ETV Bharat / state

কোরোনা আতঙ্কে দেদার বিকোচ্ছে গোবর, গোমূত্র - Cow Urine sells in Dankuni

গোমূত্রে সারবে কোরোনা । সোশাল মিডিয়ায় সেই গল্প শুনেই দোকানে শুরু গোমূত্র বিক্রি । অবশেষে পুলিশের তৎপরতায় হেপাজতে দোকান মালিক ।

বিকোচ্ছে গোবর, গোমূত্র
author img

By

Published : Mar 16, 2020, 8:21 PM IST

Updated : Mar 16, 2020, 11:37 PM IST

চুঁচুড়া, 16 মার্চ : গোবর, গোমূত্র খেলেই সারবে কোরোনা । পাওয়া যাবে মুক্তি । এমন গল্প নতুন নয় । কেউ কেউ তো গোবর-গোমূত্রকেই কোরোনার প্রতিষেধক হিসেবে ধরে নিচ্ছে । কেউ দিচ্ছে গোমূত্র পার্টিও । এবার নতুন করে গোমূত্র বিক্রির ঢল হুগলিতে । হুগলির ডানকুনিতে দেদার বিকোচ্ছে গোমূত্র । দাম 300 থেকে 500 টাকা ।

ডানকুনির দিল্লি রোডের পাশে একটি মুদির দোকান । সকাল থেকেই সেখানে লম্বা লাইন । লাইন দেখতে ভিড় জনতার । কী হচ্ছে সামনে যেতেই চোখে পড়ল বোতল বোতল জল । জল না আসলে গোমূত্র । জানতেই শুরু বিক্রি । দিন যতো এগোচ্ছে দামও বাড়ছে । অবশেষে বিষয়টিকে লোক ঠকানো বলে দোকানদার শেখ মামুদ আলিকে আটক করে পুলিশ ।

পরে জানা যায়, সম্প্রতি দিল্লিতে কোরোনার চিকিৎসার জন্য গোমূত্র খাওয়ানোর পর এসব বিক্রি করা কথা মাথায় আসে দোকানের মালিকের । স্থানীয় মানুষজন একরকম মজা করেই ভিড় জমায় তার দোকানে । যদিও এসব ঠকবাজি ঠেকাতে মাঠে নামে পুলিশ ।

এবিষয়ে মামুদ আলি বলেন, ''আমি সোশাল মিডিয়ায় দেখলাম দিল্লিতে গোমূত্র পার্টি রাখা হয়েছে । সাধু-সন্ন্যাসীরা সব দাবি করেছে কোরোনা ভাইরাস থেকে বাঁচার গোমূত্র একমাত্র উপায় । তাই আমিও চেষ্টা করে দেখছি বিনা পয়সায় ব্যবসাটা করতে পারি কি না । তাই এই ব্যবসায় নেমেছি । গোমূত্র এবং গোবরে যদি কিছুটা বিক্রি করতে পারি কিছু পয়সা আসে উদ্দেশ্য তাই । তিনি বলেন ভারতবর্ষ সাধু-সন্ন্যাসীর দেশ মানুষের আস্থার ব্যাপার আছে মানুষ যদি মনে করেন বা বিশ্বাস করেন গোমূত্র-তে কোরোনা ভাইরাস থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন । সকাল থেকেই তাই টেবিল পেতে আমিও মানুষকে বোঝাচ্ছি বিক্রি করার চেষ্টা করছি । আমি একজন ব্যবসায়ী হিসেবে বিক্রি করছি আমি গোমূত্র খাইনি ।''

দেদার বিকোচ্ছে গোবর, গোমূত্র

BJP-র শ্রীরামপুর জেলা সভাপতি শ্যামল ঘোষ বলেন, ''একটা প্রবাদ আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর । আর সেই বিশ্বাস থেকেই হয়তো ডানকুনির ওই দোকানদার গোমূত্র বিক্রি করছেন । আর মানুষের যদি বিশ্বাস থাকে মানুষ সেটা নিতে পারেন । কোরোনা ভাইরাসের এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক তৈরি হয়নি । সারা বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে গেছে । সুতরাং এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছে । তাই দিল্লির ঘটনার পর সে উৎসাহিত হয়েছে । আমরা ব্যবসায়ীকেও সাধুবাদ জানাই একটাই কারণে যে তিনি কোরোনা ভাইরাস নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন । গোমূত্র খেয়ে কোরোনা ভাইরাস সারবে সেটা আমি বলতে পারব না । কারণ আমি অভিজ্ঞ নই । কেউ কেউ বিশ্বাস করে তাই এসব কথা বলছে । কারও বিশ্বাস নিয়ে আমার আর কিছু বলার নেই ৷''

