শ্রীরামপুর, 22 এপ্রিল : লকডাউনের মাঝেও রাজ্যের একাধিক জায়গায় ভিড় করছিলেন অনেকে । গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে বাজার করতেও দেখা যায় অনেককে । ভিড় ঠেকাতে ইতিমধ্যেই জেলাগুলিতে বাজার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । কোথাও আবার বাজার বন্ধও রাখা হয়েছে । কোথাও বা নির্দিষ্ট দিনে বাজার করার অনুমতি দেওয়া হয়েছে । কোরোনা সংক্রমণ এড়াতে এবার বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রির ব্যবস্থা করল শ্রীরামপুর পৌরসভা ।
গত কয়েকদিন ধরে শ্রীরামপুর পৌরসভা এলাকায় 3-4 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । কোয়ারান্টাইনে রাখা হয়েছে প্রায় 50 জনকে । এই পরিস্থিতিতে আজ SDO অফিসে শ্রীরামপুর পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করা হয় । সেখানেই সিদ্ধান্ত হয়, শ্রীরামপুর পৌরসভা এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া আর কাউকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না । এবার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বাজারের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হবে । বন্ধ রাখা হবে শ্রীরামপুরের সমস্ত বাজার ।
এবিষয়ে শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায় বলেন, "মুদি ও মিষ্টির দোকান বেলা বারোটা পর্যন্ত খোলা থাকবে। বাজার কমিটি ও প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা ঠিক করবেন, কারা বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রি করবেন । আপাতত প্রতিটি ওয়ার্ডের জন্য 20 জন করে নিযুক্ত করা হবে, যাঁরা পাড়ায় পাড়ায় ঘুরে কাঁচা সবজি বিক্রি করবেন। এই মুহূর্তে কাউকে আর বাজার করার জন্য বাইরে বেরোতে দেওয়া হবে না।"