতের বুইটা গ্রামের ঘটনা ।

গতরাতে গোঘাটে খুন হয়ে যাওয়া তৃণমূল কর্মীর দেহ সৎকার করে রাত 11টা নাগাদ বাড়ি ফেরেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল ৷ সেসময় তাঁর বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় গোঘাট থানার পুলিশ ৷

মনোরঞ্জনবাবু বলেন, "এলাকায় ভীতি ছড়াতে BJP এবং CPI(M) একযোগে এই বোমাবাজি করেছে । তারা বেছে বেছে এলাকার তৃণমূল নেতাদের বাড়িতে হামলা করেছে যাতে এলাকা দখল করা যায় ।"

দেখুন ভিডিয়ো

এই অভিযোগ অস্বীকার করে গোঘাটের CPI(M) নেতা ভাস্কর রায় বলেন, "আমরা বোমার রাজনীতি করি না । আমরা ওই এলাকায় ভোট পেয়েছি মাত্র ১৭টা ৷ আমাদের ওখানে পার্টি অফিসটাই এখনও খুলতে পারিনি । সভাপতির পদ নিয়ে ওদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব আছে । ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এঘটনা ঘটেছে ৷"
স্থানীয় BJP-র মণ্ডল সভাপতি শিশির রায় বলেন, "BJP এই ঘটনার সঙ্গে জড়িত নয় । এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে ।"

Intro:Body:তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমতির সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে।ঘটনা হুগলীর গোঘাটের ১নং পঞ্চায়েতের বুইটা গ্রামের।
অভিযোগ গত কাল রাত্রে গোঘাট ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পালের বাড়িতে বোমাবাজি করে এক দল দুষ্কৃতি।

মনোরঞ্জন পালের দাবি গত কাল রাত্রে গোঘাটে খুন হয়ে যাওয়া তৃণমূল কর্মীর দেহ সৎকারের পর রাত এগারোটায় বাড়ি ফেরেন তার পরই বাড়িতে বোমা বাজি করা হয়।
আরো দাবি এলাকায় ভীতি সন্ত্রস্ত করে রাখতে বিজেপি এবং সিপিএম একযোগে এই বোমাবাজি করেছে।তারা বেছে বেছে এলাকার তৃণমূল নেতাদের বাড়িতে হামলা করেছে যাতে এলাকা দখল করা যায়।
রাতেই পুলিশ কে খবর দেওয়া হয়।পুলিশ নমুনা সংগ্রহ করে তদন্তের জন্য।
অন্য দিকে গোঘাটের সিপিএম নেতা ভাস্কর রায় বলেন আমরা বোমার রাজনীতি করিনা।আমরা ওই এলাকায় ভোট পেয়েছি মাত্র ১৭ টা আমাদের ওখানে পার্টি অফিসটাই এখনো খুলতে পারিনি।সভাপতির পদ নিয়ে ওদের নিজেদের মধ্যেই দ্বন্ধ আছে।এটা ওদের গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই বোমাবাজি হয়েছে।
এলাকার বিজেপির মন্ডল সভাপতি শিশির রায় বলেন বিজেপি এই বোমাবাজি তে জড়িত নয় ।এটা ওদের গোষ্ঠীদ্বন্দের ফলেই ঘটেছে।


wb_hgl_01_goghat_bomabaji_vis_10007

B_1_মনোরঞ্জন পাল (তৃণমূল নেতা)
B_2_ (সিপিআইএম)
B_3_শিশির রায়(বিজেপি)Conclusion:
Last Updated : Jul 24, 2019, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.