চুঁচুড়া, 16 মার্চ : গোবর, গোমূত্র খেলেই সারবে কোরোনা । পাওয়া যাবে মুক্তি । এমন গল্প নতুন নয় । কেউ কেউ তো গোবর-গোমূত্রকেই কোরোনার প্রতিষেধক হিসেবে ধরে নিচ্ছে । কেউ দিচ্ছে গোমূত্র পার্টিও । এবার নতুন করে গোমূত্র বিক্রির ঢল হুগলিতে । হুগলির ডানকুনিতে দেদার বিকোচ্ছে গোমূত্র । দাম 300 থেকে 500 টাকা ।

ডানকুনির দিল্লি রোডের পাশে একটি মুদির দোকান । সকাল থেকেই সেখানে লম্বা লাইন । লাইন দেখতে ভিড় জনতার । কী হচ্ছে সামনে যেতেই চোখে পড়ল বোতল বোতল জল । জল না আসলে গোমূত্র । জানতেই শুরু বিক্রি । দিন যতো এগোচ্ছে দামও বাড়ছে । অবশেষে বিষয়টিকে লোক ঠকানো বলে দোকানদার শেখ মামুদ আলিকে আটক করে পুলিশ ।

পরে জানা যায়, সম্প্রতি দিল্লিতে কোরোনার চিকিৎসার জন্য গোমূত্র খাওয়ানোর পর এসব বিক্রি করা কথা মাথায় আসে দোকানের মালিকের । স্থানীয় মানুষজন একরকম মজা করেই ভিড় জমায় তার দোকানে । যদিও এসব ঠকবাজি ঠেকাতে মাঠে নামে পুলিশ ।

এবিষয়ে মামুদ আলি বলেন, ''আমি সোশাল মিডিয়ায় দেখলাম দিল্লিতে গোমূত্র পার্টি রাখা হয়েছে । সাধু-সন্ন্যাসীরা সব দাবি করেছে কোরোনা ভাইরাস থেকে বাঁচার গোমূত্র একমাত্র উপায় । তাই আমিও চেষ্টা করে দেখছি বিনা পয়সায় ব্যবসাটা করতে পারি কি না । তাই এই ব্যবসায় নেমেছি । গোমূত্র এবং গোবরে যদি কিছুটা বিক্রি করতে পারি কিছু পয়সা আসে উদ্দেশ্য তাই । তিনি বলেন ভারতবর্ষ সাধু-সন্ন্যাসীর দেশ মানুষের আস্থার ব্যাপার আছে মানুষ যদি মনে করেন বা বিশ্বাস করেন গোমূত্র-তে কোরোনা ভাইরাস থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন । সকাল থেকেই তাই টেবিল পেতে আমিও মানুষকে বোঝাচ্ছি বিক্রি করার চেষ্টা করছি । আমি একজন ব্যবসায়ী হিসেবে বিক্রি করছি আমি গোমূত্র খাইনি ।''

দেদার বিকোচ্ছে গোবর, গোমূত্র

BJP-র শ্রীরামপুর জেলা সভাপতি শ্যামল ঘোষ বলেন, ''একটা প্রবাদ আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর । আর সেই বিশ্বাস থেকেই হয়তো ডানকুনির ওই দোকানদার গোমূত্র বিক্রি করছেন । আর মানুষের যদি বিশ্বাস থাকে মানুষ সেটা নিতে পারেন । কোরোনা ভাইরাসের এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক তৈরি হয়নি । সারা বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে গেছে । সুতরাং এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছে । তাই দিল্লির ঘটনার পর সে উৎসাহিত হয়েছে । আমরা ব্যবসায়ীকেও সাধুবাদ জানাই একটাই কারণে যে তিনি কোরোনা ভাইরাস নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন । গোমূত্র খেয়ে কোরোনা ভাইরাস সারবে সেটা আমি বলতে পারব না । কারণ আমি অভিজ্ঞ নই । কেউ কেউ বিশ্বাস করে তাই এসব কথা বলছে । কারও বিশ্বাস নিয়ে আমার আর কিছু বলার নেই ৷''

Last Updated : Mar 16, 2020, 11:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.